ওয়েবসাইট সিকিউরিটি সার্টিফিকেট
যেকোন ওয়েব সাইট ঢুকেন, আপনি হয়তো http অথবা https ব্যবহার করছেন। এই দুইয়ের মাঝে শুধু সিকিউরিটি সার্টিফিকেটের পার্থক্য। সিকিউরিটি সার্টিফিকেট এর অর্থ হচ্ছে তাদের সাথে আপনার কানেকশন নিরাপদ অর্থাৎ যেই ইউজার নেম ও পার্সওয়াড ব্যবহার করবেন তা গোপন থাকবে। মধ্যবর্তি ইন্টারনেট প্রোভাইডার এগুলো ট্রেস করতে পারে না। তাই বিশেষ ভাবে খেয়াল রাখবেন, আপনি যে ওয়েবসাইটে ইউজার নেম ও পার্সওয়ার্ড ব্যবহার করছেন সেটা নিরাপদ কিনা? এটার দেখার পদ্বতিটি হচ্ছে, আপনি যে কোন ব্রাউযারে ওয়েবসাইট খুলে লিংক ঘরের একেবারে বামে ক্লিক করবেন, যেটা ছবিতে দেখানো হয়েছে। তখন সেখানে দেখতে পাবেন কানেকশন নিরাপদ কি না। আর যে সমস্ত সাইট এটা চায় না তাদের কানেকশন সিকিউর হয় না, আর এই ক্ষেত্রে প্রয়োজন ও হয় না। যেমন দ্বিতীয় ছবিতে বিবিসি উর্দু ওয়েবসাইট যাতে সিকিউর নয়। এবং সিকিরিউটি চাওয়াও হয় না।
নোটঃ অধিকাংশ ফিশিং সাইট সিকিউরিটি কানেকশন ঠিক থাকে না। তাই খেয়াল রাখবেন ফেইসবুক বা টুইটার ইত্যাদি যখন কোথাও ওপেন করবেন তখন অবশ্যই দেখে নিবেন কানেকশন নিরাপদ কিনা । অনেক সময় ফিশিং সাইটের লিংক এমন ভাবে বানানো হয় যে বুঝাই যায় না যে সেটা নকল। তাই এই পদ্ধতিতে চেক করে নিবেন।
—------------------—
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
Comment