টর দিয়ে ফেসবুক চালানোর নিরাপদ পদ্ধতি
যারা কম্পিউটারে টর ব্রাউজারের মাধ্যমে ফেসবুক চালান তাদের কম্পিউটারের আইপি বার বার পরিবর্তন হওয়ার কারনে অনেক সময় ফেসবুক কর্তৃক তাদের আইডিকে বন্ধ করে দেওয়া হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা টর ব্রাউজারের সিটিংয়ে আমরা এমন কিছু কাজ করব যার ফলে টর ব্রাউজারে নির্দিষ্ট এক দেশের নাম শো করবে এবং সেই দেশেরই আইপি এড্রেস পরিবর্তন হতে থাকবে। এজন্য আপনাকে নিচের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
প্রথমে আপনি টর ব্রাউজারের ফোল্ডারে যান। এরপর ধারাবাহিক নিচে দেখানো ফোল্ডারগুলো খুলতে থাকুনঃ
Tor Browser\Browser\TorBrowser\Data\Tor
এরপর শেষ ফোল্ডারে একটি ফাইল পাবেন যার নাম torrc এই ফাইলকে কম্পিউটারের নোটপ্যাডের মাধ্যমে খুলে নিন। খোলে যাওয়ার পর সবার শেষে নিচের লেখাটি কপি পেষ্ট করুন।
ExitNodes {RO} StrictNodes 1
এরপর সেভ করে নেন। এবং টর ব্রাউজার রিস্টার্ট দেন। এখন আপনার টর ব্রাউজারের মাধ্যমে প্রত্যেক ওয়েব সাইটে শুধু রুমানিয়ান আইপি এড্রেস যাবে। মনে রাখবেন টর ব্রাউজারের মধ্যে প্রত্যেক ওয়েব সাইটের জন্য তিনটি করে প্রক্সি / নোডস আছে। আর এই সিটিংয়ের মাধ্যমে যা হবে তাহলো প্রত্যেক অয়েব সাইট যেমন ফেসবুক এবং অন্যান্য সাইটগুলোকে শুধু রুমানিয়ান কোন প্রক্সি শো করবে। যা রুমানিয়ার মধ্যেই একের পর এক পরিবর্তন হতে থাকবে। অর্থাৎ শেষ আইপি শুধু সেই দেশেই সিমাবদ্ধ থাকবে এবং টরের অন্য দুটি প্রক্সি অন্যান্য দেশেও শো করবে।
আপনি ইচ্ছা করলে রুমানিয়ার স্থানে অন্য দেশও দিতে পারেন। সে জন্য নিচের লেখার মধ্যে RO এর জায়গায় অন্য দেশের নামের সংক্ষিপ্ত রূপ বসালেই হবে।
ExitNodes {RO} StrictNodes 1
তবে দেশের নাম বসানোর ক্ষেত্রে শর্ত হলো ঐ দেশের নাম টর ব্রাউজারের লিস্টে থাকতে হবে। টরের সমস্ত কান্ট্রি কোড নেট সার্চ দিয়ে দেখে নিতে পারেন। অথবা এই লিংকেও পাবেন:-
—------------------—
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
Comment