Vpn kill switch ব্যবহারের আবশ্যকীয়তা
ভিপিএনের প্রয়োজনীয়তা নিয়ে পূর্বে অনেক আলোচনা হয়েছে, সামনেও হবে। এটা অচিরেই আবশ্যকীয় হয়ে পরবে। এখন হয়ত ভিপিএন ছাড়াও বাচা যাচ্ছে। কিন্তু এক সময় হয়ত ভিপিএন ব্যবহার না করা ফলে ড্রোনের টার্গেটে পরিনত হবে।
ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ভয়ের বিষয় হল, মাঝে মাঝে VPN কানেকশন বন্ধ হয়ে যায়। তখন সবকিছু মূল IP দিয়েই চলতে থাকে। আর তা আপনার ISP (Internet service provider) জানতে পারে এবং স্টোর করে রাখে। ফলে যে কেহ সেখান থেকে আপনার তথ্য সংগ্রহ করে নিতে পারে।
তাই আপনাকে সর্বদা VPN kill switch ব্যবহার করতে হবে। এটার কাজ হবে ভিপিএন কানেকশন বন্ধ হয়ে যাওয়া মাত্রই আপনার সমস্ত নেট সার্ভিস বন্ধ করে দেয়া। যার ফলে আপনার নিরাপত্তা বজায় থাকবে। এটা পিসি ও এন্ড্রয়েড সমস্ত ডিভাইসেই ব্যবহার আবশ্যক।
প্রথমত এন্ড্রয়েডে কিছু VPN এপ kill switch সুবিধা দিয়ে থাকে। কিন্তু সবগুলোর ব্যবহার নিরাপদ নয়, যা আমরা পূর্বের পোষ্টে বলেছি। যেগুলো এই সুবিধা দেয়া তার মধ্যে আছে PIA vpn, Vyprvpn, pure vpn, Xpress Vpn, Nord Vpn. তবে এখানে সবগুলো ব্যবহারের উপদেশ দিব না। কারণ PIA vpn হচ্ছে usa তৈরি, VyprVpn আপনার সমস্ত connection logs সংরক্ষন করে, pure vpn যে হ্যাকাররা লিক করে ফেলেছে তা তো প্রশিদ্ধ। কিছুদিন আগে USA তে Ryan Lin নামের এক সাইবার অপরাধীকে pure ব্যবহার সত্যেও গ্রেফতার করা হয়েছে।
Xpress vpn হচ্ছে British Virgin Islands-based company পরিচালিত। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা এটা ব্যবহারে অনুমতি দিয়ে থাকেন। কিন্তু এটা মাত্র ৩ মাস ফ্রী ব্যবহার করা যায়।
সবচেয়ে ভাল হচ্ছে Nord Vpn যা টর এর পরেই সবচেয়ে নিরাপদ মাধ্যম। তারাও kill switch এর সুবিধা দিয়ে থাকে। তাদের ওয়েব সাইটে দেখুন:
এখানে vpn চালু করে setting থেকে Always-ON ফিচারটি চালু করে দিতে হবে। এটা আগে ফ্রীতে ব্যবহার করা গেলেও ইদানীং ফ্রীতে ব্যবহার করা অসম্ভব হয়ে পরেছে।
আলাদা ভাবেও kill switch ব্যবহার করা যায়। তবে তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেই app টা ওপেন সোর্স হতে হবে, অন্যথায় ব্যবহার করা নিরাপদ নয়। নিচের লিংকে একটা Opensource kill switch দেয়া হল।
এটার জন্য মোবাইল রুট করতে হবে।
আফসোসের বিষয় হল linux, windows or mac এর জন্যে ইন্টারনেটে যেমন ভাল kill switch সচরাচর অনেক পাওয়া যায়, Android এর জন্য তেমন পাওয়া যায় না অথবা সাচ্ছন্দে ব্যবহার করা যায় না।
সামনে Tor vpn ব্যবহারের নিরাপত্তা ও আশংকার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
আপনাদের দোয়ায় আমাদের স্বরণ রাখবেন।
Comment