52 : তার সামনে অবশ্যই 'হকের রাস্তা' স্পষ্ট হয়ে যায়
من تدبر القرآن طالبا الهدى منه تبين له طريق الحق .
- شيخ الإسلام ابن تيمية رحمه الله
যে ব্যক্তি কোরআন থেকে হেদায়েত গ্রহণের উদ্দেশ্যে গভীর চিন্তা ভাবনার সাথে কোরআন তেলাওয়াত করে তার সামনে অবশ্যই 'হকের রাস্তা' স্পষ্ট হয়ে যায়।-শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ.
_______________________________
53 : কেউ মানুক, না মানুক হক কথাটি বলে ফেলুন
لا بد من إظهار الحق ولو لم يتبعه الناس حتى يبقى حاضرا في الأذهان، لان أخطر الحجج أن يأتي جيل يقول : ﴿ مَا سَمِعْنَا بِهَذَا فِي آَبَائِنَا الْأَوَّلِين .
যা হক ও সত্য তা অবশ্যই প্রকাশ করতে হবে, যদিও মানুষ তা গ্রহণ না করে। যেন অন্তত হক কথাটা তাদের মাথায় থাকে। কারণ, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল, এমন একটি প্রজন্মের আগমন ঘটা, যারা বলবে, (কোরআনের ভাষায়)
مَا سَمِعْنَا بِهَذَا فِي آَبَائِنَا الْأَوَّلِين
এ কথা তো আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে শুনিনি।
-শাইখ আব্দুল আজিজ তারিফী (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)
_______________________________
54 : অবিচলতার ফলাফল দুনিয়াতেই প্রকাশ পাওয়া আবশ্যক নয়
হক ও সত্যের উপর অবিচলতার ফলাফল (দুনিয়াতেই) প্রকাশ পাওয়া আবশ্যক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন কোন কোন নবীকে এ অবস্থায় উঠানো হবে যে, তাঁর অনুসারী হবে মাত্র একজন। কারো কারো অনুসারী হবে মাত্র দুজন। আর কোন কোন নবী আসবেন তাঁর সাথে কোনও অনুসারীই থাকবে না। সবাইতো হকের ওপর ছিলেন। (এবং সবাই সফলতা লাভ করেছেন) কিন্তু (দুনিয়ার বাহ্যিক) ফলাফল হয়েছে (একের জনের ক্ষেত্রে) একেক রকম।
-শাইখ আব্দুল আজিজ তারিফী (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)
من تدبر القرآن طالبا الهدى منه تبين له طريق الحق .
- شيخ الإسلام ابن تيمية رحمه الله
যে ব্যক্তি কোরআন থেকে হেদায়েত গ্রহণের উদ্দেশ্যে গভীর চিন্তা ভাবনার সাথে কোরআন তেলাওয়াত করে তার সামনে অবশ্যই 'হকের রাস্তা' স্পষ্ট হয়ে যায়।-শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ.
_______________________________
53 : কেউ মানুক, না মানুক হক কথাটি বলে ফেলুন
لا بد من إظهار الحق ولو لم يتبعه الناس حتى يبقى حاضرا في الأذهان، لان أخطر الحجج أن يأتي جيل يقول : ﴿ مَا سَمِعْنَا بِهَذَا فِي آَبَائِنَا الْأَوَّلِين .
যা হক ও সত্য তা অবশ্যই প্রকাশ করতে হবে, যদিও মানুষ তা গ্রহণ না করে। যেন অন্তত হক কথাটা তাদের মাথায় থাকে। কারণ, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল, এমন একটি প্রজন্মের আগমন ঘটা, যারা বলবে, (কোরআনের ভাষায়)
مَا سَمِعْنَا بِهَذَا فِي آَبَائِنَا الْأَوَّلِين
এ কথা তো আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে শুনিনি।
-শাইখ আব্দুল আজিজ তারিফী (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)
_______________________________
54 : অবিচলতার ফলাফল দুনিয়াতেই প্রকাশ পাওয়া আবশ্যক নয়
হক ও সত্যের উপর অবিচলতার ফলাফল (দুনিয়াতেই) প্রকাশ পাওয়া আবশ্যক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন কোন কোন নবীকে এ অবস্থায় উঠানো হবে যে, তাঁর অনুসারী হবে মাত্র একজন। কারো কারো অনুসারী হবে মাত্র দুজন। আর কোন কোন নবী আসবেন তাঁর সাথে কোনও অনুসারীই থাকবে না। সবাইতো হকের ওপর ছিলেন। (এবং সবাই সফলতা লাভ করেছেন) কিন্তু (দুনিয়ার বাহ্যিক) ফলাফল হয়েছে (একের জনের ক্ষেত্রে) একেক রকম।
-শাইখ আব্দুল আজিজ তারিফী (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)
Comment