ধারাবাহিক"ভাষার ভয়াবহতা"সিরিজ
ভলিউম ০৩ "অসার কথা কিংবা কাজ"
বি-ইসমিহী তা'য়ালা
বা'দাল হামদি ওয়াস্সলাহ
ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করবো "অসার কথা কিংবা কাজ" নিয়ে।
ভলিউম ০৩ "অসার কথা কিংবা কাজ"
বি-ইসমিহী তা'য়ালা
বা'দাল হামদি ওয়াস্সলাহ
ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করবো "অসার কথা কিংবা কাজ" নিয়ে।
আর অসার কথা দ্বারা উদ্দেশ্য হলো, যে সমস্ত বিষয় কাজে আসেনা সেগুলিতে লিপ্ত থাকা।আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মু'মিনদের প্রশংসার ক্ষেত্রে সূরাতুল-মু’মিনূন ২৩:৩ আয়াতে বলেছেনঃ
وَالَّذِیۡنَ هُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ۙ
এবং (মু'মিনদের বৈশিষ্ট্য হলো) যারা অসার কথা কিংবা কাজ থেকে বিরত থাকে।
আহমাদ বিন হাম্বাল রহঃ একবার একটি চাড়া গাছ উপড়ে ফেললেন। এমতাবস্থায় তার একজন সৎ ও ধার্মিক জ্ঞানী ভাই তাকে বলেছেন আপনি এই গাছটি উঠানোর ক্ষেত্রে পাঁচটি ভূলে নিপতিত হয়েছেন:-
(১)আপনি এমন একটা জিনিস কে উপড়াচ্ছেন যা মহান আল্লাহ তায়ালার প্রশংসা করে।
(২)আপনি এমন একটা জিনিস কে উপড়াচ্ছেন যা আল্লাহ ও তার রাসূল কে আদেশ করেনি।
(৩)আপনি মানুষের কাছে একটা মডেল স্বরূপ, তারা আপনার কাজকে অনুসরণ করবে।
(৪)আল্লাহ তা'য়ালার বাণীর ক্ষেত্রে ভূল করেছেন আর তা হলো। "মু'মিনতো তারাই যারা অসার কথা কিংবা কাজ থেকে বিরত থাকে"।
(৫)আপনি আপনাকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন রেখেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার আায়াতের মাধ্যমে বিশ্ব বাসীর প্রশংসা করেছেন। আল-ফুরকান ২৫:৭২
وَالَّذِیۡنَ لَا یَشۡهَدُوۡنَ الزُّوۡرَ ۙ وَاِذَا مَرُّوۡا بِاللَّغۡوِ مَرُّوۡا كِرَامًا
এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।
প্রিয় পাঠকবৃন্দ!
আগন্তুক গল্পটির দিকে লক্ষ্য করুন!
লোকেরা সুহাইল ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করল যে ,আপনি কেনো শুকনো রুটি ও পানি পানের মধ্যেই ক্ষান্ত হন...?
ফলে তিনি উত্তরে বলেন যে, পান করা ও চর্বনের মাঝে কুরআনের ৫০টি আয়াত পেয়েছি এগুলো কি আমি নষ্ট করে ফেলব ? আমার নিকট স্বভাবিক অভ্যাসে রুটি খাওয়ার সময় নেই । আর মুমিনের নিকট অবসর সময় নেই ।
তোমরা রাসূলে আরাবী সাঃ এর হাদীসের প্রতি লক্ষ্য করো...
রাসুল সাঃ বলেন কোন বান্দার পা সামান্যও নড়বেনা, যতক্ষণ না তাকে চারটি জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে।
(১)তার জীবন কোথায় নষ্ট করেছে..?
(২)তার যৌবন কোথায় ব্যায় করেছে..?
(২)তার মাল কোথায় থেকে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে...?
(৪)তার এলেম কোথায় কাজে লাগিয়েছে ।
মুহতারাম পাঠকবৃন্দ!
আসুন আমরা "অসার কথা কিংবা কাজ" থেকে বিরত থাকি। কেননা অসার কথা কিংবা কাজ কোন মু'মিনের সিফাত কিংবা গুণ নয়, তাই আমরা তা বর্জন করি। যদি কোন সময় কে অবসর মনে করি তাহলে তা আল্লাহর ইবাদাতে কাটিয়ে দেই..। যদি আমরা আল্লাহ তায়ালা কে সন্তুষ্ট করতে পারি, তাহলে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই সফল কাম। সুযোগ পেলেই বেশী বেশী এস্তেগফার পড়ি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে অসার কথা কিংবা কাজ থেকে বিরত রাখুক। আমীন.... ইয়া রাব্বাল আলামীন। ও আখিরু দা'ওয়ানা আনীল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।
আর আমরা আমাদের নেক দোয়ায় মজলুম মুসলিম উম্মাহ ও মুজাহিদীনদের কে ভুলবোনা।
ভাষার ভয়াবহতা সিরিজের তৃতীয় ভলিউম এখানেই শেষ করছি.. পুরা পোস্টে আমাদের পাশে থাকার জন্যে অসংখ্য অসংখ্য জাযাকাল্লাহ.. আমাদের পরবর্তী ভলিউম অচিরেই আসছে.... ইনশাআল্লাহ।
Comment