আমার শাহাদাহ-'র আকাঙ্খা, অথচ গুনাহ ছাড়ার ব্যাপারে আমার কোন ফিকির নেই। শয়তান এভাবে ধোঁকা দেয় যে,শহীদ হলে তো সব গুনাহ মাফ... যা ইচ্ছা করে নেয়া যায় (!)
আমার কি খবর আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে কি বলেছেন? "নির্বোধ হলো ঐ ব্যক্তি, যে নিজেকে প্রবৃত্তির অনুসারী বানায় আর আল্লাহর কাছে বড় বড় আশা রাখে"
আল্লাহর কাছে আশা রাখতে নিষেধ নেই,বরং তা ফরজ।কিন্তু তাই বলে..........!
আমি ভুলে যাই ঐ লোকের ঘটনা, যে প্রাণপণ লড়াই করেও শেষ মুহূর্তে আত্মহত্যা করে মারা যায় এবং শাহাদাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়। ভুলে যাই ঐ ব্যক্তির ঘটনা, প্রবৃত্তিকে দমাতে না পারার কারণে যুদ্ধের ময়দানে চাদর চুরি করে এ সৌভাগ্য হারায়। ভুলে যাই ওই লোকের ঘটনা, অনুচিত মুখ চর্চার কারণে যার শাহাদাতের ব্যাপারে নবীজির (সা.)হয়েছে তা প্রকাশ করেন।
যে ঈমান আমাকে ছোট ছোট গুনাহ থেকে বাঁচাতে পারছে না, কষ্টের সময় ওই ঈমান যদি আমাকে আত্মহত্যা থেকে বাঁচাতে না পারে!?জিহাদের ময়দানে যদি কোন গুনায় জড়ানো থেকে বাঁচাতে না পারে!?
তাই আল্লাহকে ধোঁকা দেয়া(!) বন্ধ করতে হবে, এখন থেকেই এবং এই মুহূর্ত থেকে প্রবৃত্তি দমনের প্রাণপণ চেষ্টা করতে হবে। তখন গিয়ে আল্লাহর প্রতি আশা রাখাটা আমার যথার্থ হবে।
এত বড় একটা দৌলত আল্লাহর কাছে আমি আশা করছি, অথচ তার সঙ্গে খেলা করছি! মনে রাখা উচিত তাঁকে ঠকাতে চাইলে নিজেকেই ঠকানো হয়।
আল্লাহ তাআলা আমাকে সবার আগে ফিরে আসার তৌফিক দিন!
Comment