151 : যিকিরের চেয়ে বড় কোনো আমল নেই
মুআয বিন জাবাল রাযি. বলতেন,
ما شيءٌ أنجى من عذابِ اللهِ من ذكرِ اللهِ.
আল্লাহর আযাব থেকে মুক্তি লাভের জন্য যিকিরের চেয়ে বড় কোনো আমল নেই।-মুখতাসারুত তারগীব, ইবনে হাজার, হাদিস : ৫৬৮
অন্য বর্ণনায় এসেছে, তিনি বলতেন,
ما عمِلَ آدمِيٌّ عَمَلًا أنجى لَهُ مِن عذابِ اللَّهِ مِن ذِكرِ اللَّهِ
আল্লাহর আযাব থেকে মুক্তি লাভের জন্য যিকিরের চেয়ে বড় কোনো আমল কোনো মানুষ করতে পারে না।-আল জামেউস সাগীর, হাদিস : ৭৯২৮
152 : মূল্যবান দুটি গুণ
قال عمرو بن قيس الملائي : مر رجل بلقمان والناس عنده فقال له : ألست عبد بني فلان؟ قال : بلى، قال : الذي كنت ترعى عند جبل كذا وكذا ؟ قال : بلى ، فقال : فما بلغ بك ما أرى؟ قال : صدق الحديث وطول السكوت عما لا يعنيني
আমর বিন কাইস রহ. বলেন, একবার একলোক লুকমান হাকিমের (মজলিসের) পাশ দিয়ে যাচ্ছিল। অনেক লোকজন তখন তাঁর কাছে বসা। লোকটি তাঁকে লক্ষ্য করে বলল,
-আপনি কি অমুক গোত্রের গোলাম ছিলেন না?
-হ্যাঁ।
-অমুক অমুক পাহাড়ে বকরি চড়াতেন না?
-হ্যাঁ।
-তাহলে কীভাবে এ মর্যাদায় পৌঁছলেন যা দেখতে পাচ্ছি?
-সদা সত্য বলা এবং অনর্থক কথাবার্তা পরিহার করে দীর্ঘ সময় চুপচাপ থাকার কারণে।-জামেউল উলূমি ওয়াল হিকাম, হাদিস : ১২
153 : আল্লাহ তোমার কথা শুনছেন
قال بعض العارفين : إذا تكلمتَ فاذكر سمع الله لك، وإذا سكتَّ فاذكر نظره إليك
কথা বলার সময় স্মরণ রেখো, আল্লাহ তোমার কথা শুনছেন। চুপ থাকার সময় স্মরণ রেখো, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন। জনৈক বুযুর্গ-জামেউল উলূমি ওয়াল হিকাম, হাদিস : ১২