[নিজের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা]
স্থুল চিন্তার লোকদের শিকার করার জন্য কিছু মানুষ আছে যারা অনেক সময় প্রচুর কথাবার্তা বলে এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞানগত বিষয়ে আলাপচারিতার অবতারণা করে।
সুন্দর সুন্দর কথামালা ও বাকপটুতার মাধ্যমে লোক জনের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করে।
এই মন্দ স্বভাব সংশোধন করার জন্য যা করতে হবে তা হলো,অন্যদের যে উপদেশ দেওয়া হয় তার উপর প্রথমে নিজে আমল করা।
মানুষকে কথার পরিবর্তে কর্মের মাধ্যমে উপদেশ দেওয়া।
বর্ণিত আছে, আল্লাহ তাআলা ঈসা বিন মারইয়াম (আঃ) এর কাছে ওহি প্রেরণ করেছিলেন এই মর্মে যে,'যখন তুমি মানুষকে উপদেশ দিতে চাইবে তো প্রথমে নিজেকে দিয়ে শুরু করবে। যদি নিজে সে উপদেশ গ্রহণ করে নিতে পারো তখন অন্যদের তা প্রদান করবে।অন্যথায় আমাকে লজ্জা করো।' [1]
আল্লাহর নবী (সাঃ) বলেছেন,
رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي رِجَالا تُقْرَضُ شِفَاهُهُمْ بِمَقَارِيضَ مِنْ نَارٍ , فَقُلْتُ : مَنْ هَؤُلاءِ يَا جِبْرِيلُ ؟ فَقَالَ : خُطَبَاءُ أُمَّتِكَ الَّذِينَ يَأْمُرونَ النَّاسَ بِالْبِرِّ , وَيَنْسَوْنَ أَنْفُسَهُمْ , وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ أَفَلا يَعْقِلُونَ "
"মিরাজের রাতে আমি এমন কিছু লোককে দেখলাম,আগুনের কাঁচি দিয়ে যাদের ঠোট কর্তন করা হচ্ছিলো।আমি জানতে চাইলাম,'এরা কার হে জিবরীল?'
তিনি জানালেন, ' এরা আপনার উম্মতের সেসব বক্তা,যারা লোকদেরকে ভালো কাজের আদেশ করতো কিন্তু নিজেদের কথা ভুলে থাকতো। তারা কুরআনও তেলাওয়াত করতো।তারা কী বুঝতোনা?"[2]
'আত্মশুদ্ধী' আবু আব্দুর রহমান আস-সুলামী রহিমাহুল্লাহ [মৃত্যু : ৪১২ হিজরি]
সুন্দর সুন্দর কথামালা ও বাকপটুতার মাধ্যমে লোক জনের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করে।
এই মন্দ স্বভাব সংশোধন করার জন্য যা করতে হবে তা হলো,অন্যদের যে উপদেশ দেওয়া হয় তার উপর প্রথমে নিজে আমল করা।
মানুষকে কথার পরিবর্তে কর্মের মাধ্যমে উপদেশ দেওয়া।
বর্ণিত আছে, আল্লাহ তাআলা ঈসা বিন মারইয়াম (আঃ) এর কাছে ওহি প্রেরণ করেছিলেন এই মর্মে যে,'যখন তুমি মানুষকে উপদেশ দিতে চাইবে তো প্রথমে নিজেকে দিয়ে শুরু করবে। যদি নিজে সে উপদেশ গ্রহণ করে নিতে পারো তখন অন্যদের তা প্রদান করবে।অন্যথায় আমাকে লজ্জা করো।' [1]
আল্লাহর নবী (সাঃ) বলেছেন,
رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي رِجَالا تُقْرَضُ شِفَاهُهُمْ بِمَقَارِيضَ مِنْ نَارٍ , فَقُلْتُ : مَنْ هَؤُلاءِ يَا جِبْرِيلُ ؟ فَقَالَ : خُطَبَاءُ أُمَّتِكَ الَّذِينَ يَأْمُرونَ النَّاسَ بِالْبِرِّ , وَيَنْسَوْنَ أَنْفُسَهُمْ , وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ أَفَلا يَعْقِلُونَ "
"মিরাজের রাতে আমি এমন কিছু লোককে দেখলাম,আগুনের কাঁচি দিয়ে যাদের ঠোট কর্তন করা হচ্ছিলো।আমি জানতে চাইলাম,'এরা কার হে জিবরীল?'
তিনি জানালেন, ' এরা আপনার উম্মতের সেসব বক্তা,যারা লোকদেরকে ভালো কাজের আদেশ করতো কিন্তু নিজেদের কথা ভুলে থাকতো। তারা কুরআনও তেলাওয়াত করতো।তারা কী বুঝতোনা?"[2]
'আত্মশুদ্ধী' আবু আব্দুর রহমান আস-সুলামী রহিমাহুল্লাহ [মৃত্যু : ৪১২ হিজরি]
[2]মুসনাদে আহমাদ: ১৩৫১৫, হাদীসের মান সহীহ
Comment