কীভাবে মেগা থেকে ডাউনলোড করবেন?
আমরা অনেকে মেগা লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারি না। আবার অনেক সময় দেখা যায়,ওয়ার্ড বা পিডিএফ ডাউনলোড করতে পারলেও অডিও,ভিডিও এবং ইমেজ ডাউনলোড করতে পারি না। অথচ মেগা থেকে ডাউনলাড করা অনেক কঠিন কিছু না । জানা না থাকার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়।
আমার এ আর্টিকেলটি ফলো করলে আপনারা মেগা লিঙ্ক থেকে সবকিছু সহজেই ডাউনলোড করতে পারবেন। আমাদের অধিকাংশ ভাই মোবাইল ব্যবহার করে থাকেন। সে হিসাবে মোবাইল দিয়ে কীভাবে ডাউনলোড করতে হয় তা দেখানো হয়েছে। পাশাপাশি লেপটপ বা পিসি দিয়ে কীভাবে ডাউনলোড করতে হবে,তাও আলাদাভাবে দেখিয়ে দেওয়া হয়েছে।
তো চলুন দেখে নেই! কীভাবে মেগা থেকে ডাউনলোড করতে হয়?
ডক ফাইল ডাইনলোডঃ
মেগা লিঙ্ক থেকে ডক ফাইল ডাউনলোড করতে হলে আপনি লিঙ্কের উপর টাচ করবেন ৷ দেখবেন নির্ধারিত ফাইল চলে এসেছে। ফাইলের উপর টাচ করুন। এরপর দেখবেন Download অপশন চলে এসেছে। ডাইনলোড অপশনে টাচ করুন। দেখবেন লাল রং সামনের দিকে এগিযে যাচ্ছে। লাল রং দিয়ে ঘরটি পূর্ণ হলে SAVE FILE লেখা আসবে। SAVE FILE এ টাচ করুন। দেখবেন নিচের দিকে ডাউনলোড লেখা চলে এসেছে। ডাউনলোড অপশনে টাচ করুন। ব্যাচ! দেখবেন ডাউনলোড হয়ে গেছে।
লেপটপের ক্ষেত্রেঃ
লিঙ্কের উপর ক্লিক করুন। দেখবেন নির্ধারিত ফাইলটি চলে এসেছে। ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করুন। দেখবেন, ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করে নির্ধারিত ফোল্ডারে ডাউনলোড করুন।
নিচে দেখানোর জন্য একটি ডক ফাইলের মেগা লিঙ্ক দেওয়া হলঃ
ডক ফাইল লিঙ্কঃ
https://mega.nz/file/Ck4GSYjZ#h44J0B...4AcsqJpbck2D4A
পিডিএফ ফাইল ডাউনলোডঃ
মেগা লিঙ্ক থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করতে হলে আপনি লিঙ্কের উপর টাচ করবেন ৷ দেখবেন নির্ধারিত ফাইল চলে এসেছে। ফাইলের উপর টাচ করুন। এরপর দেখবেন OPEN IN BROWSER অপশন চলে এসেছে। OPEN IN BROWSER অপশনে টাচ করুন। দেখবেন লাল রং সামনের দিকে এগিযে যাচ্ছে। লাল রং দিয়ে ঘরটি পূর্ণ হলে OPEN FILE লেখা আসবে। OPEN FILE এ টাচ করুন। দেখবেন নিচের দিকে ডাউনলোড লেখা চলে এসেছে। ডাউনলোড অপশনে টাচ করুন। দেখবেন ডাউনলোড হয়ে গেছে।
লেপটপের ক্ষেত্রেঃ
লিঙ্কের উপর ক্লিক করুন। দেখবেন নির্ধারিত ফাইলটি চলে এসেছে। ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করুন। দেখবেন, ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করে নির্ধারিত ফোল্ডারে ডাউনলোড করুন।
নিচে দেখানোর জন্য একটি পিডিএফ ফাইলের মেগা লিঙ্ক দেওয়া হলঃ
পিডিএফ ফাইল লিঙ্কঃ
https://mega.nz/file/K5gAUAZa#Zk9g2L...j7beI-CNAGlrYc
অডিও ও ভিডিও ডাউনলোডঃ
মেগা লিঙ্ক থেকে অডিও ও ভিডিও ডাউনলোড করতে হলে আপনি লিঙ্কের উপর টাচ করবেন ৷ দেখবেন নির্ধারিত ফাইল চলে এসেছে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করুন। দেখবেন লাল রং সামনের দিকে এগিযে যাচ্ছে। লাল রং দিয়ে ঘরটি পূর্ণ হলে OPEN FILE লেখা আসবে। OPEN FILE এ টাচ করুন। দেখবেন,অডিও বা ভিডিও চলা শুরু করছে৷ অডিও হলে শুনতে পারবেন ৷
আর ভিডিও হলে সরাসরি দেখতে ও শুনতে পারবেন ৷
তো ডাউনলোড কীভাবে করবেন?
আপনি অডিও বা ভিডিওর উপর টাচ করবেন ৷ এরপর অডিও বা ভিডিওর বাম পাশে নিচে তিন কোণ বিশিষ্ট স্থানে চেপে ধরবেন ৷ এরপর Save file to device এ টাচ করবেন। দেখবেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে।
আর লেপটপের ক্ষেত্রেঃ
লিঙ্কের উপর ক্লিক করুন। এরপর ডাউনলোড অপশনে *ক্লিক করুন। দেখবেন,ডাউনলোড হচ্ছে। কিছুক্ষন ওয়েট করুন। এরপর ডাউনলোড অপশন চলে আসবে। এরপর Download file এ ক্লিক করে নির্ধারিত ফোল্ডারে সেইভ করতে পারবেন।
নিচে দেখানোর জন্য অডিও ও ভিডিও ফাইলদ্বয়ের মেগা লিঙ্ক দেওয়া হলঃ
ভিডিও লিঙ্কঃ
https://mega.nz/file/BtYTWADD#QbhfLc...W7xQv7ILgE4-0I
অডিও লিঙ্কঃ
https://mega.nz/file/Z8xyXBgI#avpN00...7-x1Eh8M6Vx9LQ
ইমেজ বা পিকচার (ছবি) ডাউনলোডঃ
মেগা লিঙ্ক থেকে ইমেজ ডাউনলোড করতে হলে আপনি লিঙ্কের উপর টাচ করবেন ৷ দেখবেন,ইমেজ পেইজে শো হবে। আপনি ইমেজের উপর হাত দিয়ে চেপে ধরবেন। দেখবেন কয়েকটি অপশন চলে এসছে। আপনি Save image অপশনে ক্লিক করবেন। অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।
আর লেপটপের ক্ষেত্রেঃ
মেগা লিঙ্ক থেকে ইমেজ ডাউনলোড করতে হলে আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন ৷ দেখবেন,ইমেজ পেইজে শো হবে। ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেখবেন কয়েকটি অপশন চলে এসছে। আপনি Save Image As অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
নিচে দেখানোর জন্য একটি ইমেজের মেগা লিঙ্ক দেওয়া হলঃ
ইমেজ ফাইল লিঙ্কঃ
https://mega.nz/file/KRhGUbpb#S9EpYY...dish2QpRpFW1mI
বিঃদ্রঃ
১-উপরোক্ত নিয়মে ডাউনলোড করতে হলে অবশ্যই টর ব্রাউজার আপডেট ভার্সন ব্যবহার করতে হবে।
টর ব্রাউজারের পুরাতন ভার্সন দিয়ে মোবাইল থেকে শুধু ওয়ার্ড ও পিডিএফ ডাউনলোড করা যাবে। অডিও বা ভিডিও ডাউনলোড করা যাবে না এবং সরাসরি দেখা বা শুনাও যাবে না-আমার জানামতে।
২-ইদানিং দেখা যাচ্ছে টর ব্রাউজার দিয়ে মোবাইল থেকে অডিও বা ভিডিও ডাউনলোড করা যাচ্ছে না। কিছুদিন আগে এমন ছিল না। আমি উপরোক্ত নিয়ম অনুসরণ করে মোবাইর দিয়েই অডিও ও ভিডিও ডাউনলোড করতাম। এখন সমস্যা হচ্ছে। আর এরকম মাঝে মাঝে হয় আবার ভালো হয়। হয়তো কিছুদিন পর এ সমস্যা আর থাকবে না। বাকি না হলে তো কিছুই করার নেই। অন্য সাইটের লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে।
৩-লিঙ্কে ক্লিক বা টাচ করার পর যদি নিচের দুটি অপশন আসে তাহলে যা করবেন-
Accept Cookies লেখা আসলে Accept Cookies লেখার উপর টাচ করুন। আর Accept Cookies লেখা না আসলে টাচ করার দরকার নেই। অনুরূপ ALLOW অপশন আসলে ALLOW লেখার উপর টাচ করুন। আর ALLOW লেখা না আসলে টাচ করার দরকার নেই।
৪-পোস্টটি আরো আগে ফোরামে দেওয়ার কথা ছিল। বিবিধ কারণে দেরি হয়ে গেল। সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আফওয়ান ভাইয়েরা।
৫-বিশেষ আরেকটি কথা! অনেক জায়গায় লেখা আছে আর লেপটপের ক্ষেত্রে। যেখানে লেপটপের কথা উল্লেখ করা হয়েছে সেখানের টিপসগুলো শুধু পিসি বা লেপটপের জন্য প্রয়োজ্য। আর যেখানে কোনকিছু উল্লেখ নেই সেখানের টিপস মোবাইলের জন্য।
Comment