পর্ব ০৭ - ভার্চুয়ালবক্স (VirtualBox) ব্যবহার করে ভার্চুয়াল মেশিন (Virtual Machine, সংক্ষেপে VM) তৈরি করুন
ভার্চুয়ালবক্সে লিনাক্স বা অন্য কোনো অপারেটিং সিস্টেম চালানোর জন্য প্রথমে আপনি একটি ভার্চুয়াল মেশিন বানিয়ে নিবেন। ভার্চুয়াল মেশিনকে সংক্ষেপে বলে VM। ভিএম বানানোর পর ISO ফাইল থেকে লিনাক্স ইনস্টল করবেন। আমরা আজকের পর্বে ভিএম বানানো শিখবো, সামনের পর্বে ইনশাআল্লাহ লিনাক্স ইনস্টল করা শিখবো।
চলুন VM বানাই
আমরা লিনাক্স মিন্টের লেটেস্ট ভার্সন linuxmint-22.2-xfce-64bit ইনস্টল করবো। তাই linuxmint-22.2-xfce-64bit নামে ভিএম বানাবো।
১. VirtualBox অপেন করুন।
২. উপর দিকের বাম পাশে "New" অপশনে ক্লিক করুন। নতুন ভিএম বানানোর জন্য একটি উইন্ডো অপেন হবে।
৩. "VM Name" ঘরে linuxmint-22.2-xfce-64bit পেস্ট করুন বা লিখুন।
নিচে VM Folder নামের ঘরে আপনার নতুন ভিএম কোথায় ইনস্টল হবে লোকেশানটি দেখাবে। আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারেন। সুবিধামতো পিসির কোনো ড্রাইভ কিংবা কেনো মেমোরি পেনড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন। যা সিলেক্ট করে দিবেন সেখানে ইনস্টল হবে। মেমোরি বা পেনড্রাইভ সিলেক্ট করে দিলে সেখানে ইনস্টল হবে। তবে মেমোরি বা পেনড্রাইভ থেকে চালাতে হলে ভার্চুয়ালবক্স খোলার আগে মেমোরি বা পেনড্রাইভটি পিসিতে লাগিয়ে নিতে হবে। আপাতত আমরা ডিফল্ট লোকেশান যা আছে তাই রেখে দিই। মেমোরি বা পেনড্রাইভে ইনস্টল করতে গেলে বেশ স্লো করবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি চাইলে ভিএমকে কপি করে মেমোরি বা পেনড্রাইভে নিয়ে রেখে সেখান থেকে চালাতে পারবেন। এর সুবিধা হলো: আপনি ভিএমে যা করবেন তার লগ আপনার মূল পিসিতে সংরক্ষণ হবে না, মূল পিসি ফ্রেশ থাকবে, ক্লিন থাকবে। নিরাপত্তাগত পরিস্থিতিতে পড়লে মেমোরি সরিয়ে ফেলতে পারলে মূল পিসিতে কিছু পাবে না।
"VM Name" ঘরে linuxmint-22.2-xfce-64bit পেস্ট করলে বা লিখে দিলে নিচের দিকে কয়েকটি ঘর অটোমেটিক পূরণ হয়ে যাবে:
OS= Linux
OS Distribution= Ubuntu
OS Version= Ubuntu (64-bit)
যদি অটো পূরণ না হয় তাহলে পূরণ করে দিন।
মাঝখানে একটি ঘর আছে ISO Image। আপাতত আমরা এটিতে কোনো কাজ করবো না। ISO সিলেক্টের কাজ আমরা লিনাক্স ইনস্টল দেয়ার সময় করবো।
এবার নিচে ডান দিকে Finish অপশনে ক্লিক করে পর্বটি শেষ করুন। ভার্চুয়ালবক্সে linuxmint-22.2-xfce-64bit নামে একটি নতুন ভিএম তৈরি হয়েছে।
VM এর সেটিংস সম্পন্ন করুন
যে ভিএমটি তৈরি হয়েছে তাতে আরও কিছু কনফিগারেশন করে একটি পূর্ণ পিসির স্ট্রাকচার সম্পন্ন করতে হবে তারপর তাতে লিনাক্স মিন্ট ইনস্টল দিতে হবে।
ভার্চুয়ালবক্স থেকে ভিএমটি সিলেক্ট করে উপরের Settings অপশনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো অপেন হবে। উপর নিচ করে সাজানো বিভিন্ন ট্যাব দেখতে পাচ্ছেন:
General
System
Display
Storage
Audio
Network
Serial Ports
USB
Shared Folders
User Interface
এগুলোতে ঢুকে ঢুকে কনফিগার করে ভিএমকে একটি পূর্ণাঙ্গ পিসি হিসেবে প্রস্তুত করতে হবে। প্রত্যেকটিতে বিভিন্ন অপশন পাবেন। সবগুলোতে কাজ করতে হবে তা নয়। যেটাতে যা করতে হবে বলছি ইনশাআল্লাহ।
General ট্যাব=
Identity ঘরে ভিএমের নাম এবং ওএসের বিবরণ দেয়া আছে। পরিবর্তনের দরকার পড়লে করতে পারবেন।
Features ঘরে Snapshot Folder অপশনে কিছু করতে হবে না। স্ন্যাপশট নিয়ে আমরা পরে আলোচনা করবো। স্ন্যাপশট খুবই চমৎকার এবং উপকারী একটি জিনিস।
পরের দুই ঘরে Disabled দেয়া আছে, Bidirectional করে দিন। এতে আপনি হোস্ট ও গেস্ট ওএসে কপি-পেস্ট এবং ফাইল আদান প্রদানের সুযোগ পাবেন।
System ট্যাব=
Motherboard ঘরে Floppy, Optical, Hard Disk, Network চারটি অপশন দেখতে পাবেন। এগুলো কিছু বোঝার বিষয়। তবে আপনার জন্য সহজ হয়: সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিন।
বেস মেমোরি অর্থাৎ রেম দুই জিবি দেয়া আছে। বাড়িয়ে তিন, সাড়ে তিন বা চার জিবি করে দিন। আপনার পিসির রেম ৮ জিবির কম হলে দুই জিবিই রেখে দিন। অবশ্য দুই জিবিতে স্লো করতে পারে। তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো। খুশির বিষয় হলো: রেম ইনস্টল দেয়ার পরও পরিবর্তন করা যায়, বাড়ানো কমানো যায়।
Processor ঘরে সিপিইউ বাড়িয়ে ২ করে দিন।
Display ট্যাব=
Screen ঘরে ভিডিও মেমোরি টেনে ১২৮ পর্যন্ত পূর্ণ করে দিন।
Storage ট্যাব= কিছু করতে হবে না।
Audio ট্যাব= Enable Audio তে টিক চিহ্ন দিয়ে সাউন্ড এনাবল করা থাকে। তারপর Audio Output ঘরেও টিক চিহ্ন দেয়া থাকে। এতে আপনি অডিও ভিডিওর আওয়াজ শুনতে পাবেন। Audo Input ঘরে টিক চিহ্ন দেয়া থাকে না। এটির প্রয়োজন হবে যখন আপনি কারও সাথে কথা বলতে যাবেন। আপনার আওয়াজ অন্য কেউ শুনতে হলে এটিতে টিক চিহ্ন দিতে হবে। আপাতত দেয়ার দরকার নাই। যখন কথা বলার দরকার পড়বে তখন দিয়ে নিলেই হবে। কথা বলা শেষে আবার টিক চিহ্ন উঠিয়ে দিবেন। দরকার ছাড়া এটি এনাবল করে রেখে হ্যাকার বা গোয়েন্দাকে আপনার আওয়াজ শুনার সুযোগ করে দেয়ার দরকার নাই।
Network ট্যাব= Adapter 1 ঘরে Enable Network Adapter অপশনে টিক চিহ্ন দেয়া থাকে। ভিএমে নেট চলার জন্য এটি আবশ্যক। নিচে Attached to অপশনে NAT কিংবা Bridged Adapter যেকোনো একটা দিলে হবে। তবে ভালো হয় Bridged Adapter দিলে। তাহলে আপনার হোস্ট পিসিতে ফায়ারওয়াল কনফিগার করে নেট নিয়ন্ত্রণ করে দিলে তখনও ভিএমে নেট চলবে। NAT দিলে এ সময় ভিএমে নেট নাও চলতে পারে।
Serial Ports ট্যাব= কিছু করতে হবে না।
USB ট্যাব= কিছু করতে হবে না। তবে সম্ভব হলে USB 3.0 সিলেক্ট করে দিন।
Shared Folders ট্যাব= এখানে আপাতত কিছু করার দরকার নাই। ইনস্টলের পর আমরা শেয়ার ফোল্ডারের কাজ করবো।
User Interface ট্যাব= কিছু করতে হবে না।
উপরিউক্ত কনফিগারেশনের দ্বারা ভিএম একটি পূর্ণাঙ্গ পিসির স্ট্রাকচার হিসেবে প্রস্তুত। সামনের পর্বে ইনশাআল্লাহ এতে লিনাক্স ইনস্টলের প্রক্রিয়া দেখাবো।
"ভার্চুয়ালবক্স ব্যবহার করে কিভাবে একটি ভিএম বানাতে করতে পারি" - এই বিষয়টি আপনারা নেটে সার্চ করে দেখতে পারেন। দুয়েকটি ভিডিও দেখলে আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ।
Comment