উম্মাহর সামগ্রিক বিপর্যয়ে আমার গুনাহের দায় নেই তো?!
আমরা সকলেই ঘটনা জানি, বনি ইসরাইলের একটি মুজাহিদ দলের মাঝে হযরত মূসা আলাইহিস সালামের উপস্থিতিতে একজন সৈন্যের যিনার কারণে বিরাট বিপর্যয় নেমে এসেছিল। আমরা প্রায় সকলেই এই ঘটনা জানি। পথভ্রষ্ট হয়ে যাওয়া ইহুদি আলেম বালাম বা'উরার ঘটনার সঙ্গে এই ঘটনা বর্ণনা করা হয়।
তো আজকে আমাদেরকে আল্লাহ তাআলা বৈশ্বিক জিহাদি জামায়াতের সঙ্গে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন একান্তই নিজ অনুগ্রহ এবং দয়ার কারণে। আমাদের নিজেদের কোন সামর্থ্য বা যোগ্যতা ছিল না। তো আমরা যদি 'উম্মাহর সামগ্রিক কল্যাণ সাধনের জন্য কাজ করছি'—এমন আত্মপ্রতারণায় থেকে থেকে ব্যক্তিগত জীবনে গুনাহের উপর চলতে থাকি; أَبُو مِحْجَن مالك بن حبيب الثَّقَفي -রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর মদ্যপানের ঘটনা থেকে ভুল শিক্ষা নিয়ে যদি এই মনে করতে থাকি যে, আমি যদিও ব্যক্তিগত জীবনে গুনাহগার কিন্তু উম্মাহর কল্যাণে তো আমি কাজ করে যাচ্ছি—তবে তা নিতান্তই আত্মপ্রতারণা ছাড়া কি কিছু হবে? বনি ইসরাইলের ঘটনা তো আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন গুনাহ উম্মাহর সামগ্রিক কল্যাণের পথকে পরোক্ষভাবে রুদ্ধ করছে—না'উজুবিল্লাহি মিন যালিক!!
আমরা যদি গুনাহের ইচ্ছা জাগলে এ বিষয়টা মনে করি, আল্লাহ চাহেন তো গুনাহ্ থেকে আমরা বিরত থাকতে পারবো। সর্বোপরি তৌফিক তো আল্লাহর হাতেই।
আল্লাহর কসম! এই শিক্ষা গ্রহণের সর্বপ্রথম হকদার এই আমি। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সর্বপ্রকার গুনাহ্ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন!
পাঠক মহলের কাছে আমি দোয়া প্রার্থী।
আল্লাহ তাআলা আমাদেরকে মাকবুল আমল করার তৌফিক দান করুন এবং প্রতিদানগুলো নষ্ট না করে তাঁর সামনে নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুন!!
আল্লাহ তাআলা আমাদেরকে রেবাত অবস্থায় শাহাদাত দান করুন!
Comment