Announcement

Collapse
No announcement yet.

হে যুবক! এখনও কি সময় হয়নি?

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • হে যুবক! এখনও কি সময় হয়নি?

    হে যুবক!
    এখনও কি সময় হয়নি?

    -শায়েখ খালেদ আর রাশেদ ফাক্কাল্লাহু আসরাহু
    (আরবি খুতবার অনুবাদ)
    ..........................

    أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آَمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ .

    যারা মুমিন, তাদের কি এখনো সময় হয়নি ? যে আল্লাহর স্মরণে এবং যে সত্য (তাদের নিকট) অবতীর্ণ হয়েছে, তার কারণে তাদের হৃদয় বিগলিত হবে। তারা যেন সে সব লোকদের মতো না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল অতঃপর তাদের উপর দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে। ফলে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। আর তাদের অধিকাংশই পাপাচারী। সূরা হাদীদ - ১৬

    হে যুবক! তোমাকেই বলছি। হ্যাঁ, তোমাকে লক্ষ্য করেই বলছি৷ তোমার এখনও কি সময় হয়নি তওবা করার ? এখনও কি সময় হয়নি মহান আল্লাহর দিকে ফিরে আসার? তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করার ? (দ্বীনের দিকে) ফিরে আসা ব্যক্তিদের দলভূক্ত হওয়ার সময় কি তোমার এখনো সময় হয়নি ? তুমি যে অবস্থায় আছো তা থেকে ফিরে আসার সময় কি এখনো হয়নি ?

    (দ্বীনের পথে) এতো দিন অনুপস্থিত ছিলে। সামনে কি আরও অনুপস্থিত থাকবে?
    তোমার জীবনের মুহুর্তগুলো আল্লাহর ইবাদত ছাড়া ভিন্ন কাজে শেষ হয়ে যাচ্ছে৷
    যা করছো তা মরিচিকা ছাড়া আর কিছুই নয়৷

    মনে রেখো, যারা শুধু 'করবো করবো' বলে তাদের জন্য ধ্বংস অনিবার্য৷ যারা বলে, শীঘ্রই তওবা করবো৷ শীঘ্রই তওবা করবো অথচ সে অবিরাম পাপ করে যাচ্ছে৷

    আমাকে একটু বল তো, তুমি কত দিন বেঁচে থাকবে? বিশ বছর? ত্রিশ বছর? বেশি হলে আশি বছর৷ এরপর ? এরপর তো মারা যাবে।
    ধোকার এ দুনিয়া থেকে একদিন তোমাকে বিদায় নিতেই হবে৷
    তোমার হায়াত দীর্ঘ হোক কিংবা খাটো৷

    (সেদিন আফসোস করবে আর বলবে) হায় আফসোস! হায় আফসোস! সব আনন্দ শেষ হয়ে গেছে৷ সব কিছুই খতম হয়ে গেছে৷
    এখন শুধু কল্পনা আর আক্ষেপ ছাড়া কিছুই অবশিষ্ট নেই৷

    আফসোস! আমার সেই সব সংগীদের জন্য, যারা (আমার) কোনও উপকারে আসে নি৷
    আফসোস! সেই বন্ধুদের জন্য, যারা (আমার জন্য) কোনও সুপারিশ করতে পারবে না৷
    আফসোস! সেই দিনগুলোর জন্য, যে দিনগুলোতে দীর্ঘ সময় জেগে ছিলাম৷ কিন্তু কবরের জন্য একটু পাথেয়ও যোগাড় করি নি৷
    আফসোস! সেই জীবনের জন্য, যা পাড় হয়ে গেছে৷
    আফসোস! সেই সময়ের জন্য, যা ফুরিয়ে গেছে ৷ শেষ হয়ে গেছে৷
    অথচ জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বাঁচার জন্য কিছুই করিনি।

    আফসোস! ওই নামাযগুলোর জন্য, যা আমি নষ্ট করেছি।
    আফসোস! ওই যাকাতের জন্য, যা আমি আদায় করিনি৷
    আফসোস! সেই দিনগুলোর জন্য, যে দিনগুলোতে আমি রোযা রাখিনি৷
    আফসোস! সেই সময়গুলোর জন্য, যা আমি নষ্ট করেছি৷
    আফসোস! সেই অন্যায়ের জন্য, যা আমি করে ফেলেছি এবং সেই অশ্লীল কাজের জন্য যাতে আমি লিপ্ত হয়েছি৷
    আফসোস! সেই দিনটির জন্য, যে দিনটিতে আমার জিহবা কোন যিকির করেনি৷
    অামার অংগগুলো আল্লাহর শোকর দায় করেনি৷

    আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,
    وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّا نَحْنُ نَرِثُ الْأَرْضَ وَمَنْ عَلَيْهَا وَإِلَيْنَا يُرْجَعُونَ

    আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা উদাসীনতার মধ্যে পড়ে আছে। আর তারা ঈমান গ্রহণ করছে না। আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং এর উপর যারা আছে তাদের সবার এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। সূরা মারইয়াম ৩৯,৪০

    আনন্দের সব কিছুই শেষ হয়ে গেছে৷ ফূর্তির করার সব কিছুই খতম হয়ে গেছে৷

    এখন অন্যায়, অপরাধ আর পাপের বোঝা ছাড়া কিছুই অবশিষ্ট নেই৷

    ধিক সেই ব্যক্তির প্রতি, যে হারাম আনন্দ উপভোগ করে, যা নিমিষেই শেষ হয়ে যায়। থেকে যায় শুধু পাপ আর লজ্জা। পাপের পরিণতি পরেও থেকে যায়।
    ওই আনন্দের মাঝে কী লাভ? যার পরে রয়েছে জাহান্নামের আগুন।

    (হে যুবক! এখনো সময় আছে, ফিরে এসো )
    আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,
    إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
    নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারী ও পবিত্রতা অবলম্বন কারীদেরকে ভালবাসেন।
    সূরা বাকারা-222

    আল্লাহ তাআলা তাঁর রহমতের দরোজা খুলে দিয়ে বলছেন,
    قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

    বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর যুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করে দিবেন। তিনি ক্ষমাশীল,
    পরম দয়ালু।
    সূরা যুমার - ৫৩

    আল্লাহ তাআলা আরো বলেন,
    إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَـٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
    তবে যারা (তাদের পূর্বের গুনাহ থেকে) তওবা করে (যথাযথভাবে) ঈমান আনে এবং নেক আমল করতে থাকে, আল্লাহ তাদের গুনাহসমূহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
    সূরা ফুরকান - ৭০

    হে আল্লাহ! হে ওই সত্তা যার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে, আপনি আপনার এ হতভাগা, দূর্বল বান্দার প্রতি অনুগ্রহ করুন।
    হে আল্লাহ! যদিও আমার অপরাধ সংখ্যায় অনেক বেশি। কিন্তু আমি নিশ্চিত জানি যে, আপনার ক্ষমা এর চেয়ে অনেক অনেক বড়।
    আপনার (ক্ষমার) প্রতি যদি কেবল নেককার বান্দারাই আশা বাদী হয় তাহলে (আমার মতো) অপরাধীরা কার কাছে একটু আশ্রয় চাইবে।
    আমার নিকট আপনার কাছে পৌঁছার জন্য আশা আর আপনার ক্ষমা ছাড়া আর কোনও সম্বল নেই। সর্বোপরি হে আল্লাহ! আমিতো একজন মুসলমান।
    হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সাআদাতের জীবন এবং শাহাদাতের মৃত্যু দান করুন।

  • #2
    আল্লাহ তা'আলা আমাদেরকে সময়ের যথাযথ মূল্যায়ন করার তাওফীক দান করুন আমীন।
    মুমিনদেরকে ক্বিতালের জন্য উদ্বুদ্ধ করুন।

    Comment


    • #3
      আঁখি..!
      খুব আবেগপূর্ণ একটি বয়ান।
      আল্লাহ সুবঃ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, তাঁর দ্বীনের জন্য আমাদের জান ও মালকে কবুল করে নিন ও তাঁর পছন্দমত আমাদেরকে হাক্বীক্বি শহীদি মৃত্যু দান করুন,আমীন...ইয়া রব্বাল 'আলামীন!!!
      আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে,
      জাগরণ এক সবুজ পাখি'র অন্তরে।
      বিইযনিল্লাহ!

      Comment


      • #4
        আল্লাহ আমাদের ক্ষমা করুন, হিদায়তের উপর অটল রাখুন,আমিন।প্রিয় ভাই, আপনার পোস্টটি অনেক অনেক উপকারী।
        ولو ارادوا الخروج لاعدواله عدةولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القعدین.

        Comment


        • #5
          খুবি গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহকে স্মরণ করিয়ে দেয়।
          والیتلطف ولا یشعرن بکم احدا٠انهم ان یظهروا علیکم یرجموکم او یعیدو کم فی ملتهم ولن تفلحو اذا ابدا

          Comment


          • #6
            আমিন ছুম্মা আমিন...

            Comment

            Working...
            X