নির্ভেজাল কামনা :
একটি আত্নপর্যালোচনামূলক কবিতা
জীবনের কোন ক্ষণে কত মাত্রার করেছি পাপ?
জানা-অজানা লোকের ভীরে পেয়েছিলাম কত অভিশাপ?
এ মস্তিষ্কে রয়েছে কত ছাপ? পড়েছে প্রভাব?
অনেক কিছুই জানা আর অনেক কিছুই ভোলা---
জানা-ভোলায় যতটুকু তা অনেক---
যায় না ভাবা!
ভেবে ভেবে কখনো রাত নিঃশেষ
হৃদয়ে জং নিয়ে কবরে যাব কি শেষমেশ?
সহজ সমীকরণ জটিল হয়ে বারোটা বেজেছে অংকের
সুতা ছিড়ে গেলে ঘুড়ি হয় বাতাসের।
আমার চলার পথে চলছি আমি গতিজড়তায়
তাই রত আছি থামার অদম্য চেষ্টায়!
থেমে শুরু করব নতুন পথচলা
এটাই আমার অনিশ্চিত স্বপ্ন---
নির্ভেজাল কামনা।
একটি আত্নপর্যালোচনামূলক কবিতা
জীবনের কোন ক্ষণে কত মাত্রার করেছি পাপ?
জানা-অজানা লোকের ভীরে পেয়েছিলাম কত অভিশাপ?
এ মস্তিষ্কে রয়েছে কত ছাপ? পড়েছে প্রভাব?
অনেক কিছুই জানা আর অনেক কিছুই ভোলা---
জানা-ভোলায় যতটুকু তা অনেক---
যায় না ভাবা!
ভেবে ভেবে কখনো রাত নিঃশেষ
হৃদয়ে জং নিয়ে কবরে যাব কি শেষমেশ?
সহজ সমীকরণ জটিল হয়ে বারোটা বেজেছে অংকের
সুতা ছিড়ে গেলে ঘুড়ি হয় বাতাসের।
আমার চলার পথে চলছি আমি গতিজড়তায়
তাই রত আছি থামার অদম্য চেষ্টায়!
থেমে শুরু করব নতুন পথচলা
এটাই আমার অনিশ্চিত স্বপ্ন---
নির্ভেজাল কামনা।
Comment