139 : তিনটি উপদেশ
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: دَعْ مَا لَسْتَ مِنْهُ فِي شَيْءٍ، وَلَا تَنْطِقْ فِيمَا لَا يَعْنِيكَ، وَاخْزِنْ لِسَانَكَ كَمَا تَخْزِنُ وَرِقَكَ
তোমার সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়ের পিছনে পড়ো না। অনর্থক কোনো কথা মুখে এনো না এবং নিজের জিহবাকে ওভাবে হেফাজত করো যেভাবে টাকা পয়সার হেফাজত করে থাকো।-আব্দুল্লাহ বিন আমর রাযি.; আদাবুল লিসান, ইবনে আবিদ দুনইয়া; হাদিস : 24
_______________________________
140 : সে মুনাফিক
كان الحسن رحمه الله يقول : من لم يخف النفاق فهو منافق.
(নিজের ব্যাপারে) যার নেফাকের ভয় নেই সে মুনাফিক। -হাসান বসরি রহ.; জামেউল উলূমি ওয়াল হিকাম, হাদিস : ৪৮
_______________________________
141 : বিপদ-আপদের ঔষধ দ্বারা আল্লাহ তাঁর বান্দাদের চিকিৎসা করে থাকেন
لَولَا أَنَّهُ سُبحَانَهُ يُدَاوِي عِبَادَهُ بِأدوِيَةِ المِحَنِ والابتِلاءِ لَطَغَوا وبَغَوا وعَتَوا، واللهُ سُبحَانَهُ إذَا أرَادَ بِعَبدٍ خَيرًا سَقَاهُ دَوَاءً مِنَ الابتِلاءِ والامتِحَانِ عَلى قَدرِ حَالِهِ ؛ يَستَفرِغُ بِهِ مِنَ الأدوَاءِ المُهلِكَةِ ، حَتَّى إذَا هَذَّبَهُ ونَقَّاهُ وصَفَّاهُ ؛ أهَّلَهُ لِأشرَفِ مَرَاتِبِ الدُّنيَا وهِيَ عُبُودِيَّتُهُ ، وأرفَعِ ثَوَابِ الآخِرَةِ وهُوَ رُؤيَتُهُ وقُربُهُ . الإمام ابنُ القَيِّم رَحِمَهُ اللَّهُ تعالى - زَادُ المِعَادِ || ٤ / ١٩٥
আল্লাহ যদি তার বান্দাদেরকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও বিপদ-আপদের ঔষধ দ্বারা চিকিৎসা না করতেন তাহলে নিশ্চিত তারা চরম অবাধ্য ও সীমালঙ্ঘনকারী হয়ে যেতো। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা যখন কোন বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করেন তখনই তাকে তার অবস্থানুপাতে বিভিন্ন পরীক্ষা ও বিপদ আপদের ঔষধ সেবন করান। এর মাধ্যমে তিনি তাকে ধ্বংসাত্মক নানান ব্যাধি থেকে পরিত্রাণ দান করেন। পরিশেষে যখন তাকে পরিশুদ্ধ ও পরিমার্জিত করে ফেলেন তখনই তাকে দুনিয়ার সর্বোচ্চ মর্যাদা তথা আল্লাহর 'প্রকৃত বান্দা' হওয়ার যোগ্য বানান এবং আখেরাতের সর্বোচ্চ প্রতিদান তথা আল্লাহর বিশেষ নৈকট্য ও তার দীদার লাভের উপযুক্ত বানান।-ইমাম ইবনুল কাইয়িম রহ.; যাদুল মা'আদ : 4/195