অলসতা বিদায় তোমায়
অলসতা বিদায় তোমায় । এখন দৃঢ় সংকল্প আর কর্মব্যস্ততার সময় এসেছে ।আমার দিগন্তে আশার আলো উঁকি দিচ্ছে । তাই আমি আশার আলো দেখি ।মহান রবের কাছে প্রার্থনা করি, রাতের শেষ প্রহরে উঠে মিনতি করি ।আবার ফিরিয়ে আনবো, সেই সোনালী ইতিহাস । কুদসের ভূমিতে মোরা সমবেত হব ।ভাঙবো কুফরের জাল ।
শোনো হে আগুন্তুক অলসতা !
তুমি আমার জিবনে এসেছ, কিন্তু যেতে চাচ্ছ না । তাই অচিরেই তোমাকে হত্যা করবো । কারণ, আমি বাঁচতে চাই । একটি সুন্দর জীবন গঠন করতে চাই । তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগেই, আমি তোমাকে ছেড়ে যাবো । তুমি আমার হৃদয়ে আঘাত করার আগেই আমি তোমাকে শেষ করে দিবে । কিছুটা পরে হলেও অবশ্যই অবশ্যই আমি তোমার ইতি ঘটাবো । তোমার সাথে আপসের সময় শেষ । আমার কাছে অবস্থান করার কোনো সুযোগ নেই তোমার । গাফিল, উদাসীন আর ঘুমন্তদের হৃদয়ই তোমার উপযুক্ত স্থান । তোমার নিস্ফলতা তোমার কাছেই রাখো । আমি তোমাকে সমূলে উৎপাটন করে বহু দূরে ছুড়ে ফেলে দিবো । এমন জায়গায় নিয়ে তোমাকে পুতে রাখবো, যেখান থেকে আর ফিরে আস্তে পারবেনা । তোমার পরিবর্তে আমি আমার হৃদয়ে কর্মচাঞ্চল্যতা, উদ্যম ও উর্বরতা চাষ করবো । তাহলে, আমি নিজেকে এবং অন্যদেরকে কল্যাণের পথে পরিচালিত করতে পারবো, মানুষকে সঠিক পথের দিশা দিতে সক্ষম হব, উদাসিনদের হাত ধরে সঠিক পথে আল্লাহর দিকে নিয়ে যেতে পারবো, মুত্তাকিদের কাতারে সামিল হওয়ার সুযোগ পাবো এবং জান্নাতিদের মাঝে সামনের সারিতে স্থান পাবো । ইনশাল্লাহ । বিইজনিল্লাহ ।
Comment