শাহাদাতাইনের পরে সর্বশ্রেষ্ট আমল হল নামাজ
سُلَيْمَانُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْوَلِيدِ ح و حَدَّثَنِي عَبَّادُ بْنُ يَعْقُوبَ الأَسَدِيُّ أَخْبَرَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ الصَّلاَةُ لِوَقْتِهَا وَبِرُّ الْوَالِدَيْنِ ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ
ইব্*নু মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিতঃ:
এক লোক (সাহাবী) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞেস করলেন, কোন্ ‘আমালটি সবচেয়ে উত্তম? তিনি বললেনঃ যথা সময়ে সালাত আদায় করা, মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার, অতঃপর আল্লাহ্*র রাস্তায় জিহাদ করা।(আধুনিক প্রকাশনী- ৭০১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৭০২৬)
সহিহ বুখারী, হাদিস নং ৭৫৩৪
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
এই হাদিসে নামাজ কে শ্রেষ্ট বলা হয়েছে কিন্তুু ভাই আমি কি লক্ষ করেছি আমার নামাজের কী অবস্থা!আমি কি নামাজের মধ্যে মজা পাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামগন রাতে লম্বা লম্বা কেরাতে নামাজ আদায় করতেন এটা কি মজা ছাড়া হয়েছে? না মজা ছাড়া হয় নি ।এই, আমি কি এমন নামাজ আদায় করার চেষ্টা করেছি? আমি কি চিন্তা করি এমন নামাজ আদায়ের! জিবনে কি পূর্ণ খুশু খুজুর সাথে দুই রাকাত নামাজ আদায় করতে পেরেছি? না পারলে কি ভেবেছি কিভাবে এমন নামাজ আদায় করা যায়!সাহাবাগনের অবস্থা তো এমন ছিল যে তাদের শুলিতে চড়ানো হবে এমতাবস্থায় তিনারা দুই রাকাত নামাজ আদায় করার আবেদন করেছেন! আর আমাদের অবস্থা তো এমন যে আমরা নামাজে দাড়ালে চুলকানি শুরু হয় অথচ এক রোকনে তিন বার চুলকালে নামাজ ফাসিদ হয়ে যায়, ভাই আমরা সকলে নামাজের প্রতি যত্নবান হই, নামাজের মাধ্যমে
আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক গড়েতুলি আল্লাহ তাযালা আমাদের সকলকে তাওফিক দান করুক, আমিন।
سُلَيْمَانُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْوَلِيدِ ح و حَدَّثَنِي عَبَّادُ بْنُ يَعْقُوبَ الأَسَدِيُّ أَخْبَرَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ الصَّلاَةُ لِوَقْتِهَا وَبِرُّ الْوَالِدَيْنِ ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ
ইব্*নু মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিতঃ:
এক লোক (সাহাবী) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞেস করলেন, কোন্ ‘আমালটি সবচেয়ে উত্তম? তিনি বললেনঃ যথা সময়ে সালাত আদায় করা, মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার, অতঃপর আল্লাহ্*র রাস্তায় জিহাদ করা।(আধুনিক প্রকাশনী- ৭০১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৭০২৬)
সহিহ বুখারী, হাদিস নং ৭৫৩৪
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
এই হাদিসে নামাজ কে শ্রেষ্ট বলা হয়েছে কিন্তুু ভাই আমি কি লক্ষ করেছি আমার নামাজের কী অবস্থা!আমি কি নামাজের মধ্যে মজা পাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামগন রাতে লম্বা লম্বা কেরাতে নামাজ আদায় করতেন এটা কি মজা ছাড়া হয়েছে? না মজা ছাড়া হয় নি ।এই, আমি কি এমন নামাজ আদায় করার চেষ্টা করেছি? আমি কি চিন্তা করি এমন নামাজ আদায়ের! জিবনে কি পূর্ণ খুশু খুজুর সাথে দুই রাকাত নামাজ আদায় করতে পেরেছি? না পারলে কি ভেবেছি কিভাবে এমন নামাজ আদায় করা যায়!সাহাবাগনের অবস্থা তো এমন ছিল যে তাদের শুলিতে চড়ানো হবে এমতাবস্থায় তিনারা দুই রাকাত নামাজ আদায় করার আবেদন করেছেন! আর আমাদের অবস্থা তো এমন যে আমরা নামাজে দাড়ালে চুলকানি শুরু হয় অথচ এক রোকনে তিন বার চুলকালে নামাজ ফাসিদ হয়ে যায়, ভাই আমরা সকলে নামাজের প্রতি যত্নবান হই, নামাজের মাধ্যমে
আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক গড়েতুলি আল্লাহ তাযালা আমাদের সকলকে তাওফিক দান করুক, আমিন।
Comment