Announcement

Collapse
No announcement yet.

📌 কারাগার থেকে হঠাৎ পালানোর উপায়

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 📌 কারাগার থেকে হঠাৎ পালানোর উপায়

    কারাগারের প্রকোষ্ঠ থেকে
    হঠাৎ পালিয়ে যাওয়ার
    তিনটি উপায় আছে,

    আপনি যখন খুশি তখনই এর যেকোনোটি প্রয়োগ করতে পারেন!

    ১) প্রথম উপায়টি হলো
    কুরআন পড়া।

    এর মাধ্যমে আল্লাহ আপনাকে কারা প্রকোষ্ঠ থেকে বের করে নিয়ে এক অদ্ভুত ভ্রমণে নিয়ে যেতে পারেন।

    কখনো তিনি আপনাকে নিয়ে যাবেন লক্ষ কোটি বছর আগের নিঃশব্দ সময়ে যখন এ বিশ্বচরাচর জন্ম নেয়নি।

    কখনো নিয়ে যান হাজার বছর আগে সেসব নবীদের যুগে,

    যারা আপনার আগে
    পৃথিবীতে এসেছিলেন।

    কখনো তিনি আপনাকে
    ঘুরিয়ে দেখান নবী মুহাম্মদ এর যুগ মনে হবে আপনি যেন সাহাবাদের মাঝেই বাস করছেন!

    কখনো তিনি আপনাকে নিয়ে যান আরেকটি কারাগার পরিদর্শনে।

    জাহান্নামের চিরস্থায়ী কারাগার। কখনো বা নিয়ে যান ভবিষ্যতে, হাজার বছর পরের কোনো এক সময়

    আপনি হয়তো থাকবেন
    বিচার দিবসে,

    আল্লাহর আদালতের কাঠগড়ায়, যেখানে কোনো ব্যারিস্টার নেই, উপদেষ্টা নেই।

    নেই কোনো মিডিয়া বা মানবাধিকার
    সেখানে কারারক্ষীরা হবে কঠোর, কর্কশ ফেরেশতাগণ।
    আর প্রায়শই আল্লাহ আপনাকে তাঁর একান্ত সান্নিধ্যে নিয়ে যাবেন এবং বর্ণনা করবেন তাঁর সুমহান মাহাত্ম্য।

    .দ্বিতীয় উপায়টি হচ্ছে

    আপনার নিজের অতীতে ফিরে যাওয়া, যতটা আপনার স্মৃতিতে কুলোয়।

    ফিরে যান পাঁচ বছর আগে,
    দশ বছর আগে কিংবা তার আগে পরে যেকোনো সময়ে।

    ফিরে যান আপনার বিয়ের দিনে, গ্র্যাজুয়েশনের দিনে!

    অথবা ,,
    সেই দিনে যেদিন আল্লাহ আপনাকে ইসলামের আলো দেখিয়েছেন।

    অথবা,,
    ঘুরে আসুন আপনার প্রথম সন্তান জন্মের দিনে,

    আপনার আনন্দের ও দুঃখের মুহূর্তগুলোতে।

    কিন্তু অতীত নিয়ে আফসোস করবেন না, স্মৃতিচারণ করে কখনো বলবেন না, “ইশ! যদি এমনটা হতো”,

    আল্লাহ যা কিছু আপনার ভাগ্যে লিখে রেখেছেন তা নিয়ে প্রশ্ন করবেন না।

    .তৃতীয় উপায় হচ্ছে

    আপনার ভবিষ্যতে চলে যাওয়া, কল্পনার অসীম জগতে বিচরণ করেই দেখুন না! ভাবুন আচ্ছা,

    কী হবে যদি আপনি আর কখনো জেল থেকে মুক্ত হতে না পারেন?

    যদি আগামীকালই মুক্তি পান
    তাহলে কী হবে?

    যদি আরো তিন বছর জেলে থাকতে হয় তাহলে কীভাবে কী করবেন?

    ভবিষ্যতের ভাবনা আপনাকে ক্ষণিকের জন্যে হলেও
    মুক্তির স্বাদ দেবে।


    📓 প্রাচীর
    বন্দী ভাই ও তাদের পরিবারের জন্য আপনার সাহায্যের হাতকে প্রসারিত করুন

  • #2
    আল্লাহ সব কারাবন্দী ভাই বোনদের মুক্তি কে তরান্বিত করুন।

    Comment


    • #3
      আস ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু

      আল্লাহ আপনার দোয়াকে কবুল করুক ইন শা আল্লাহ ( আমীন )
      বন্দী ভাই ও তাদের পরিবারের জন্য আপনার সাহায্যের হাতকে প্রসারিত করুন

      Comment

      Working...
      X