Announcement

Collapse
No announcement yet.

হার্ডডিস্কে সমস্যা ও তার সমাধান

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • হার্ডডিস্কে সমস্যা ও তার সমাধান

    بسم الله الرحمن الرحيم


    হার্ডডিস্কে সমস্যা ও তার সমাধান

    আপনার হার্ডডিস্কটি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা ত্রুটি দেখা দিতে পারে।
    ছোটখাট ত্রুটিগুলো আপনি নিজেই সেরে নিতে পারেন। তবে বড় আকারের কোনো ত্রুটি হলে সেটাকে কোনো ক্রমেই মেরামত করা যায় না। তখন নতুন হার্ডডিস্ক লাগাতে হয়।
    আপনার হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলে কম্পিউটার চালানোর সময় ডস প্রম্পটে নিচের লেখা দিতে পারেঃ NO SYSTEM DISK IS FOUND
    অর্থাৎ, আপনার কম্পিউটার চালানোর জন্যে সিস্টেম ডিস্কটি খুঁজে পাচ্ছে না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ।
    অবশ্য, সবসময় হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলেই যে এই ধরনের মেসেজ দিবে তা কিন্তু নয়। অনেক সময় ডসে কোনো ফাইলে ত্রুটি থাকলে এমনটি ঘটতে পারে। তাছাড়া আপনার Ram স্লটে কোনো সমস্যা থাকলে কিংবা পাওয়ার ইউনিটে বা মাদারবোর্ডে সমস্যা থাকলেও এমনটি ঘটতে পারে। সর্বোপরি আপনার হার্ডডিস্কের কেবল ঠিকমতো লাগানো না থাকলে বা ঠিলা হয়ে থাকলে এইধরনের ঘটনা ঘটতে পারে।
    আপনার হার্ডডিস্ক হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত হতে হলে , আপনি প্রথমে কম্পিউটারের স্টার্ট সুইচ চাপ দিবেন যখন কম্পিউটার চালু হতে থাকবে তখন সিস্টেম ইউনিটের কাছে , আপনার হার্ডডিস্ক যেখানে আছে সেখানে কোন আওয়াজ হচ্ছে কি না তা চেক করে নিনি অথবা সেখানে হাত দিয়ে দেখুন যে হার্ডডিস্ক কাপছে কি না ।
    যদি হার্ডডিস্কে কোনো সমস্যা থাকলে এই সময় “ঢং ঢং, টিট টিট, ইত্যাদি এই ধরনের কিছু ব্যড সাউন্ড হবে। এছাড়া ফ্লেক্সিবল ঘূর্ণায়মান ঝির ঝির শব্দ থেমে থেমে হতে পারে। এমনটি ঘটলে বুঝে নিতে হবে আপনার হার্ডডিস্কে বড় আকারের কোনো ত্রুটি দেখা দিয়েছে।
    যদি এমনটি না হয় তাহলে বুঝতে হবে কম্পিউটারের সমস্যা অন্য কোনো জায়গায়। এই অবস্থায় আপনার সিস্টেম ইউনিট বাক্সটা খুলে হার্ডডিস্কে কেবলগুলো ঠিকমতো লাগানো আছে কিনা চেক করে নিন। Ram স্লটগুলো ঠিক জায়গা মতো আছে কিনা চেক করে নিন। পাওয়ার কানেকশন ঠিকমতো মাদারবোর্ডে আছে কিনা চেক করে নিন। সবকিছু ঠিক থাকলে তারপর বক্সটির কভার লাগিয়ে সিপিইউ এর সুইচ অন করুন।

  • #2
    জাঝাকাল্লাহ!
    كتب عليكم القتال وهو كره لكم

    Comment

    Working...
    X