প্রিয় ভাই, আস্সালামুআলাইকুম ওয়া রহমাহতুল্লাহি ওয়াবারাকাতুহু
এন্ড্রোয়েড টিপস সিরিজ (পর্ব ৪)
কিভাবে এন্ড্রোয়েডের আইএমাই পরিবর্তন করবেন?
এন্ড্রোয়েড টিপস সিরিজ (পর্ব ৪)
কিভাবে এন্ড্রোয়েডের আইএমাই পরিবর্তন করবেন?
আগের থ্রেডে কিভাবে এন্ড্রোয়েড রুট করবেন সে বিষয়ে আলোচনা করেছিলাম ও কেন করবেন তাও বলেছিলাম। এই থ্রেডে কিভাবে এন্ড্রোয়েডের আইএমাই পরিবর্তন করবেন তা দেখাব।
আইএমাই ছাড়াও Android Ip, Advertising Id, serial, Bluetooth Mac, Wifi Mac, Wifi SSD ইত্যাদি পরিবর্তন করা যায় । এগুলো পরিবর্তন করলে এন্ড্রোয়েডের পুর্বের কোন ইনফরমেশন থাকে না যেমনটা ফ্লাস দিলে হয়।
"যে সব ভাইদের এন্ড্রোয়েড একবার ট্রাকিং হয়েছে আপনাদের উচিৎ হবে এন্ড্রোয়েডটিকে সরাসরি ফ্লাস দেওয়া"
তারপর নতুন করে নিজের মত সব কিছু সেট করা। যদি নিজে না পারেন তাহলে দোকান থেকে করিয়ে নেন। অবশ্যই ফোনের ডিটেলস গুলো ফ্লাস দেওয়ার আগে নোট করে রাখবেন ও ফ্লাস দেওয়ার পরে মিলিয়ে দেখবেন। যেমনঃ আইএমাই, এন্ড্রোয়েড আইডি, ইত্যাদি। যিনি ফ্লাস দেবে তাকে বলবেন সব ডিটেলস যেন চেঞ্জ হয়।
ভাইয়েরা চাইলে ফ্লাস কিভাবে দিতে হয় ও ফ্লাস দেওয়ার পর করনীয় কি এ বিষয়ে নতুন একটি থ্রেড খুলা যায়। ইনসাআল্লাহ।
চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাকঃ
আইএমাই পরিবর্তনের সবচেয়ে সহজ পদ্ধতিটি আজকের পর্বে দেখাব।
কিন্তু এই পদ্ধতিটি শুধু MTK (MediaTek) ডিভাইসের এর জন্য। MTK হল একটি চিপসেট। বেশির ভাগ এন্ড্রোয়েডেই এই চিপসেট ব্যবহার হয়।
এছাড়াও Snapdragon, Spreadtrum, Intel Atom ব্যবহার করা হয়।
কিভাবে চেক করবেনঃ
প্রথম ধাপঃ CPU-Z এপ্পসটি নেট থেকে ডাউনলোড করেন।
দ্বিতীয় ধাপঃ এপ্পসটি ওপেন করলে দেখবেন বড় করে MediaTek / Spreadtrum/.. লেখা আছে অথবা ডান পাশে দেখবেন মডেল নাম্বার আছে। মডেল নাম্বার Mt / SC/..দিয়ে শুরু হবে। Mt হলে MediaTek, SC হলে Spreadtrum, ..
MTK (MediaTek) হলে এই নিচের পদ্ধতি অনুসরন করেন । আর না হলে পরবর্তি পর্বের জন্য অপেক্ষা করুন।
নোটঃ এই পদ্ধতিতে আইএমাই পরিবর্তনের জন্য এন্ড্রোয়েডটিকে রুট করতে হবে। আবার এন্ড্রোয়েড ৬.০ এর নিচের ভার্সন গুলো রুট না করেও হতে পারে। রূট করতে আগের থ্রেডটি ( লিংক ) দেখতে পারেন ।
আইএমাই পরিবর্তনঃ
প্রথম ধাপঃ প্রথমে *#০৬# ডাইল করে আথবা (Settings > About device > Status > IMEI) থেকে আপনার ফোনের আইএমাইগুলো নোট করে রাখেন।
নোটঃ সাধারনত ২ টি সিমের জন্য দুইটি আইএমাই থাকে।
দ্বিতীয় ধাপঃ নেট থেকে MTK engineering mode এপ্পসটি ডাউনলোড করেন।
ত্রিতীয় ধাপঃ এপ্পসটি ওপেন করে MTK setting সিলেক্ট করেন তারপর ডান পাশে স্লাইড করে connectivity tab এ যান।
এবার CDN information সিলেক্ট করেন।
তারপর Radio Infomation সিলেক্ট করেন।
চতুর্থ ধাপঃ এখানে ২ টা অপসন পাবেন। (Phone1 আর Phone2)
নোটঃ ২ টা সিমের জন্য দুইটা আইএমাই।
পঞ্চম ধাপঃ Phone1: এ ঢুকে দেখেন AT+ আছে। AT+ এর পরে নিচের মত করে এই কোড EGMR=1,7,”New IMEI number” টি বসিয়ে দেন।
শুধু দুই ক্লোন এর মাঝে New IMEI number এর স্থানে আপনার ইচ্ছামত ১৫ ডিজিটের সংখ্যা দিয়ে দেন।
ষস্ট ধাপঃএবার send AT COMMAND এ ক্লিক করেন।
নোটঃ যদি কোন error দেখায় যেমন “command is failed to send অথবা Command Unavailable in user build” তাহলে উপরের কোড এ AT এবং EGMR এর পরে একটা করে স্পেস দেন। ঠিক এরকম করেঃ AT+স্পেস EGMRস্পেস=1,7,”New IMEI number”
সপ্তম ধাপঃ Phone2: এর জন্য ও সেম প্রসেস। শুধু কোড আগেরটার বদলে এটা EGMR=1,10,”New IMEI number” হবে।
এবার এন্ড্রোয়েডটিকে Reboot দেন। আইএমাই চেক করেন। আগেরটার সাথে মিলিয়ে দেখেন চেঞ্জ হয়েছে কিনা।
ওয়াসসালাম..
Comment