কীভাবে পিডিএফ থেকে ওয়ার্ড করবেন?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
পিডিএফ থেকে ওয়ার্ড করা যদিও অনেক সহজ ৷ কিন্তু না পারার কারণে বা উত্তম তরিকা না জানার কারণে অনেকের কাছে কঠিন মনে হয় ৷ আসলে পিডিএফ থেকে ওয়ার্ড করা অনেক সহজ ৷ যদি উত্তম তরিকা জানা থাকে ৷ তবে একথা সত্য যে,পিডিএফ থেকে ওয়ার্ড করা অনেক সময়সাপেক্ষ ৷ অর্থ্যাৎ অনেক সময়ের দরকার হয় ৷
অনেকের মনে প্রশ্ন হতে পারে যে,পিডিএফ থেকে ওয়ার্ড করার সুবিধা কি?
পিডিএফ ফাইল শুধুমাত্র পড়া যায় ৷ কোন অংশ কপি করা যায় না ৷ এছাড়া পিডিএফ ফাইল নির্ধারিত সাইজে থাকার কারণে প্রিন্ট করার সময় সুবিধামত প্রিন্ট করা যায় না ৷
অপরদিকে ওয়ার্ড ফাইল পুরোটা বা কোন অংশ কপি করা যায় ৷ কপি করে অন্যদের সাথে শেয়ার করা যায় ৷ অনলাইন দারসও করানো যায় ৷ আবার যে কোন সাইজ করে প্রিন্ট করা যায় ৷ সব মিলিয়ে ওয়ার্ড ফাইল অনেক সুবিধাজনক ৷
সম্মানিত মডারেটর ভাই আমাকে দুটি লিঙ্ক দিয়েছিল ৷ আমি লিঙ্ক দুটিতে প্রবেশ করে অনেক ঘাটাঘাটি করে পিডিএফ থেকে ওয়ার্ড করার সহজ সিস্টেম পেয়ে যাই ৷ আলহামদুলিল্লাহ
আমি অল্প সময়েই এ সিস্টেম ফলো করে পিডিএফ থেকে ওয়ার্ড করে থাকি ৷ এবং আমার জানামতে অন্য সকল সিস্টেম থেকে এ সিস্টেমে ওয়ার্ড করলে লেখা তেমন ভাঙ্গে না ৷ লেখা একেবারে হালকা ভাঙ্গে ৷ যদি পিডিএফ ফাইল স্পষ্ট হয় ৷
আমি চিন্তা করলাম যে,আমি নিজে তো এ সিস্টেমে উপকৃত হচ্ছি ৷ আমার ভাইয়েরাও উপকৃত হোক ৷
যেই কথা সেই কাজ!
সম্মানিত মডারেটর ভাইয়ের অনুমতি নিয়ে লেখাটি ভাইদের সমীপে পেশ করলাম ৷ আশা করি এ লেখাটি দ্বারা ভাইয়েরা উপকৃত হতে পারবেন ৷ ইনশাআল্লাহ
আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে,কীভাবে সহজে পিডিএফ থেকে ওয়ার্ড করা যায়?
তো চলুন! দেখে নেই! কীভাবে পিডিএফ থেকে ওয়ার্ড করবেন?
দুটি ধাপে কাজ করতে হবে ৷
এক.পিডিএফ ফাইলকে পিকচার বানাতে হবে ৷
দুই.পিকচার থেকে ওয়ার্ড করতে হবে ৷
১ম ধাপঃ
প্রথমে একটি পিডিএফ ফাইলকে পিকচার আকারে বানাতে হবে।
কীভাবে পিডিএফ ফাইলকে পিচকার বানাবেন?
টর ব্রাউজারে গিয়ে https://www.i2pdf.com/pdf-ocr/bengali লিখে সার্চ করুন। এরপর একটি পেইজ আসবে।
১.পেইজের মাঝ বরাবর Convert from PDF লেখার নিচে PDF to JPG লেখার উপর ক্লিক করুন।
২.এরপর একটি পেইজ চলে আসবে। PDF to JPG লেখার নিচে Choose Files অপশনে ক্লিক করে নির্ধারিত পিডিএফ ফাইলটি সিলেক্ট করুন।
৩.কিছুক্ষণ ওয়েট করুন। দেখবেন একটি পেইজ চলে এসেছে। এবং নিচের দিকে পিডিএফ ফাইলের ছবিগুলো চলে এসেছে। আপনি উপরের দিকে PDF to JPG লেখার নিচে সবুজ অক্ষরে PDF to JPG লেখার উপর ক্লিক করুন। দেখবেন একটি পেইজ চলে এসেছে।
৪.Document is Ready লেখার নিচের Download অপশনে ক্লিক করুন। ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ইনশাআল্লাহ
৫.জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। আপনি জিপ করা নির্ধারিত ফাইলটি ভেঙ্গে সাধারণ ফোল্ডারে পরিণত করবেন। এরপর সাধারণ ফোল্ডারে গিয়ে দেখবেন যে,আপনার নির্ধারিত পিডিএফ ফাইলটির সব পেইজগুলো পিকচার আকারে হয়ে গেছে।
ব্যাচ! প্রথম ধাপের কাজ শেষ।
এবার দ্বিতীয় ধাপঃ
টর ব্রাউজারে গিয়ে https://www.i2ocr.com/free-online-bengali-ocr লিখে সার্চ করুন। এরপর একটি পেইজ আসবে।
১.মাঝের দিকে দেখবেন Step 1,Step 2,Step 3 লেখা আছে। আপনি Step 3 অপশনের নিচে দেখবেন খালি ঘর আছে। খালি ঘরে ক্লিক করুন। এবার ক্যাপসা মিলিয়ে নিন।
২.এবার আপনি Step 2 এর নিচে Select Image লেখার উপর ক্লিক করুন। এবং আপনি যে পিডিএফ ফাইলটি পিকচার করেছিলেন ও জিপ থেকে ভেঙ্গে সাধরাণ ফোল্ডারে পরিণত করেছিলেন। সেখান থেকে একটি পিকচার সিলেক্ট করুন । এরপর Extract Text লেখার উপর ক্লিক করুন। এরপর কিছুক্ষন ওয়েট করুন।
৩.দেখবেন নিচের দিকে নির্ধারিত পেইজের ওয়ার্ড চলে এসেছে। বামে ওয়ার্ড এবং ডানে মূল পেইজের পিকচার। আপনি বাম যে ওয়ার্ড হয়েছে,তা কপি করে অন্য জায়গায় সেভ করুন।
৪.এভাবে একটি একটি করে সব পিকচারগুলোর ওয়ার্ড বের করুন ও সংরক্ষণ করুন। পরে আপনি মূল পিডিএফ বা পিকচার এর সাথে মিলিয়ে দেখবেন যে,সব ঠিক আাছে কিনা। যেখানে ভুল দেখবেন,এডিট করে নিবেন। বা কোন অংশ বাদ পড়লে লিখে নিবেন।
৫.ইংরেজি বা আরবি বা অন্য ভাষায় কিছু লেখা থাকলে,তা কিন্তু ওয়ার্ড হবে না। বরং ভেঙ্গে আসবে। শুধুমাত্র বাংলা লেখাগুলো ওয়ার্ড হবে।
Comment