USB শর্টকাট ভাইরাসমুক্ত করার সহজ পদ্ধতি
আজকাল ইউএসবিতে ভাইরাস ব্যাপক আকার ধারন করেছে। যার কারনে USB তে ফোল্ডারগুলো শর্টকাট হয়ে যায় আর মূল ফোল্ডার হাইড হয়ে যায় বা ফোল্ডারের ফরমেট পরিবর্তন হয়ে এপ্লিকেশন ফরমেটে পরিনত হয়।
অধিকাংশ লেপটপ বা কম্পিউটার এর দ্বারা প্রভাবিত হয়। অধিকাংশ এন্টি ভাইরাস এগুলোকে পরিপূর্ণ ভাবে ধংস করতে পারেনা। যার কারনে এন্টি ভাইরাসের প্রভাব থেকে যায়। এরপর সেই কম্পিউটারে নতুন কোন USB লাগালে সেখানেও সেই ভাইরাস স্থানান্তরিত হয়। এভাবে ভাইরাস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। পুরাতন ভার্সনগুলো এখনো এন্টি ভাইরাসের নিয়ন্ত্রনে আছে। কিন্তু ইদানিং নতুন ভার্সনগুলোতে ভাইরাস তৈরী কারীরা আরো মজবুত ভাবে তৈরী করছে। এর একটা চূড়ান্ত সমাধান আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
১। USB Fix এই সফটওয়ার ডাউনলোড করুন ৩/৪ এমবির মধ্যেই হয়ে যাবে। ডাউনলোড লিংক
২। ইনস্টল করার পর আপনার ভাইরাস আক্রান্ত USB লেপটপে লাগান। এর পর সেই সফটওয়ারের clean অপশনে ক্লিক করুন। এতে কয়েক মিনিটের মধ্যেই আপনার লেপটপ এবং ইউএসবি ভাইরাসকে ধংস করে দিবে ইনশাআল্লাহ।
নোট : এই সফটওয়ার কোন এন্টি ভাইরাস সফটওয়ার নয় এটা শুধু USB ভাইরাসের জন্য।
প্রাসঙ্গিক টিপস : এন্টি ভাইরাস আপনি কেন ব্যবহার করবেন? একটি ভালো এন্টি ভাইরাস নির্বাচনই আপনাকে হ্যাকিং থেকে নিরাপত্তা দিতে পারে। এন্টি ভাইরাস ছাড়াও মাইক্রোসফটের একটি ফ্রী সফটওয়ার আছে যা মালওয়্যার এবং স্পাইওয়্যার থেকে নিরাপত্তা দিবে। Malicious Software Removal Tool এর লিংক হচ্ছে:
এই সফটওয়ার ডাউনলোড করুন। এবং এর মাধ্যমে প্রতি সপ্তাহে একবার আপনার কম্পিউটার স্কেন করুন। এটা মালওয়্যার এবং স্পাইওয়্যার অর্থাৎ গোয়েন্দা সফটওয়ারের বিপরীতে কাজ করে।
এটা ইনস্টল করার প্রয়োজন নেই বরং ইনস্টল ছাড়াই এটা কাজ করে। যার ফলে আপনার ডিভাইসে হালকা বা ভারী কোন হেরফের হবেনা। আর প্রত্যেকবার যখন আপনি স্ক্যান করবেন তখন দুইবার করে স্ক্যান হবে।
তবে এটাও স্বরন রাখবেন যে এটা পরিপূর্ণ কোন এন্টি ভাইরাস নয়। বরং এটা এন্টি ভাইরাসের সহায়ক। এটাকে অন্য এন্টি ভাইরাসের সাথে ব্যবহার করা চাই।
নোট: এই মাইক্রোসফট এন্টি মালয়্যার প্রত্যেক উইন্ডোজের জন্য আলাদা ভার্সন আছে। লিংকে যখন আপনি আপনার ব্রাউজারে সার্চ দিবেন তখন এটা স্বয়ংক্রিয় ভাবেই আপনার উইন্ডোজ ডিটেক্ট করে নিবে। অবশ্য একটা কথা মনে রাখবেন আপনি এই ফাইল আপনার ইচ্ছা অনুযায়ী সাধারন কোন ব্রাউজার দিয়ে অথবা টর দিয়ে ডাউনলোড করতে পারেন।
কিন্তু যদি উইন্ডোজ ৮ অথবা ১০ এর ব্যবহারকারীকে টর ব্রাউজারে উইন্ডোজ ৭ এর টা দেয় তাহলে সাধারন ব্রাউজার দিয়ে ঐ লিংক খোলে ফাইল ডাউনলোড করে নিবেন যাতে তার উইন্ডোজ অনুযায়ী ডাউনলোড মিলে যায়।
—------------------—
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
Comment