Announcement

Collapse
No announcement yet.

কম্পিউটার চিপে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে কোটি কোটি কম্পিউটার

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • কম্পিউটার চিপে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে কোটি কোটি কম্পিউটার

    কম্পিউটার চিপে বড় ধরনের দুটি নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বব্যাপী অনেক কম্পিউটার ও ফোন ঝুঁকির মুখে পড়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে। মেল্টডাউন ও স্পেকট্রা নামের দুটি ত্রুটির কথা জানিয়েছেন গবেষকরা। এ দুটি ত্রুটির কারণে সাইবার আক্রমণকারীরা মেমোরিতে রাখা স্পর্শকাতর তথ্য পড়তে পারবে অথবা কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটারে ট্যাব খুলে কী খুঁজছে তাও দেখতে পারবে। এছাড়া কম্পিউটারের গতিকে ধীর করে ত্রুটি দুটি।
    .
    গ্রাজ ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক ড্যানিয়েল গ্রাস এ ত্রুটি খুঁজে পেয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, এ ত্রুটি দিয়ে আক্রমণ চালানো কঠিন হতে পারে, কিন্তু কোটি কোটি ডিভাইসে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। খুঁজে পাওয়া এই ত্রুটি কম্পিউটারের প্রসেসরে থাকলে এটি ডিভাইসের মেমোরিতেও সমস্যা সৃষ্টি করে।
    .
    গবেষকরা বলছেন, প্রায় প্রতিটি কম্পিউটিং সিস্টেমে-ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন এবং ক্লাউড সার্ভার এই বাগে আক্রান্ত হতে পারে এবং এই বাগ বিশেষভাবে ইনটেলে চিপে দেখা গেছে। ইনটেল এক বিবৃতিতে জানিয়েছে, এই ত্রুটি নিয়ে সফটওয়্যার ও ফার্মওয়্যার হালনাগাদ করার পর সামনের সপ্তাহে এ নিয়ে বিস্তারিত ব্রিফিং করবে তারা। অবশ্য এ ত্রুটি শুধু ইনটেলের নয়, এএমডি ও এআরএম প্রসেসরেও এই ত্রুটি রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
    .

    .
    Collected and Edited
    Last edited by jony007; 01-24-2018, 09:30 PM.

  • #2
    মূল নিউজের লিংক দিয়ে দিলে ভাল হবে ভাই। যাতে অন্যরা কেউ পড়তে চাইলে পড়তে পারেন।
    কথা ও কাজের পূর্বে ইলম

    Comment


    • #3
      কম্পিউটার বা এন্ড্রয়েডে চিপে স্পায় ডিভাইস দিয়ে দেয়া এটি মামুলী ব্যাপার। তারা চাইলেই দিতে পারে। কিছুদিন আগে ইউটিবে একটি ভিডিও দেখছিলাম, যাতে দেখাচ্ছিলো একটি দামী স্যামস্যাং মোবাইলের ব্যাটারিতে স্পায় ডিভাইস দেয়া। কিছু করার নেই। তবে ভালো করে চেকিং করা যেতে পারে।
      আল্লাহ আমাদের ঈমানী হালতে মৃত্যু দান করুন,আমিন।
      আল্লাহ আমাদের শহিদী মৃত্যু দান করুন,আমিন।

      Comment

      Working...
      X