প্রোগ্রামিং বা ওয়েব ডেভলাপমেন্ট কি এআই দখল করে নিবে?
Announcement
Collapse
No announcement yet.
প্রোগ্রামিং নিয়ে জানতে চাই?
Collapse
X
-
Originally posted by ইমরান খান View Postপ্রোগ্রামিং বা ওয়েব ডেভলাপমেন্ট কি এআই দখল করে নিবে?
প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্ট এর বেসিক বা সধারণ কাজগুলো এআই দখল করে নিয়েছে। তবে Advanced বা high level এর কাজগুলো কিন্তু এ আই এখনো দখল করতে পারেনি।
অনেকে বলে এ আই মানুষের কাজ দখল করে নিয়ে যাচ্ছে। এইটা কিন্তু আসলে ভুল কথা।
এ আই কোন মানুষদের কাজ নিয়ে যাচ্ছে, যারা বেসিক কাজ শিখেছে এ আই তাদের কাজ নিয়ে গেছে, কিন্তু যারা যেকোনো কাজ Advanced লেভেলে শিখেছে AI কিন্তু তাদের কাজ নিয়ে যেতে পারে নাই।
এই জন্য প্রিয় ভাই যেকোনো কাজ শিখলে তা বেসিক শিখে ঐ কাজটা Advanced level এর শিখার চেষ্টা করুন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় AI কে সঠিক ভাবে ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন আপনার কাজগুলো শিখা অনেকটাই সহজ হয়ে যাবে ইন শা আল্লাহ। তবে পরিপূর্ণ AI এর উপর নির্ভর করবেন না।
মোট কথা যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ের উপর জ্ঞান অর্জন করুন। তাহলে ইন শা আল্লাহ আপনার কোনো কাজে এ আই বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে না।
[ গুরাবা হয়ে লড়তে চাই, গুরাবা হয়েই শাহাদাহ চাই ]
-
আমার মতে, এআই হচ্ছে ঘোড়ার মতো, যে নিজেই ছুটতে পারে; কিন্তু তাকে বশ্যতা স্বীকার করানো যায়; তার বাগ নিজ হাতে নিয়ে নিজের মতো চালানো যায়।
এটা যতই স্মার্ট হোক না কেন, মানুষ সেটাকে আউটস্মার্ট করে দিতে পারবে, কারণ সেটার সৃষ্টি ও নিয়ন্ত্রণ মানুষের দ্বারা হচ্ছে। তবে তা কোন একক মানুষের বুদ্ধিকে পরাস্ত করে দিতে হয়তো পারবে, কারণ তা প্রায় সকল মানুষের কালেক্টিভ নলেজকে সমন্বয় করে বানানো হচ্ছে।
তবে তা যত শক্তিশালীই হোকনা কেন, আল্লাহ্ তাআলার একটা চ্যালেঞ্জ আছে, যা কোন মানুষ বা মানুষের তৈরি কিছুই, হোক তা যত শক্তিশালী এআই, সেই সীমা অতিক্রম করতে পারবে না ইনশাআল্লাহ
সুরা হজ্জের ৭৩নং আয়াতে আল্লাহ্ তাআলার চ্যালেঞ্জ-
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٌ فَٱسْتَمِعُوا۟ لَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخْلُقُوا۟ ذُبَابًا وَلَوِ ٱجْتَمَعُوا۟ لَهُۥۖ وَإِن يَسْلُبْهُمُ ٱلذُّبَابُ شَيْـًٔا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلْمَطْلُوبُ
Bangla - Bayaan Foundation
হে মানুষ, একটি উপমা পেশ করা হল, মনোযোগ দিয়ে তা শোন, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। যদিও তারা এ উদ্দেশ্যে একত্রিত হয়। আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তারা তার কাছ থেকে তাও উদ্ধার করতে পারবে না। অন্বেষণকারী ও যার কাছে অন্বেষণ করা হয় উভয়েই দুর্বল।
Bangla - Mufti Taqi Usmani
হে মানুষ! একটি উপমা দেওয়া হচ্ছে। মনোযোগ দিয়ে শোন। তোমরা দু‘আর জন্য আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাক, তারা একটি মাছিও সৃষ্টি করতে পারে না, যদিও এ কাজের জন্য তারা সকলে একত্র হয়ে যায়। এমনকি মাছি যদি তাদের থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায়, তাও তারা তার থেকে উদ্ধার করতে পারে না। এরূপ দু‘আকারীও বড় দুর্বল এবং যার কাছে দু‘আ করা হয় সেও।বছর ফুরিয়ে যাবে এতো রিসোর্স আছে https://gazwah.net সাইটে
Comment
Comment