জাগ্রত কবি
রাত্রী যখন হয় এখানে,
আশা জাগে আমার মনে।
সকাল হলেই আমরা বুঝি
বের হবো সেই অভীযানে
পুরানো সেই যাত্রা পথে,
বের হবো আমি অস্ত্র হাতে।
মজলুমের ঐ দুঃখ দেখে,
ব্যাথা লাগে যে আমার মনে।
শোনা যায় ঐ মা,বোনদের আত্ত চিৎকার,
তাইতো মোদের অভিযান দরকার ।
যতই বাধা আসুক না কেন ,
বেরিয়ে যাবো অভিযানে ।
আশায় আশায় রাত্রিকাটে ,
কখন যে হবে সকাল ।
শহীদি সুধার খোঁজে মোরা
ছুটে চলি বিশ্বময়!
রাত্রী যখন হয় এখানে,
আশা জাগে আমার মনে।
সকাল হলেই আমরা বুঝি
বের হবো সেই অভীযানে
পুরানো সেই যাত্রা পথে,
বের হবো আমি অস্ত্র হাতে।
মজলুমের ঐ দুঃখ দেখে,
ব্যাথা লাগে যে আমার মনে।
শোনা যায় ঐ মা,বোনদের আত্ত চিৎকার,
তাইতো মোদের অভিযান দরকার ।
যতই বাধা আসুক না কেন ,
বেরিয়ে যাবো অভিযানে ।
আশায় আশায় রাত্রিকাটে ,
কখন যে হবে সকাল ।
শহীদি সুধার খোঁজে মোরা
ছুটে চলি বিশ্বময়!
Comment