প্রচন্ড শীত এখন বাংলাদেশে। হাঁড় কাঁপুনি এই শীতে বাইরে তো দূর, ঘরের মধ্যেই থাকা দায় হয়ে পড়েছে।
কম্বল মুড়ি দিয়ে ঘুমে বিভোর হয়ে যাওয়াই আমাদের অনেকে ফজরে ঘুম থেকে জাগতে পারিনা।
এই জাগতে না পারার পেছনে দুইটা কারণ।
১। অনীহা।
২। আলসেমি।
ঘটনা যদি এরকম হয়, তাহলে আপনার জন্য আমার কাছে একটি বুদ্ধি আছে। কাজে লাগলেও লাগতে পারে।
আপনার হাতে একটি স্মার্টফোন আছেনা? হুম। সেই স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে একটি এপ্স নামিয়ে নিন। এপ্সটির নাম- Alarmy...
এপ্সটি ইন্সটল করে রাতে ঘুমানোর আগে ফজরের সালাতের জন্য এলার্ম দিয়ে রাখুন সুবিধামতো।
এপ্সটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হলো- এই এপ্সটিতে 'Alarm Method' নামে কিছু সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে আছে- Math Solving system, Picture verification ইত্যাদি।
আপনাকে যা করতে হবে তা হলো- এলার্ম সেট করার পরে এই ম্যাথডগুলোর যেকোন একটা অন করে দিবেন অর্থাৎ যেকোন একটা সিস্টেম সিলেক্ট করে 'Ok' দিবেন। আমি সাধারণত Math Solving দিয়ে রাখি। ইচ্ছেমতো ম্যাথ দেওয়া যায়। ৩ টা, ৫ টা, ১০ টা ইত্যাদি।
এর ফলে কী হবে জানেন? নির্ধারিত সময়ে যখন এলার্ম বাজবে, তখন আপনি যতক্ষণ না এই Math গুলা সলভ করছেন, ততক্ষণ ধরে এলার্ম বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে। আপনি ম্যাথ সলভ না করে কোনভাবেই এই এলার্ম বন্ধ করতে পারবেন না। তারমানে, আপনি ঘুম ঘুম চোখ নিয়ে এলার্ম অফ করার জন্য ম্যাথ সলভ করতে বসবেন, আর ওইদিকে ততক্ষণে আপনার চোখ থেকে ঘুম বাবাজি লেজ গুটিয়ে পালাবে। ব্যস! আলসেমিটা ঝেড়ে ওযূ করে সালাতে চলে যান।
ও হ্যাঁ, এলার্ম দিয়ে ফোনটা অবশ্যই নিজের বালিশের কাছাকাছি রাখবেন না। এমন জায়গায় রাখবেন, যেন বিছানা থেকে উঠে গিয়ে অফ করা লাগে। তাহলে গা থেকে 'শীত শীত' ভাবটাও চলে যাবে আর কী :-)
কম্বল মুড়ি দিয়ে ঘুমে বিভোর হয়ে যাওয়াই আমাদের অনেকে ফজরে ঘুম থেকে জাগতে পারিনা।
এই জাগতে না পারার পেছনে দুইটা কারণ।
১। অনীহা।
২। আলসেমি।
ঘটনা যদি এরকম হয়, তাহলে আপনার জন্য আমার কাছে একটি বুদ্ধি আছে। কাজে লাগলেও লাগতে পারে।
আপনার হাতে একটি স্মার্টফোন আছেনা? হুম। সেই স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে একটি এপ্স নামিয়ে নিন। এপ্সটির নাম- Alarmy...
এপ্সটি ইন্সটল করে রাতে ঘুমানোর আগে ফজরের সালাতের জন্য এলার্ম দিয়ে রাখুন সুবিধামতো।
এপ্সটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হলো- এই এপ্সটিতে 'Alarm Method' নামে কিছু সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে আছে- Math Solving system, Picture verification ইত্যাদি।
আপনাকে যা করতে হবে তা হলো- এলার্ম সেট করার পরে এই ম্যাথডগুলোর যেকোন একটা অন করে দিবেন অর্থাৎ যেকোন একটা সিস্টেম সিলেক্ট করে 'Ok' দিবেন। আমি সাধারণত Math Solving দিয়ে রাখি। ইচ্ছেমতো ম্যাথ দেওয়া যায়। ৩ টা, ৫ টা, ১০ টা ইত্যাদি।
এর ফলে কী হবে জানেন? নির্ধারিত সময়ে যখন এলার্ম বাজবে, তখন আপনি যতক্ষণ না এই Math গুলা সলভ করছেন, ততক্ষণ ধরে এলার্ম বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে। আপনি ম্যাথ সলভ না করে কোনভাবেই এই এলার্ম বন্ধ করতে পারবেন না। তারমানে, আপনি ঘুম ঘুম চোখ নিয়ে এলার্ম অফ করার জন্য ম্যাথ সলভ করতে বসবেন, আর ওইদিকে ততক্ষণে আপনার চোখ থেকে ঘুম বাবাজি লেজ গুটিয়ে পালাবে। ব্যস! আলসেমিটা ঝেড়ে ওযূ করে সালাতে চলে যান।
ও হ্যাঁ, এলার্ম দিয়ে ফোনটা অবশ্যই নিজের বালিশের কাছাকাছি রাখবেন না। এমন জায়গায় রাখবেন, যেন বিছানা থেকে উঠে গিয়ে অফ করা লাগে। তাহলে গা থেকে 'শীত শীত' ভাবটাও চলে যাবে আর কী :-)
Comment