টেলিগ্রাম আইডি নষ্ট হওয়া থেকে রক্ষার উপায়
টেলেগ্রাম নিরাপত্তা জনিত সার্থেই আইডি লগিনের পদ্ধতি একটু কঠিন করে রেখেছে। যার ফলে অন্যগুলোর মত পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগিন করা যায় না। বরং নাম্বার চালু রাখতে হয় অথবা আইডি অন্য কোন ডিভাইসে লগিন করে রাখতে হয়। যাতে আবার আপনার মোবাইলে লগিন করার সময় কোড মেসেজ দেখতে পারেন।
কিন্তু অধিকাংশ সময় textnow এর নাম্বার চালু থাকে না এবং আইডি অন্য কারো মোবাইলে বা পিসিতে লগিন করে রাখার সুযোগ থাকে না। ফলে কোন কারণে সফটওয়্যারে ঝামেলা হলে আইডি ফিরত পাওয়া যায় না।
আমরা আজ সহজ ও পরিক্ষিত একটি সমাধান নিয়ে আলোচনা , যার ফলে আপনাদের আইডি রক্ষা করতে পারবেন ইংশাআল্লাহ। বিষেশ করে সফরে আমানিয়্যাতের জন্যে সফটওয়্যার কেটে দিলেই আইডি হাড়ানোর ঝামেলা নেই ইনশাআল্লাহ।
প্রথমে টেলিগ্রাম আইডিকে sd card এর মধ্যে মুভ করে নেন। এবং মেমোরিটি মোবাইল থেকে খুলে নিন। এতে করে টেলি এপ্সটি মোবাইলে দেখাবে না। যদি শো করে তাহলে মোবাইল থেকে টেলি এপ্সকে আনইন্সটল করে ফেলুন। এরপর প্রয়োজনের সময় অথবা নিরাপদ স্থানে যাওয়ার পরে শান্তমনে মেমোরিটি সেটে প্রবেশ করানোর সাথে সাথেই টেলি এপ্সটি আগের আইডি সহ চলে আসবে ইনশাআল্লাহ। যদি না আসে, তাহলে টেলিগ্রাম এপ্সকে ইন্সটল করুন। ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ।
sd card এ মুভ করার পদ্ধতিঃ-
সব মোবাইলেই মুভ করার সিস্টেম থাকে। তবে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। তাই ভালভাবে খোজে নিতে হবে। সাধারনত নিচের দুইটা পদ্ধতিই থাকেঃ-
১/settings→ applications→ application managar
2/settings→ apps
এখন আপনার সামনে আপনার মোবাইলে থাকা সবগুলো এপ্স উপস্থিত হবে। এখন টেলেগ্রামে ক্লিক করুন। তারপর move to sd card এ ক্লিক করে Moving লেখাটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর পরেও সফর ভাবে মুভ হয়ে যাবে ইনশাআল্লাহ।
—------------------—
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
Comment