Originally posted by রক্ত ভেজা পথ
View Post
অডিও রেকর্ডিং এর জন্য এডোব অডিশন সিসি (যে কোনো ভার্সন) ইউজ করতে পারন।
অডিও রেকর্ডিংয়ের জন্য। এডোবি অডিশন চালু করে নতুন একটি ফাইল (Ctrl+N দিয়ে মাল ট্রাক- কিবোর্ড শর্টকাট) নিয়ে লাল রংয়ের রেকর্ড বাটনে ক্লিক করলে আপনি রেকর্ড করার সুযোগ পাবেন।
কিন্তু তার পূর্বে আপনাকে রেকর্ডের পরিবেশ ও ডিভাইস সংক্রান্ত প্রস্তুতিগুলো সম্প্ন করে নিতে হবে।
রেকর্ডের পরিবেশ:
১) রুমের সকল দরজা জানালা বন্ধ থাকবে হবে যাতে বাহিরের কোনো আওয়াজ না আসে।
২) যেখানে সাউন্ড রেকর্ড করা হবে সেখানে বাসা/অফিসে লোকদেরকে শব্দ করতে নিষেধ করতে হবে যেহেতু সাউন্ড রেকর্ডিং চলছে।
৩) মাইক্রফোনের সামনে একটি কাপড় জরাতে হবে যাতে আপনার শ্বাস প্রশ্বাস ও ফু এর আওয়াজ জোরে রেকর্ড না হয়।
৪) রেকর্ডের সময় অবশইউ মাইক্রফোনকে মুভমেন্ট করবেন না। স্থীর রাখতে হবে। যত ভালো স্থীর থাকবে তত ভালো রেকর্ড হবে।
৫) রেকর্ডের সময় মুখ সবসময় মাইক্রফোন থেকে একই পরিমাণ দূরত্বে রাখবেন। মাইক্রফোন ও মুখের দূর্তব যত কম পরিবর্তন করবেন প্রত্যেকটা ফাইলের রেকর্ডিং তত একই রকম হবে ও ভালো হবে। এজন্য মাইক্রফোনকে প্রয়োজনে একটি স্ট্যান্ডে দাড় করিয়ে দিন/ বেধে রাখুন।
৬) অডিও রেকর্ডের ফাইলের শুরুতে কোনো কথা না বলে কিছুক্ষণ চুপ থেকে শুধু মাত্র নয়েজ রেকর্ড করবেন। একইভাবে রেকর্ড শেষ করার সময়ও কিছুক্ষণ চুপ থেকে রেকর্ড করা বন্ধ করবেন যাতে শুরু ও শেষের নয়েজটুকুও রেকর্ড হয়। এতে করে আপনি এডোবি অডিশন কে নয়েজ চিনিয়ে দিতে পারবেন সহজে এবং সফটওয়ার সহজে নয়েজ রিমুভ করে আপনার সাউন্ডকে নয়েজমুক্ত করবে বেশি ভালোভাবে।
ডিভাইস:
স্টুডিওতে যেরকম বুমার, অডিও রেকর্ডিং ডিভাইস ইতযাদি দিয়ে অডিও রেকর্ড করা হয় সেগুলো যেহেতু আমাদের ভাইদের বেশিরভাগের পক্ষেই কেনা সম্ভব নয় দাম খুব বেশি হওয়ার করানে, এজন্য আমরা হেড ফোনের সাথে যে মাইক্রফোন থাকে সেটা দিয়ে রেকর্ড করতে পারি।
১) রেকর্ডের ক্ষেত্রে জ্যাক ওয়ালা মাইক্রফোনের চেয়ে ইউএসবি মাইক্রফোন বেশি ভালো। এতে নয়েজ কম আসে। জ্যাক ওযালা মাইক্রফোন এনালগ সিগনাল পাঠায়। আর ইউএসবি মাইক্রফোন ডিজিটাল সিগনাল পাঠায়। তাই ইউএসবি মাইক্রফোনের রেকর্ডটাই ভালো হয়। তাই আপনারা ইউএসবি এমন হেডসেট গুলো ব্যবহার করতে পারেন যেগুলোর ইয়ারপিস ও মাইকপিস একসাথে রয়েছে।
২) বর্তমানে আমরা যে সকল এন্ড্রয়েড ব্যবহার করে থাকি এগুলো দিয়েও খুব চমতকার রেকর্ড হয়। এক্ষেত্রে এন্ড্রয়েডের রেকর্ডেড ফাইলকে আবার আপনার ইরেজ করা প্রয়োজন পড়বে পিসিতে নেওয়ার পর।
৩) তবে ডিরেক্ট লেপটপের ইন্টারনাল মাইক্রফোন দিয়ে রেকর্ডিং করলে প্রচুর নয়েজ আসে। এজন্য এক্সটারনাল মাইক্রফোন দিয়ে বিশেষত ইউএসবি এক্সটার্নাল মাইক্রফোন দিয়েই আপনারা রেকর্ড করার চেষ্টা করুন।
Comment