শর্ট লিংকের মাধ্যমে ছড়ানো ভাইরাস থেকে বাচার উপায়
হ্যাকাররা লিংক শর্ট করার মাধ্যমগুলোকে ভাইরাস জনিত লিংক ছড়িয়ে দেয়ার কাজে ব্যবহার করে। অর্থাৎ ভাইরাসের লিংককে ছোট করে ফলে সেটা শর্ট লিংকের মত দেখায় এবং যাতে ব্যবহারকারী সন্দেহ না করে।
ভিপিএন বা টর ব্যবহারের মাধ্যমে IP পরিবর্তন না করলে ভাইরাস জনিত শর্ট লিংকে একবার ক্লিক করা ফলেই আপনার অবস্থা প্রকাশ হয়ে যাবে। ইন্টারনেটে ট্র্যাকিংইয়ের জন্যে অধিকাংশরাই এই মাধ্যম প্রয়োগ করে।
শর্ট লিংক যাচাইয়ের পদ্ধতি
১/ virustotal.com এই সাইটে প্রবেশ করুন।
* খালী ঘরে URL পেস্ট করুন।
* Scan ক্লিক করুন।
যদি প্রত্যেকটা ঘরে সবুজ হয় অর্থাৎ 67/0 হয় তাহলে নিরাপদ। আর যদি একটাতেও লাল চিহ্ন থাকে তো নিরাপদ নয়।
২/ unfurlr.com সাইটে প্রবেশ করুন।
* লিংক পেষ্ট করে Check it ক্লিক করুন।
এখন আপনাকে মূল লিংকটা ও কোন পিসি দিয়ে কোন জায়গা থেকে করা হয়েছে তাও দেখাবে।
৩/ getlinkinfo.com সাইটে প্রবেশ করুন।
* লিংক পেষ্ট করে Get link info তে চাপ দিন। যদি সব safe আসে তো নিরাপদ।
কয়েকটা প্রশিদ্ধ লিংক শর্ট করার সাইট। যেগুলোকে হ্যাকাররা ব্যবহার করে থাকে। ভিপিএন বা টর ছাড়া এগুলো ক্লিক করা থেকে সাবধান হোন।
Comment