বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু আলাইকুম। দাওয়াহ ইলাল্লাহ ফোরামে আপনাকে স্বাগতম।
আপনার আসল ইমেইল এড্রেস দিয়ে এখানে আইডি খুলবেন না। আগে আসল ইমেইল আইডী দিয়ে থাকলে সেটাও পরিবর্তন করুন।
পাসওয়ার্ড ও ইমেইল এড্রেস পরিবর্তনের জন্য Settings - Edit Email and Password এ ক্লিক করুন।
আমাদের বর্তমান আইপি এড্রেসঃ https://82.221.139.185
***
বাংলা না দেখা গেলে, এখানে ক্লিক করুন
*****
ফোরামে সদস্য হতে চাইলে এখানে রেজিষ্টার করুন
*****
ফোরামের অনিওন এড্রেসঃ dawah4m4pnoir4ah.onion
*****
আল্লাহু আকবার!!!
শাইখ আব্দুল্লাহ আযযাম শহীদ রহঃ এমন একজন আলিম যাকে সকল হাক্বপন্থি ভাইয়েরা ভালবাসে ও স্রদ্ধা করে।
ইবাদতের স্বাদ আস্বাদনের উপায় : খুশূ-খুযূ সৃষ্টি করা। অর্থাৎ ইবাদত সমূহ এই বিশ্বাস নিয়ে করা যে, বান্দা যেন আল্লাহকে দেখছে অথবা আল্লাহ বান্দাকে দেখছেন
(বুখারী হা/৫০; মুসলিম হা/১০২; মিশকাত হা/২)
এছাড়া আরো কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে :
(১) স্বীয় আত্মাকে নিয়মিত ইবাদতে অভ্যস্ত করে তোলা
(২) অধিক পরিমাণে নফল ইবাদত করা (বুখারী হা/৬৫০২)
(৩) সালাফে ছালেহীনের সৎকর্মের ঘটনাবলী পাঠ করা
(৪) অধিকহারে কুরআন তেলাওয়াত করা এবং তা গভীরভাবে অনুধাবন করা
(৫) বেশী বেশী মৃত্যুকে স্মরণ করা (তিরমিযী হা/২৩০৭, মিশকাত হা/১৬০৭)
(৬) গুনাহ থেকে দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করা।
আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে,
(১) যে ব্যক্তির নিকট আল্লাহ ও তাঁর রাসূল অন্য সবকিছুর চাইতে প্রিয়
(২) যে ব্যক্তি স্রেফ আল্লাহ্রর জন্য কাউকে ভালবাসে এবং
(৩) যে ব্যক্তি কুফরীতে ফিরে যাওয়াকে ঐরূপ অপসন্দ করে, যেরূপ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে অপসন্দ করে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৮)।
আববাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ঐ ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি প্রতিপালক হিসাবে আল্লাহ্রর উপর, দ্বীন হিসাবে ইসলামের উপর এবং রাসূল হিসাবে মুহাম্মাদের উপর সন্তুষ্ট হয়েছে’ (মুসলিম, মিশকাত হা/৯)। এগুলি যে কেউ নিজের মধ্যে উপলব্ধি করবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে।
(Collected)
ইবাদতের স্বাদ উপলব্ধি করতে না পারা যেমন এক বিরাট মুছিবত, তেমনি শুধুমাত্র স্বাদের সন্ধানে থাকাও মুসিবত, তাতে আল্লাহর সন্তুষ্টির বদলে নিজের হাওয়া ও বিদাআত ঢোকার সম্বাবনা থাকে। সময় ও ধৈর্য নিয়ে আল্লাহর পথে চললে স্বাদ আপনা আপনি আসবে ইনশাআল্লাহ।
Comment