স্মার্ট ফোন বা ডিজিটাল ক্যামেরা দ্বারা ছবি তুলা
এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া কি বিপদজনক?
এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া কি বিপদজনক?
উত্তরঃ আমাদের এটি অবশ্যই মনে রাখতে হবে যে, আমাদের তুলা ছবিগুলো কিন্তু তার ভিতরের গোপনীয় তথ্য ও কোয়ালটির ডাটাকে সংরক্ষন করে রাখে। সেগুলো Exif Data নামে পরিচিত। উদাহরণস্বরূপ JPEG অথবা TIFF পিকচার এবং যেগুলো স্মার্ট ফোন বা ডিজিটাল ক্যামেরাগুলির মাধ্যমে তৈরি করা হয়, যেখানে অনেক তথ্য থাকে এবং সেই তথ্যগুলির মধ্যে রয়েছেঃ
(1) তারিখ ও ছবি তোলার সময়।
(2) ছবির (GPS) ভৌগোলিক অবস্থানের স্থানাঙ্ক।
(3) ক্যামেরা প্রকার, অ্যাপারচার, এবং ফোকাল দৈর্ঘ্য।
(4) অপারেটিং সিস্টেম, ফোন মডেল নম্বর এবং প্রস্তুতকারক।
আর একটা ভুল কাজ হচ্ছে, কতক ব্যবহারকারী ছবিগুলোতে কিছু Edit করে থাকে, যেমন ছবি কাটা এবং সেগুলোকে ইন্টারনেটে আপলোড করে। কিন্তু ছবি কাটা মূল ডাটাকে পরিবর্তন করে না বা সেটাকে ডিলিট করে না। তাই ছবির তথ্যকে পরিবর্তনের সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিব। যেমনঃ Mat, Exif Tool, Fxiv2 ইত্যাদি।
নোটঃ স্ক্রীনশট GPS অবস্থানের তথ্য সংরক্ষন করে না। কিন্তু তারিখ, ও ছবি তোলার সময়, এবং ডিভাইস মডেল নম্বর অবশ্যই সেভ করে নেয়। তাই এগুলো বিষয়ে আমাদের সচেতন হওয়া একান্ত জরুরী।
—------------------—
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
Comment