أ كثروا من العيال فإنكم لا تدرون بمن ترزقون.
৮৬ : সন্তানাদির সংখ্যা বৃদ্ধি করো। কারণ, তোমরা জানো না, কার ওসিলায় রিযিক লাভ করবে।
-হযরত ওমর বিন খাত্তাব রাযি.
•┈┈•
المؤمن الكيس الفطن الذي كلما زاده الله إحساناً ازداد من الله خوفاً.
৮৭ : বুদ্ধিমান ও বিচক্ষণ মুমিনের ওপর আল্লাহর ইহসান ও দয়া বৃদ্ধি পেলে তার অন্তরে আল্লাহর ভয় আরও বেড়ে যায়।
-হযরত হাসান বসরী রহ.
•┈┈•
قال الإمام الشافعي رحمه الله تعالى : الشبع يقسي القلب ويثقل البدن ويزيل الفطنة.
৮৮ : পেট ভরে আহার করার দ্বারা অন্তর শক্ত হয়ে যায়, শরীর ভারী হয়ে যায় এবং মেধা নষ্ট হয়ে যায়।
-ইমাম শাফেয়ী রহ.
•┈┈•
المؤمن يستر وينصح والفاجر يهتك ويعير.
৮৯ : মুমিন (তার ভাইয়ের দোষ ত্রুটি) ঢেকে রাখে এবং (তাকে গোপনে) উপদেশ দেয় আর ফাসেক (তার ভাইয়ের দোষ ত্রুটি) প্রকাশ করে দেয় এবং (তাকে) লজ্জিত করে।
-হযরত ফুযায়েল বিন ইয়ায রহ.
•┈┈•
بقاء الحق مقدم على بقاء الجسد فأهل الحق يذهبون باجسادهم، وتعيش أفكارهم وكلماتهم .
৯০ : হককে টিকিয়ে রাখা নিজের দেহ (ও আরাম-আয়েশ) টিকিয়ে রাখার চেয়ে অধিক অগ্রগণ্য। কারণ, হকের অনুসারীরা তাদের দেহ নিয়ে (পৃথিবী থেকে) চলে যাবে। কিন্তু তাদের হক কথাগুলো এবং তাদের চিন্তা দর্শনগুলো ঠিকই (পৃথিবীতে) থেকে যাবে।
-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে মুক্ত করেন)
•┈┈•
৮৬ : সন্তানাদির সংখ্যা বৃদ্ধি করো। কারণ, তোমরা জানো না, কার ওসিলায় রিযিক লাভ করবে।
-হযরত ওমর বিন খাত্তাব রাযি.
•┈┈•
المؤمن الكيس الفطن الذي كلما زاده الله إحساناً ازداد من الله خوفاً.
৮৭ : বুদ্ধিমান ও বিচক্ষণ মুমিনের ওপর আল্লাহর ইহসান ও দয়া বৃদ্ধি পেলে তার অন্তরে আল্লাহর ভয় আরও বেড়ে যায়।
-হযরত হাসান বসরী রহ.
•┈┈•
قال الإمام الشافعي رحمه الله تعالى : الشبع يقسي القلب ويثقل البدن ويزيل الفطنة.
৮৮ : পেট ভরে আহার করার দ্বারা অন্তর শক্ত হয়ে যায়, শরীর ভারী হয়ে যায় এবং মেধা নষ্ট হয়ে যায়।
-ইমাম শাফেয়ী রহ.
•┈┈•
المؤمن يستر وينصح والفاجر يهتك ويعير.
৮৯ : মুমিন (তার ভাইয়ের দোষ ত্রুটি) ঢেকে রাখে এবং (তাকে গোপনে) উপদেশ দেয় আর ফাসেক (তার ভাইয়ের দোষ ত্রুটি) প্রকাশ করে দেয় এবং (তাকে) লজ্জিত করে।
-হযরত ফুযায়েল বিন ইয়ায রহ.
•┈┈•
بقاء الحق مقدم على بقاء الجسد فأهل الحق يذهبون باجسادهم، وتعيش أفكارهم وكلماتهم .
৯০ : হককে টিকিয়ে রাখা নিজের দেহ (ও আরাম-আয়েশ) টিকিয়ে রাখার চেয়ে অধিক অগ্রগণ্য। কারণ, হকের অনুসারীরা তাদের দেহ নিয়ে (পৃথিবী থেকে) চলে যাবে। কিন্তু তাদের হক কথাগুলো এবং তাদের চিন্তা দর্শনগুলো ঠিকই (পৃথিবীতে) থেকে যাবে।
-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে মুক্ত করেন)
•┈┈•
Comment