Yalp store এর মাধ্যমে এপ ডাউনলোড করুন
নিরাপদ সফটওয়্যার নামানোর মাধ্যম yalp store ব্যবহার করুন। যেটা পূর্ণভাবে গুগল প্লে স্টোর এর পরিবর্তিত মাধ্যম। সেখানে কোনো gmail id প্রয়োজন হয়না এবং সেটা 1 mb এর কম। আপনার পূর্ন নিরাপত্তা রক্ষা করবে ও ওপেন সোর্স যা ফ্রিতে পাওয়া যায়।
প্রথমে নিচের লিঙ্ক থেকে f-droid ডাউনলোড করে নিন।
install দেওয়ার পর software এ যান। software এ ক্লিক করুন তারপর সমস্ত app update হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। অতঃপর সার্চ বাটনে ক্লিক করুন এবং yalp লেখুন তখন আপনার সামনে yalp store চলে আসবে। সেখান থেকে ইন্সটল দিন।
install দেওয়ার পরে সেটি চালু করুন। প্রথমে আপনার কাছে দুইটি অপশন আসবে, একটি হচ্ছে google id দিয়ে অন্যটি হচ্ছে ফেক আইডি দিয়ে সফটওয়্যার নামানো জন্য। আপনি ফেক আইডিতে ক্লিক করুন ও উপরের সার্চ বাটনটা ব্যবহার করুন এবং আপনার যা ইচ্ছা ডাউনলোড করুন। সেখান থেকে আপনাকে সেই ফলাফল প্রকাশ করবে যা গুগল প্লে-ষ্টোরে প্রকাশ করা হয় এবং সাথে সাথে এখান থেকে update এর কাজ করতে পারবেন।
তা আপনাকে পূর্ণভাবে গুগল প্লে স্টোর থেকে মুক্তি দিবে এবং অন্যান্য চ্যানেল থেকেও গুগল প্লে স্টোরের লিংকগুলো এর মাধ্যমে ওপেন করতে পারবেন।
—------------------—
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ
Comment