প্রশ্নঃ আপনি কি নিরাপদে ফেসবুক এবং Google সক্রিয় করতে সিম নম্বরগুলি ব্যবহার করতে পারেন?
জবাবঃ বেশীরভাগ SIM গুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের মাধ্যমে নিবন্ধিত করা হয়। যদি আপনি যে সিম কার্ডটি ব্যবহার করেন তা অন্য কারো তথ্যের মাধ্যমে নিবন্ধিত হয় বা ব্যক্তিগত তথ্যের মাধ্যমে নিবন্ধিত নাও হয় তারপরেও প্রথম SMS টি পাওয়ার সাথে সাথেই আপনার অবস্থান সনাক্ত হয়ে যায়। প্রত্যেকবার মোবাইলের সাথে সিম সংযোগের সময় ফোন অপারেটর কোম্পানিগুলো সিমের নাম্বার এবং আপনার ফোনের IMEI ক্রমিক নম্বরটি সংরক্ষণ করে। তাই ভুল নিরাপত্তা গ্রহণে বিশেষ ভাবে উল্লেখযোগ্য যাতে অনেক ব্যবহারকারী পতিত হয়, অনেকে নিজস্ব তথ্য দিয়ে রেজিস্টার করা ছাড়া সিম সংগ্রহ করে যোগাযোগের জন্যে এবং কিছু দিন পরপর একটা করে সিম পরিবর্তন করে থাকে। কিন্তু অপারেট ঠিকই জেনে যায় যে দ্বিতীয় সিম ব্যবহারকারীই প্রথম সীমের ব্যবহার করেছিল। আর এটা হয়ে থাকে ব্যবহৃত মোবাইলের IMEI কোডের মাধ্যমে।
এই জন্যে পরিবর্তনের সময় মোবাইল ও সিম দুইটাই করতে হবে শুধু সিম পরিবর্তন যতেষ্ঠ নয়। সেই সাথে মেসেজিং এর জন্যে ইন্টারনেটের মাধ্যমেগুলো এবং নাম্বারের জন্যে Text now, Sudo, ONoff, Hushed ইত্যাদি যা বিদেশি নাম্বার দিয়ে থাকে সেসব ব্যবহার করা উচিত।
জবাবঃ বেশীরভাগ SIM গুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের মাধ্যমে নিবন্ধিত করা হয়। যদি আপনি যে সিম কার্ডটি ব্যবহার করেন তা অন্য কারো তথ্যের মাধ্যমে নিবন্ধিত হয় বা ব্যক্তিগত তথ্যের মাধ্যমে নিবন্ধিত নাও হয় তারপরেও প্রথম SMS টি পাওয়ার সাথে সাথেই আপনার অবস্থান সনাক্ত হয়ে যায়। প্রত্যেকবার মোবাইলের সাথে সিম সংযোগের সময় ফোন অপারেটর কোম্পানিগুলো সিমের নাম্বার এবং আপনার ফোনের IMEI ক্রমিক নম্বরটি সংরক্ষণ করে। তাই ভুল নিরাপত্তা গ্রহণে বিশেষ ভাবে উল্লেখযোগ্য যাতে অনেক ব্যবহারকারী পতিত হয়, অনেকে নিজস্ব তথ্য দিয়ে রেজিস্টার করা ছাড়া সিম সংগ্রহ করে যোগাযোগের জন্যে এবং কিছু দিন পরপর একটা করে সিম পরিবর্তন করে থাকে। কিন্তু অপারেট ঠিকই জেনে যায় যে দ্বিতীয় সিম ব্যবহারকারীই প্রথম সীমের ব্যবহার করেছিল। আর এটা হয়ে থাকে ব্যবহৃত মোবাইলের IMEI কোডের মাধ্যমে।
এই জন্যে পরিবর্তনের সময় মোবাইল ও সিম দুইটাই করতে হবে শুধু সিম পরিবর্তন যতেষ্ঠ নয়। সেই সাথে মেসেজিং এর জন্যে ইন্টারনেটের মাধ্যমেগুলো এবং নাম্বারের জন্যে Text now, Sudo, ONoff, Hushed ইত্যাদি যা বিদেশি নাম্বার দিয়ে থাকে সেসব ব্যবহার করা উচিত।
Comment