কীভাবে রার/জিপ ফাইলকে সাধারণ ফোল্ডরে বা ফাইলে পরিণত করবেন?
গত পর্বে আমি দেখিয়েছি যে,কীভাবে রার/জিপ করতে হয়? আলহামদুলিল্লাহ অনেক ভাই উপকৃত হতে পেরেছেন। অনেকে আবার জানতে চেয়েছেন যে,রার/জিপ ফাইল কীভাবে ভাঙ্গতে হয় বা কীভাবে রার/জিপ করা ফাইল পড়তে হয় বা কীভাবে রার/জিপ করা ফাইলকে সাধারণ ফোল্ডারে বা ফাইলে পরিণত করতে হয়ে? ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে মুহতারাম Hamja Ibn Abdul muttalib ভাই আমার কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন।
তো চলুন দেখে নেই! কীভাবে রার/জিপ করা ফাইলকে সাধারণ ফোল্ডারে বা ফাইলে পরিণত করবেন?
মোবাইলের ক্ষেত্রেঃ
সিস্টেম-১ঃ
আপনি আপনার মেমেরি বা ফোন মেমোরি এ রার করা নির্ধারিত ফাইলে যান।
১.রার করা ফাইলের উপর টাচ করুন। দেখবেন,বড় হাতের অক্ষরে ইংরেজিতে RAR লেখা আছে। রার লেখার উপর ক্লিক করুন। এরপর JUST ONCE বা ALWAYS এ টাচ করুন। ( রার লেখার উপর টাচ করার পর যদি JUST ONCE বা ALWAYS লেখা আসে,তবে টাচ করতে হবে। আর যদি এমন না চায়,তবে রার এ টাচ করার পর সরাসির ফাইল চলে আসবে।)
২.দেখবেন,মেমোরি বা ফোন মেমোরিতে থাকা আপনার রার ফাইল ফোল্ডার আকারে চলে এসেছে।
৩.এবার আপনি ডান পাশে ফাঁকা চার কোন বিশিষ্ট ঘরে টাচ করুন। দেখবেন টিক চিহ্ন হয়ে গেছে। (একটি ফোল্ডার হলে একটিতেই টিক চিহ্ন দিন। আর যদি দুই বা ততোধিক হয,তবে সব ফোল্ডারেই টিক চিহ্ন দিন। বা আপনি যে ফোল্ডারগুলোর রার ভাঙ্গতে চাচ্ছেন,সেগুলোতে টিক চিহ্ন দিন।)
৪.এখন আপনি উপরে দেখবেন রার লেখা আছে। রার লেখার ডান পাশে যোগ চিহ্নের মত একটি অপশন আছে। এরপর উপরের দিকে তীর চিহ্ন দেওয়া একটি অপশন আাছে। আপনি এবার উপরের দিকে তীর চিহ্ন দেওয়া অপশনে টাচ করুন।
৫.দেখবেন একটি পেইজ এসেছে। এবং নিচের দিকে ডান পাশে ওকে লেখার উপর টাচ করুন। ব্যাচ! রার ফাইল সাধারণ ফোল্ডারে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ
৬.এবার আপনি মেমোরি বা ফোন মেমোরিতে গিয়ে রার থেকে ভেঙ্গে সাধারণ ফোল্ডারে পরিণত করা ফাইলগুলো দেখতে পাবেন এবং পড়তেও পরবেন।
সিস্টেম-২ঃ
আপনি সরাসরি রার ফাইল ইনস্টল করে টাচ করুন। এরপর ALLOW চাইলে ALLOW অপশনে ক্লিক করুন। দেখবেন,মেমোরি এবং ফোন মেমোরি চলে এসেছে। আপনি এবার আপনার নির্ধারিত রার করা ফাইলে উপর টাচ করুন।
১.দেখবেন,মেমোরি বা ফোন মেমোরিতে থাকা আপনার রার ফাইল ফোল্ডার আকারে চলে এসেছে।
২.এবার আপনি ডান পাশে ফাঁকা চার কোন বিশিষ্ট ঘরে টাচ করুন। দেখবেন টিক চিহ্ন হয়ে গেছে। (একটি ফোল্ডার হলে একটিতেই টিক চিহ্ন দিন। আর যদি দুই বা ততোধিক হয,তবে সব ফোল্ডারেই টিক চিহ্ন দিন। বা আপনি যে ফোল্ডারগুলোর রার ভাঙ্গতে চাচ্ছেন,সেগুলোতে টিক চিহ্ন দিন।)
৩.এখন আপনি উপরে দেখবেন রার লেখা আছে। রার লেখার ডান পাশে যোগ চিহ্নের মত একটি অপশন আছে। এরপর উপরের দিকে তীর চিহ্ন দেওয়া একটি অপশন আাছে। আপনি এবার উপরের দিকে তীর চিহ্ন দেওয়া অপশনে টাচ করুন।
৪.দেখবেন একটি পেইজ এসেছে। এবং নিচের দিকে ডান পাশে ওকে লেখার উপর টাচ করুন। ব্যাচ! রার ফাইল সাধারণ ফোল্ডারে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ
৫.এবার আপনি মেমোরি বা ফোন মেমোরিতে গিয়ে রার থেকে ভেঙ্গে সাধারণ ফোল্ডারে পরিণত করা ফাইলগুলো দেখতে পাবেন এবং পড়তেও পারবেন।
পিসির ক্ষেত্রেঃ
রার করা ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। এরপর অনেকগুলো অপশন আসবে।
১.আপনি Extract files...অপশনে ক্লিক করুন। এরপর একটি পেইজ চলে আসবে। নিচের দিকে ওকে লেখার উপর ক্লিক করুন।
২.দেখবেন,রার থেকে সাধারণ ফোল্ডারে পরিণত হয়ে গেছে। এবার আপনি ফাইলগুলো দেখতেও পারবেন এবং পড়তেও পারবেন।
Comment