16 : দৃষ্টির হেফাজত করুন
قال وكيع : خرجنا مع سفيان الثوري في يوم عيد، فقال: إن أول ما نبدأ به في يومنا غضّ أبصارنا.
الورع لابن أبي الدنيا
একবার আমরা ঈদের দিন হযরত সুফিয়ান সাওরী রহ.র সঙ্গে বাইরে বের হলাম। তখন তিনি (আমাদেরকে লক্ষ্য করে) বললেন, আজ আমরা যে কাজটি সর্বাগ্রে করব তা হল, আমরা আমাদের দৃষ্টির হেফাজত করব।-হযরত ওয়াকী' বিন জাররাহ রহ.; কিতাবুল ওয়ারা'
_______________________________
17 : জানি না, আজ আমার কী ধরনের আমল আসমানে উঠলো?
كان الضحاك بن مزاحم إذا أمسى بكى، فقيل له : ما يبكيك؟ قال : لا أدري ما صعد اليوم من عملي .
-الرقة والبكاء لابن أبي الدنيا : ١٧٦
হযরত যাহ্হাক বিন মুযাহিম রহ. সন্ধ্যা হলেই কাঁদতে শুরু করতেন। একবার তাঁকে জিজ্ঞেস করা হল, (সন্ধ্যা হলেই) আপনি কাঁদেন কেন? তিনি উত্তর দেন, আমি জানি না, আজ আমার কী ধরনের আমল আসমানে উঠলো। (ভালো আমল? না খারাপ আমল?। এ কথা চিন্তা করেই আমার কান্না আসতে থাকে)-ইবনে আবিদ দুনিয়া; আর রিক্কাতু ওয়াল বুকা : 176
_______________________________
18 : আপনার বন্দি ভাইদের কথা ভুলে যাবেন না
يا معاشر المسلمين! لا يُنسيكم فرحُ العيد والاجتماع بالأهل والإخوان الدعاءَ للمعتقلين الذين يطعمون الحرمانَ ولا يبصرون غيرَ السجان .
-الشيخ سليمان العلوان عجل الله فك أسره
হে মুসলমান ভাইয়েরা! পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে ঈদ উদযাপনের আনন্দ যেন আপনাদেরকে বন্দি ভাইদের জন্য দোয়া করার কথা ভুলিয়ে না দেয়, যারা (লাঞ্ছনা ও) বঞ্চনা ছাড়া আর কোনও আহার পায় না এবং কারারক্ষী ছাড়া আর কাউকে দেখতেও পায় না।-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)
_______________________________
قال وكيع : خرجنا مع سفيان الثوري في يوم عيد، فقال: إن أول ما نبدأ به في يومنا غضّ أبصارنا.
الورع لابن أبي الدنيا
একবার আমরা ঈদের দিন হযরত সুফিয়ান সাওরী রহ.র সঙ্গে বাইরে বের হলাম। তখন তিনি (আমাদেরকে লক্ষ্য করে) বললেন, আজ আমরা যে কাজটি সর্বাগ্রে করব তা হল, আমরা আমাদের দৃষ্টির হেফাজত করব।-হযরত ওয়াকী' বিন জাররাহ রহ.; কিতাবুল ওয়ারা'
_______________________________
17 : জানি না, আজ আমার কী ধরনের আমল আসমানে উঠলো?
كان الضحاك بن مزاحم إذا أمسى بكى، فقيل له : ما يبكيك؟ قال : لا أدري ما صعد اليوم من عملي .
-الرقة والبكاء لابن أبي الدنيا : ١٧٦
হযরত যাহ্হাক বিন মুযাহিম রহ. সন্ধ্যা হলেই কাঁদতে শুরু করতেন। একবার তাঁকে জিজ্ঞেস করা হল, (সন্ধ্যা হলেই) আপনি কাঁদেন কেন? তিনি উত্তর দেন, আমি জানি না, আজ আমার কী ধরনের আমল আসমানে উঠলো। (ভালো আমল? না খারাপ আমল?। এ কথা চিন্তা করেই আমার কান্না আসতে থাকে)-ইবনে আবিদ দুনিয়া; আর রিক্কাতু ওয়াল বুকা : 176
_______________________________
18 : আপনার বন্দি ভাইদের কথা ভুলে যাবেন না
يا معاشر المسلمين! لا يُنسيكم فرحُ العيد والاجتماع بالأهل والإخوان الدعاءَ للمعتقلين الذين يطعمون الحرمانَ ولا يبصرون غيرَ السجان .
-الشيخ سليمان العلوان عجل الله فك أسره
হে মুসলমান ভাইয়েরা! পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে ঈদ উদযাপনের আনন্দ যেন আপনাদেরকে বন্দি ভাইদের জন্য দোয়া করার কথা ভুলিয়ে না দেয়, যারা (লাঞ্ছনা ও) বঞ্চনা ছাড়া আর কোনও আহার পায় না এবং কারারক্ষী ছাড়া আর কাউকে দেখতেও পায় না।-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)
_______________________________
Comment