Announcement

Collapse
No announcement yet.

এড বা বিজ্ঞাপনে ভাইরাসের ব্যাপারে জরুরি তথ্য ও বাচার উপায়

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • এড বা বিজ্ঞাপনে ভাইরাসের ব্যাপারে জরুরি তথ্য ও বাচার উপায়

    এড বা বিজ্ঞাপনে ভাইরাসের ব্যাপারে জরুরি তথ্য
    ও বাচার উপায়


    প্রত্যেক ওয়েব সাইটেই বিজ্ঞাপন দেখতে পাবেন। যার মাধ্যমে তারা টাকা ইনকাম করে। কিন্তু আজকাল অনেক বিজ্ঞাপনের মধ্যে ম্যালাওয়ার ও ভাইরাস এড করা হয়। যার মাধ্যমে আপনি যখন বিজ্ঞাপনে ক্লিক করে তাদের সাইটে যাবেন তখন আপনার মোবাইল ও পিসিতে ম্যালাওয়ার, ট্রোজান বা ট্রেকার ইনস্টল হয়ে যাবে। যার ফলে সে আপনার তথ্য ও ডাটা চুরি করতে পারবে ও ব্রাউজারকে হ্যাক করে ফেলবে।

    সম্ভবত আপনি শুরু থেকেই এর স্বীকার। যেমনঃ আপনার কখনো ব্রাউজারের সার্চ ইন্জিন নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে, অথবা ব্রাউজার খুলার সাথে সাথেই বিজ্ঞাপন আসা শুরু হলো। এই ধরনের বিভিন্ন মাধ্যমে আপনার ব্রাউজার হ্যাকিং হতে দেখবেন। সবই ভাইরাস সম্বলিত এডের কারনে হয়।

    গুগল কম্পানি শুধু ২০১৭ সালেই ১.৭ বিলিয়ন অথাৎ একশ সত্তর কোটি এড ব্লক করেছে যাতে ভাইরাস ও ম্যালাওয়ার ছিল।

    এটা হ্যাকারদের জন্যে আমাদের তথ্য হ্যাকিং এর সবচেয়ে সফল একটা মাধ্যম। কারন সব সাইটে টাকার বিনিময়ে এড প্রচার করে। অতপর তারা আমাদের তথ্য অন্যদের কাছে বিত্রুি করে থাকে।

    আজকাল ক্রিপ্টু মাইনিং এর জন্যেও এটা ব্যাবহার করা হয়। ক্রিপ্টু মাইনিং বুঝার জন্যে প্রথমে এটা জানুন যে, এখন ইন্টারনেটের টাকা তৈরি করা হয়েছে। যেগুলোকে গোপন টাকা বলা হয়। এগুলো মধ্যে সবচেয়ে প্রশিদ্ধ হচ্ছে বিট কয়েন। এখানে যে কেউ ঘরে বসেই নিজের কম্পিউটার বা গ্রাফিক কার্ড দিয়ে ক্রিপ্টু কারেন্সি বানাতে পারে। যাকে মাইনিং বলে। আর এই কাজকে ক্রিপ্টু মাইনিং বলে।

    সুতরাং হ্যাকার আপনার পিসিকে তার আয়ত্বে নিয়ে ইন্টারনেটের টাকা আয়ের জন্য ব্যাবহার করে। সে সাধ্যের বেশি চাপ আপনার পিসির উপর প্রয়োগ করে এবং আয় করে। একই কাজ ইদানিং বিট টরেন্টের টরেন্সের মাধ্যমে করা হয়। ফায়দা ভোগ করে মূল ব্যাক্তিরা।

    এই এড বা বিগগাপনের হামলা অনেক ব্যপক তাই এটাকে হালকা নিবেন না এবং অবশ্যই ব্লক করবেন।

    ১. এড ব্লক করার জন্যে ব্রাউজারে এডনস ইনস্টল করে নিবেন। যেমন যদি ফায়ার ফক্স ব্যবহার করেন তাহলে সেখানের জন্যেঃ



    এবং এটাও



    এই দুইটার মধ্যে ইউ ব্লক দিলে এড ব্লক হবে এবং নো স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্ট ব্যবহারকৃত জিনিস ব্লক হবে।

    আর কেহ যদি গুগল ক্রোম ব্যবহার করেন তো এখান থেকে ইনস্টল করে নিন।



    ইহার জন্যে নোস্ক্রিপ্টের কোন প্লাগিন নাই। সবচেয়ে ভাল হবে যদি ক্রোম ব্যবহার না করেন।

    ২. ইহা ব্যাতিত আপনি কোন ভাল এন্টিভাইরাস ব্যাবহার করবেন। যা এই ট্রেকার ও এড ব্লক করবে।

    ৩. এড ব্লকের আরেকটা সফল সিস্টেম হচ্ছে ইন্টারনেট রাউটারে এমন ভিপিএন ব্যাবহার করবেন যা এড ব্লক করবে। এই ব্যাপারে বিস্তারিত ইন্টারনেটে সার্চ করে নিতে পারেন।


    —------------------—
    দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ


  • #2
    যাজাকাল্লাহু খাইরান আহসানাল যাজা...

    ভাই ফোন থেকে এড ব্লক করার পদ্দতিটা জানালে ভালো হতো ইংশা আল্লাহু তায়ালা
    হয় শাহাদাহ নাহয় বিজয়।

    Comment


    • #3
      জাযাকুমুল্লাহ

      Comment

      Working...
      X