ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে টর প্রক্সি/নেটে
চালানোর পদ্ধতি
চালানোর পদ্ধতি
যখন ব্রাউজিংয়ের জন্য টর ব্যবহার করা হবে এবং এর থেকে লিংক দিয়ে যে কোন ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে কোন কিছু ডাউনলোডের সময় যদি ভিপিএন ব্যবহার না করা হয় তাহলে সেই ফাইল সাধারণ ট্রাফিক থেকে ডাউনলোড হবে। ফলে এটা নিরাপদ থাকবে না। কেননা যে পরিচালনা বিভাগ ইন্টারনেট ট্রাফিক নজরদারি করে তারা অবশ্যই বুঝতে কী ডাউনলোড হচ্ছে।
ভিপিএন ব্যবহার করা ছাড়া যদি শুধু টর ব্যবহার করেন আর কোন জিনিস ডাউনলোড করা প্রয়োজন হয় তাহলে ডাউনলোড ম্যানেজারকে টর নেটওয়ার্কে চালিয়ে ডাউনলোড করবেন। তখন কোন ভিপিএন ব্যবহার করার প্রয়োজন হবে না।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে টর নেটওয়ার্কের সাথে চালানোর জন্য প্রথমে ইন্টারনেট ডাউনলোড মেনেজারকে ওপেন করুন। এবং অপশনে যান। সেখানে proxy/socks ট্যাবের মধ্যে যান। এরপর use socks অপশনকে ok করে দিবেন। এখন এই অপশনের নিচে prot ঘরে 9150 লিখে ok করে দিবে। এবং ইন্টারনেট ডাউনলোড মেনেজারকে বন্ধ করে দিবেন। এরপর প্রথমে টর ব্রাউজার খোলে পরে ইন্টারনেট ডাউনলোড মেনেজার ওপেন করুন। এখন আপনি যা কিছুই ডাউনলোড করবেন সব কিছু টর নেটওয়ার্কের মধ্য দিয়েই ডাউনলোড হবে।
নোটঃ এই কাজ সম্পন্ন হওয়ার পর টর নেটওয়ার্ক ছাড়া ইন্টারনেট ডাউনলোড মেনেজার কোন কাজ করবেনা। ফলে টর চালানো জরুরি হয়ে যাবে। এখন কেউ যদি নরমাল ট্রফিক দিয়ে ডাউনলোড করতে চায় তাহলে use socks গিয়ে টিক উঠিয়ে দিবে।
—------------------—
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
Comment