আচ্ছা বলুন তো ---শুধুমাত্র শয়তান-ই যদি আমাদেরকে গুমরাহ করে, তো শয়তানকে গুমরাহ করলো কে? শয়তান-ই যদি আমাদেরকে পথভ্রষ্ট করে ,তবে কে শয়তানকে পথভ্রষ্ট করল? তার পূর্বে কোন শয়তান ছিল না। তাহলে শয়তানকে দিকভ্রান্ত করলো কে? উত্তর হলোঃ তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে, উদ্যত করেছে, দিশেহারা করেছে পথভ্রষ্ট করেছে। এ দ্বারা বুঝা যায় শয়তানের চেয়ে নফস আমাদের সবচেয়ে বড় শত্রু। এ-সত্তেও আমরা আজ নফসের বিরুদ্ধে এত উদাসীন!!!!
							
						
					Announcement
				
					Collapse
				
			
		
	
		
			
				No announcement yet.
				
			
				
	
কে বড় শত্রু? --- শয়তান নাকি নফস!
				
					Collapse
				
			
		
	X
- 
	
	
	
		
	
	
		
		
		
		
		
		
		
	
	
আমার দৃঢ় বিশ্বাস, নুসুস পর্যালোচনা করলে শয়তানকে সবথেকে বড় শত্রু হিসেবে পাওয়া যাবে এমনকি নফস থেকেও! কুরআনে বর্ণিত দু‘টি ঘটনা এখানে স্মরণযোগ্য-
০১. আইয়্যুব (আলাইহিস সালাম) শয়তানকে সব অনিষ্টের হোতা সাব্যস্ত করেছিলেন এবং দুআ করছিলেন, নিশ্চয় সে তো আমাকে দুঃখ-যন্ত্রণায় ফেলে দিয়েছে!
০২. আদম (আলাইহিস সালাম) দুআ করেছিলেন, হে আমার রব, আমি তো আমার নাফসের উপর জুলুম করেছি...
[অতএব, উপরের দু‘টি ঘটনা থেকে ‘কে সবথেকে বড় জালিম হতে পারে - নাফস নাকি শয়তান?’ প্রশ্নের উত্তর পাওয়া যায়। ১নং এ শয়তান জালিমরূপে এবং ২নং এ নাফসের মাজলূম রূপ দেখতে পারি। আর, দোষারোপ করার সবচেয়ে উপযুক্ত তো জালিমই! তাই, শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু।]
- Likes 1
 
 - 
	
	
	
		
	
	
		
		
		
		
		
		
		
	
	
মুহতারাম @Sa'd Ibn Abi Waqqas আগেই বলে নিই, আমি তর্ক বা বিতর্কে জড়াতে চাই না।আপনার কথাটি হলোঃ ১নং এ শয়তান জালিমরূপে এবং ২নং এ নাফসের মাজলূম রূপ দেখতে পারি। আচ্ছা মানলাম শয়তানই সবচেয়ে বড় শত্রু।
কিন্তু আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আর তা হলোঃ
১/ শয়তান তো প্রথমে অনেক বড় ইবাদতকারী ছিল,কিন্তু পরে সে কেন আল্লাহ'র আদেশ অমান্য করেছিল?
২/ শয়তানের পূর্বে কি অন্য কোনো শয়তান ছিল?
৩/ সে কেন আদম (আঃ) কে সিজদাহ করেনি?
৪/শয়তানকে কে অহংকারী বানিয়ে ছিল?
উত্তরের জন্য অপেক্ষা করব......।
- Likes 1
 
Comment
 
Comment