Announcement

Collapse
No announcement yet.

হায়! ওই কুকুরটির মতো হতে পারতাম!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • হায়! ওই কুকুরটির মতো হতে পারতাম!

    হায়! ওই কুকুরটির মতো হতে পারতাম!

    শাইখ খালেদ আর রাশেদ ফাক্কাল্লাহু আসরাহু
    *(আরবি খুতবার অনুবাদ)

    'আদ দুররুল কামিনা' গ্রন্থের লেখক (3/202) একটি ঘটনা উল্লেখ করেছেন। একবার খ্রিস্টানদের একটি দল এক মোগল রাজার সাথে সাক্ষাৎ করতে যায়। সেই রাজা খ্রিস্টধর্ম গ্রহণ করেছিল। সেখানে পৌঁছে খ্রিস্টানদের একজন কথা বলার এক পর্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে শুরু করে। তার পাশেই এক শিকারী কুকুর বাঁধা ছিল। কুকুরটি সঙ্গে সঙ্গে তার ওপর আক্রমণ করে বসে। অন্যরা কোনরকমে কুকুরের হাত থেকে তাকে রক্ষা করে। সেখানে উপস্থিত এক ব্যক্তি বললো, আপনি নবী মুহাম্মদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ব্যাপারে ওসব কথা বলার কারণেই হয়তো কুকুরটি এরূপ করেছে। তখন ওই খ্রিস্টান বলল, কিছুতেই না। আমি হাত দিয়ে কুকুরটির দিকে ইশারা করেছিলাম। এতে হয়তো কুকুরটি ভেবেছে, আমি তাকে আঘাত করবো। তাই সে আমার উপর আক্রমণ করেছে। এরপর সে পুনরায় কথা বলতে শুরু করে এবং পূর্বের তুলনায় আরও জঘন্য ভাষায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে শুরু করে। তখন সেই কুকুর ক্ষিপ্ত হয়ে মুহূর্তের মধ্যে রশি ছিড়ে ওই খ্রিস্টানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড় কামড়ে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। এ ঘটনার পর প্রায় চল্লিশ হাজার খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে। এই হল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের সাথে একটি কুকুরের আচরণ! কিন্তু আজকে আমাদের কী অবস্থা ? আজকে কোথায় আমরা? আজকে কোথায় আব্দুল্লাহ বিন ও উনাইস রাযি. ?* কোথায় মুআয আর মুআওয়ায ? কোথায় আজকের উমায়ের বিন আদী ?*
    হযরত হাসান বসরী রহ. যখনই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের কারণে খেজুর গাছের ক্রন্দন সংক্রান্ত হাদিসটি শুনতেন তখনই তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। তিনি বলতেন, ওহে মুসলমান! রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসায় যদি একটি জড়বস্তুর অবস্থা এমন হয় তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন, আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে খুব ইচ্ছে করে। সাহাবায়ে কেরাম রাযি. বলতেন, আমরা কি আপনার ভাই নই? উত্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা হলে আমার সাহাবী-সঙ্গী। আমার ভাই হল তারা, যারা আমার উপর ঈমান আনবে, আমার অনুসরণ করবে, তবে আমাকে দেখবে না।
    (কেয়ামতের দিন) সকল মুসলমান যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য তার কাছে হাজির হবে তখন যদি তিনি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমার শত্রুরা আমাকে গালিগালাজ করেছিল, আমার ইজ্জত সম্মানের ওপর আঘাত করেছিল, আমাকে কষ্ট দিয়েছিল তোমরা আমার জন্য কি করেছিলে? তখন আমরা তাকে কী উত্তর দেবো?
    কীভাবে আমরা তাঁকে আমাদের চেহারা দেখাবো?
    হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সাআদাতের জীবন এবং শাহাদাতের মৃত্যু দান করুন।

  • #2
    হে আল্লাহ্! আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ও সম্মান রক্ষা করার তাওফীক দান করুন, আমীন।
    যোদ্ধা হব, যুদ্ধ করব,
    ক্বিতালের জন্য দাওয়াত দিব, ইনশাআল্লাহ।

    Comment


    • #3
      আখি, আমাদের অবস্থা কুকুরটির চেয়ে কত নিম্নের!আল্লাহ আপনি আমাদের তাওফিক দান করুন, আমিন।
      ولو ارادوا الخروج لاعدواله عدةولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القعدین.

      Comment


      • #4
        হে আল্লাহ!
        আপনি আমাদেরকে গোস্তাখদের পাওনা মিটিয়ে দেয়ার জন্য কবুল কিরে নিন, আমীন।
        আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে,
        জাগরণ এক সবুজ পাখি'র অন্তরে।
        বিইযনিল্লাহ!

        Comment


        • #5
          প্রিয় আবু দুজানাহ ভাই,
          ভিডিও এর লিঙ্কটি কি দেওয়া যাবে?

          Comment


          • #6
            হে আল্লাহ্! আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ও সম্মান রক্ষা করার তাওফীক দান করুন, আমীন।
            মুমিনদেরকে ক্বিতালের জন্য উদ্বুদ্ধ করুন।

            Comment

            Working...
            X