কীভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও Tor Browser দিয়ে ডাউনলোড করবেন?
ইউটিউব থেকে আমরা ভিডিও দেখতে পারি। কিন্তু কীভাবে ডাউনলোড করতে হয়,তা হয়তো আমরা অনেকেই জানি না। কেউ কেউ হয়তো ভিটমেট বা অন্য কোন এপস ইউজ করে ডাউনলোড করে থাকে। কিন্তু ভিটমেট বা এ জাতীয় অন্য এপসগুলোতে একেবারে অশ্লীল এড আসে বা ভিডিও থাকে,যা দেখলে আর মন চায় না ভিটমেট বা এ জাতীয় এপসগুলো ইউজ করতে। এজন্য অনেক আল্লাহর বান্দারা গুনাহ থেকে বাঁচতে ভিটমেট বা এ জাতীয় অশ্লীল এপসগুলো ব্যবহার করেন না। আমাদের সবার উচিত এ সকল এপস পরিহার করা। আল্লাহ আমাদের তাউফিক দান করুন।
এছাড়াও আমাদের ভাইদের পরিচারিত চ্যানেলগুলোর বয়ান সরাসরি এপস থেকে না দেখা বা ডাউনলোড না করাই ভালো। বরং টর ব্রাউজার দিয়ে দেখা ও ডাউনলোড করাই নিরাপদ।
তো চলুন দেখে নেই! কীভাবে ইউটিউব থেকে ডাউনলোড করতে হয়?
দুটি অংশে কাজটি করতে হবে।
প্রথম অংশের কাজ হলো ইউটিউব ভিডিও এর লিঙ্ক কপি করা।
দ্বিতীয় অংশের কাজ হলো কপি করা লিঙ্ক থেকে ডাউনলোড করা।
কীভাবে ইউটিউব ভিডিও এর লিঙ্ক কপি করবেন?
প্রথমে টর ব্রাউজারে গিয়ে youtube.com লিখে সার্চ করতে হবে। এরপর ইউটিউব চলে আসবে। সার্চ বক্সে Ummah Network লিখে সার্চ করতে হবে। বা আপনি যে চ্যানেলের বা যে শাইখের ভিডিও ডাউনলোড করবেন,সে চ্যানেল বা শাইখকের নাম লিখে সা্র্চ করলেও হবে। এরপর আপনার নির্ধারিত ভিডিও চলে আসবে বা খুঁজে নিবেন।
লেপটপ দিয়ে লিঙ্ক কপি করার সিস্টেমঃ
ভিডিওর উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে। আপনি Copy Link Location এ ক্লিক করবেন। ব্যাচ! লিঙ্ক কপি হয়ে যাবে।
মোবাইল দিয়ে লিঙ্ক কপি করার সিস্টেমঃ
ভিডিও এর উপর ক্লিক করুন। অথবা ভিডিও এর পাশে তিন ফোঁটায় টাচ করুন। দেখবেন নিচে share নামে একটি অপশন আছে। share এর উপর টাচ করবেন। দেখবেন Copy link নামে একটি অপশন আছে। Copy link এর উপর টাচ করবেন। ব্যাচ! লিঙ্ক কপি হয়ে গেল।
কীভাবে কপি করা লিঙ্ক দিয়ে ডাউনলোড করবেন?
টর ব্রাউজারে গিয়ে yt1s.com লিখে সার্চ করতে হবে। এরপর একটি পেইজ চলে আসবে।
১.Youtube Downloader লেখার নিচে খালি ঘরে কপি করা লিঙ্ক পেইস্ট করতে হবে। এরপর সামনে Convert লেখার উপর ক্লিক করবেন। এরপর একটি পেইজ চলে আসবে।
২.এরপর mp4 video অপশনে ক্লিক করতে হবে। দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি ভিডিও কোয়ালিটি নির্ধারণ করবেন। সাধারণত ভিডিওর জন্য 720p কোয়ালিটিটা অনেক সুন্দর। এটা মধ্যম কোয়ালিটি। ভিীডও ডাউনলোড করতে হলে 720p অপশনে ক্লিক করবেন।
আর নির্ধারিত ভিডিওটি অডিও আকারে ডাউনলোড করতে চাইলে নিচের দিকে mp3 এর নিচে 128kbps এ ক্লিক করুন।
৩.এরপর Get Link এ ক্লিক করুন। একটি পেইজ চলে আসবে।
৪.ডাউনলোড লেখার উপর ক্লিক করুন। ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে হয়ে যাবে। ইনশাআল্লাহ
বিঃ দ্রঃ মোবাইল দিয়ে ডাউনলোড করলে হয়তো শিরোনাম ক্লিয়ার আসবে না। তো ফোন মেমোরি বা মেমোরিতে গিয়ে ডাউনলোডকৃত অডিও বা ভিডিও এর শিরোনাম চেইজ করে নিতে হবে।
আর পিসি বা লেপটপের ক্ষেত্রে ডাউনলোড করার সময় যখন নির্ধারিত ফোল্ডার সিলেক্ট করবেন তখন যদি দেখেন যে শিরোনাম ক্লিয়ার না। তবে শিরোনাম তখনই এডিট করে নিবেন। এরপর ডাউনলোড করবেন। সম্ভবত অডিও ডাউনলোড করার সময় শিরোনাম ক্লিয়ার থাকে না।
Comment