Originally posted by শেখ সালাবা
View Post
Announcement
Collapse
No announcement yet.
গুগলকে না বলুন || স্টার্টপেজ সার্চ ইঞ্জিনঃ একটি উত্তম সমাধান ||
Collapse
X
-
Originally posted by abu ahmad View Postআমার খেয়াল মতে, মডারেটর ভাইদের কথায় আস্থা রাখা উচিত। কারণ সেফার নেট এর ভাইয়েরা কারা? তা আমি জানি না। অবশ্য আপনার জানা থাকলে ভিন্ন কথা।
এখানে অনাস্থার বিষয় আসেনি ভাই। এসেছে একটি তথ্যের বিষয়। এবং এইখানে যার তথ্যটা অধিক নির্ভুল এবং সঠিক, তারটাই মানা ধর্তব্য হবে। এখন যদি আমার উপস্থাপন করা সেফার নেট এর ভাইদের ডাক-ডাক-গো সম্পর্কিত তথ্যটি অধিক নির্ভরযোগ্য হয়, তাহলে সবার এটা মানা উচিৎ। আর ভুল হলে বিপরীতটা মানতে হবে।
আর নিদাল হাসান ভাই কিন্তু স্টার্টপেজকে একেবারে অব্যবহারযোগ্য বলেননি। শুধু একটি আর্টিকেল শেয়ার করেছেন এ সম্পর্কিত। বিপরীতে, প্রযুক্তি নিয়ে কাজ করা (সেফার নেট এর) ভাইয়েরা ডাক-ডাক-গো কে অব্যবহারযোগ্য বলেছেন এবং এর কারণও তাঁরা ইঙ্গিত করেছেন। এক্ষেত্রে নির্ভরযোগ্য যেটা, সেটাই মানতে হবে। তবে হ্যাঁ, দিনশেষে যে কথাটি সত্য- ‘‘অনলাইনের সবকিছুই পরিপূর্ণ নিরাপদ নয়।’’
আর সেফার নেট এর ভাইদের সম্পর্কে জানতে লিঙ্ক দুটি দেখতে পারেন।
হে মু'মিনগণ! তোমরা আল্লাহর সাহায্যকারী হও।
Comment
-
Originally posted by forsan313 View Postভাইজান,, লিংকটি কপি করে দেওয়ার পর ব্রাউজারে একটিভ হচ্ছে না। কী করতে পারি??? উল্লেখ্য, ফায়ার ফক্সে ট্রাই করছি।
প্রিয় ভাই, আপনার কমেন্টটি দেখার পর আমি নতুন করে ফায়ার ফক্সে ট্রাই করলাম। হচ্ছে তো, সমস্যা হয়না। পোস্টে দেয়া নিয়ম অনুযায়ী আপনি পুনরায় ট্রাই করুন। এর আগে দেখে নিন firefox আপডেট করা কিনা। আশা করি হবে। আর না হলে আমাকে স্ক্রিনশট দিতে পারেন, দেখে দিবো ইনশাআল্লাহ।হে মু'মিনগণ! তোমরা আল্লাহর সাহায্যকারী হও।
Comment
Comment