চিন্তা ও কাজ।
দুইটা দুই প্রান্তের জিনিস, যদিও একটা ছাড়া অপরটা সম্পূর্ণ অচল, মূল্যহীন।
কাজ করলে গরম লাগে, চিন্তা করলে ঠান্ডা লাগে। কাজ করলে বাহ্যিক শক্তি-সাহস বাড়ে, চিন্তা করলে এই দুইটাই কমে যায়।
কাজ করলে চিন্তা করার শক্তি কমে যায়, চিন্তা করলে কাজ করার শক্তি কমে যায়; যদি না অতিরিক্ত উদ্যম আর জিদ নিয়ে দুইটাই একসাথে করা হয়। আর তার জন্য দরকার প্রচণ্ড মানসিক জোড়।
এই জোড় সবার থাকে না, জন্ম থেকে তো কারোই থাকে না। এটা অর্জন করতে হয়।
আর এটা অর্জন করতে পারাটা, একজন মুজাহিদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। যারই এটা থাকবে, তার ইমামত অনিবার্য ইন শা আল্লাহ।
দুইটা দুই প্রান্তের জিনিস, যদিও একটা ছাড়া অপরটা সম্পূর্ণ অচল, মূল্যহীন।
কাজ করলে গরম লাগে, চিন্তা করলে ঠান্ডা লাগে। কাজ করলে বাহ্যিক শক্তি-সাহস বাড়ে, চিন্তা করলে এই দুইটাই কমে যায়।
কাজ করলে চিন্তা করার শক্তি কমে যায়, চিন্তা করলে কাজ করার শক্তি কমে যায়; যদি না অতিরিক্ত উদ্যম আর জিদ নিয়ে দুইটাই একসাথে করা হয়। আর তার জন্য দরকার প্রচণ্ড মানসিক জোড়।
এই জোড় সবার থাকে না, জন্ম থেকে তো কারোই থাকে না। এটা অর্জন করতে হয়।
আর এটা অর্জন করতে পারাটা, একজন মুজাহিদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। যারই এটা থাকবে, তার ইমামত অনিবার্য ইন শা আল্লাহ।
Comment