কল্যাণ ও সাফল্যের মূলভিত্তি সত্যবাদিতা
শাইখ তামিম আল-আদনানী হাফিজাহুল্লাহ
শাইখ তামিম আল-আদনানী হাফিজাহুল্লাহ
সত্যবাদিতা হল সকল কল্যাণ ও সাফল্যের মূলভিত্তি। আর মিথ্যা হল সকল পাপ ও অপকর্মের মূলভিত্তি, উৎস। সত্যবাদিতা একজন মুমিনের জীবনকে কল্যাণ ও সাফল্যের পথে পরিচালিত করে, সত্যবাদিতা শ্রেষ্ঠতম গুণগুলোর অন্যতম, এটি তো মহান একটি গুণ পবিত্র কুরআনে আল্লাহ তায়া'লা স্বয়ং নিজের এই গুনের কথা উল্লেখ করেছেন আল্লাহ তায়া'লা বলেন:
وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّـهِ قِيلًا
'কথায় আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? (সূরা নিসা, ৪:১২২)
সত্যবাদিতা সকল নবীদের অনিবার্য গুণ প্রিয় নবী ﷺনবুওয়াতের পূর্বেও সত্যবাদি ছিলেন তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি মক্কাবাসীরা তাকে আল-আমিন বা বিশ্বাসি বলে ডাকত। একজন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারেনা, সত্যবাদিতা মুমিনের অনিবার্য বৈশিষ্ট্য। সত্য বললে যতই ক্ষতি হোক সে কখনো মিথ্যা বলেনা কারণ সে বিশ্বাস করে বাহ্যিকভাবে সত্য বলার কারনে ক্ষতি হচ্ছে মনে হলেও আসলে লাভই হচ্ছে। কারন সত্যের মাঝে শুধু কল্যাণই কল্যাণ এতে অকল্যাণের লেস মাত্রই নেই। সত্যবাদিতা একজন মুমিনের দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গিন কল্যাণের প্রতিশ্রুতি দেয়।
সহিহ বুখারি ও সহিহ মুসলিমে এসেছে রাসূলﷺইরশাদ করেন : إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا، وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ، حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا
'সত্য পুণ্যের পথ প্রর্দশন করে এবং জান্নাতের পথ দেখায়। কোনো ব্যক্তি সত্য বলতে থাকে; এমনকি তার নাম আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে লেখা হয়। আর মিথ্যা পাপাচারের পথ প্রর্দশন করে এবং পাপাচার দোজখের পথ দেখায়। কোনো ব্যক্তি মিথ্যা বলতে থাকে; একপর্যায়ে আল্লাহর কাছে তার নাম মিথ্যুক হিসাবে লেখা হয়।' (সহিহ বুখারি: ৬০৯৪ ; সহিহ মুসলিম: ২৬০৭)
প্রিয় ভাই! আপনি যদি চান আপনার জীবন কল্যাণে ভরে উঠুক আপনার কথা-কাজ ও চিন্তা পরিচ্ছন্ন হয়ে উঠুক তাহলে আপনাকে সত্যবাদী হতে হবে, সত্যবাদিতা আপনাকে সম্মানিত করবে আপনাকে মানুষের কাছে প্রিয় ও আস্থাভাজন করে তুলবে আপনার জন্য সকল নেক কাজ সহজ করে দিবে, আপনার সাহস ও মনোবল বৃদ্ধি করবে সর্বোপরি আপনার ইমানি ব্যক্তিত্ব্যকে সমৃদ্ধ করে তুলবে সাফল্য ও কল্যাণে ভরে দিবে আপনার জীবনের প্রতিটি মূর্হুতকে।
প্রিয় ভাই! মিথ্যা হল মুনাফিক ও কাপুরুষের আলামত এক সাহসি মুসলিম কখনো মিথ্যাবাদী হয় না, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তায়া'লা বলেন :
فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّـهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
'তাদের অন্তরে ব্যাধিগ্রস্ত। আল্লাহ তাআলা তাদের সেই ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেননা, তারা মিথ্যা বলত।'(সুরা বাকারা, ২:১০)
প্রিয় নবিﷺমিথ্যাকে মুনাফিকদের আলামত বলে অহিত করেছেন সহিহ বুখারিতে এসেছে রাসূল'ইরশাদ করেন :آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ
'মুনাফিকদের আলামত তিনটি: কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং তার কাছে আমানত রাখা হলে খেয়ানত করে। ( সহিহ বুখারি : ৩৩)
প্রিয় ভাই! অনেক সময় আমরা কথা বার্তায় অসর্তক থাকি নিজের অজান্তেই আমরা অনেক সময় মিথ্যা বলতে থাকি, আমাদের উচিত কথাবার্তায় সর্তক হওয়া। কল্যাণের মূল উৎস সত্যবাদিতায় অবিচল থাকা এবং মিথ্যাকে ছিটিয়ে জীবন থেকে বিদায় করা। তাই আজ থেকে শপথ নিন আপনি সত্যবাদী হবেন সাফল্য ও কল্যাণের পথে নবউদ্দ্যমে এগিয়ে যাবেন। আল্লাহ তায়া'লা আমাদের সবাইকে আমল করার তাওফিক দিন, আমিন,,, ইয়া রব্বাল আলামিন।
Comment