হে রব আপনি আমাকে মুক্তি দিন!!
আমি জানি আমি আপনার সাথে প্রতারণা বৈ কিছুই করেনি , আমি বিশ্বাস করেছি আপনি মৃত্যুদাতা তবুও মৃত্যু ভয়ে সারাদিন ঘাপটিমেরে বসে থেকেছি । আমি ভালো করেই জানি আপনি আমার রিযিক যতটুকু লিখে রেখেছেন ততটুকুই পাবো কিন্তু তবুও আমি জীবন দিয়ে এর পিছনে ছুটে চলছি দিনরাত । আপনার হাবীব তো আমাকে বলেই দিয়েছেন এই দুনিয়া মুমিনের জন্য কারাগার কিন্তু সকল সুখ-শান্তির জন্য আমি মারিয়া হয়ে উঠেছি এই ক্ষনিক মেয়াদের কারাগারে । আমি বড় গলায় বলে বেরাচ্ছি আমি সকল কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আপনার সত্ত্বার কসম আমার অবস্থাতো এই যে তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস আপনার দ্বীনের জন্য কুরবানী করতে আমার মন বাধ সাধে । আফসোস ! হে আমার রব আমি চাই আপনার দ্বীনের বিজয় হোক , কিন্তু এর ত্যাগের জন্য আমি প্রস্তুত নই । আমি চাই আমার প্রাণের স্পন্দন রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শাতিমগুলো দুনিয়া থেকে চির বিদায় নিক কিন্তু আফসোস ! এর জন্য আমার পা এক কদম অগ্রসর হয় না।
হে কা'বার মালিক ! আমি আপনার ঘরগুলো হেফাযতে থাকুক এই কামনায় থাকি কিন্তু এর মুহাফিয বনতে পারি না ।
হে আমার খালিক ! আপনি আমার সকল দুর্বলতা জানেন , আপনি জানেন আমার দুনিয়া ত্যাগ আমাকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখে , আমার সম্পদের প্রতি অনিহা সম্পদের রাজ্যে হাবুডুবু খাওয়ায় , দ্বীনের জন্য করা কুরবানীগুলোতে এ নফস খুঁজে ফিরে চলে দুনিয়া ।
হে সকল মসিবত থেকে মুক্তিদাতা ! আমাকে আপনি মুক্তি দিন স্পষ্ট মিথ্যাচারিতা থেকে , আপনার সাথে প্রতারণা করা থেকে , সকল প্রকার নিফাকি কর্মকান্ড থেকে ।
হে সর্বশক্তিমান ! আপনি আমাকে শক্তি দিন আমার নফসের উপর বিজয়ী হওয়ার , বিতারিত শয়তানের উপর জয়ী হওয়ার , আমাকে আপনি শক্তি দিন আপনার দ্বীনের তাকাযা পূরণ করার , দ্বীনের অভাবগুলো পূরণ করার ।
হে সকল কাজের তাওফিক দাতা ! আপনি আমাকে তাওফিক দিন , যা বর্জন করার তা বর্জন করার , যা অর্জন করার তা অর্জন করার , যা পালন করার তা পালন করার , যা বিরত থাকার তা থেকে বিরত থাকার ।
- অজ্ঞাত
আমি জানি আমি আপনার সাথে প্রতারণা বৈ কিছুই করেনি , আমি বিশ্বাস করেছি আপনি মৃত্যুদাতা তবুও মৃত্যু ভয়ে সারাদিন ঘাপটিমেরে বসে থেকেছি । আমি ভালো করেই জানি আপনি আমার রিযিক যতটুকু লিখে রেখেছেন ততটুকুই পাবো কিন্তু তবুও আমি জীবন দিয়ে এর পিছনে ছুটে চলছি দিনরাত । আপনার হাবীব তো আমাকে বলেই দিয়েছেন এই দুনিয়া মুমিনের জন্য কারাগার কিন্তু সকল সুখ-শান্তির জন্য আমি মারিয়া হয়ে উঠেছি এই ক্ষনিক মেয়াদের কারাগারে । আমি বড় গলায় বলে বেরাচ্ছি আমি সকল কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আপনার সত্ত্বার কসম আমার অবস্থাতো এই যে তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস আপনার দ্বীনের জন্য কুরবানী করতে আমার মন বাধ সাধে । আফসোস ! হে আমার রব আমি চাই আপনার দ্বীনের বিজয় হোক , কিন্তু এর ত্যাগের জন্য আমি প্রস্তুত নই । আমি চাই আমার প্রাণের স্পন্দন রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শাতিমগুলো দুনিয়া থেকে চির বিদায় নিক কিন্তু আফসোস ! এর জন্য আমার পা এক কদম অগ্রসর হয় না।
হে কা'বার মালিক ! আমি আপনার ঘরগুলো হেফাযতে থাকুক এই কামনায় থাকি কিন্তু এর মুহাফিয বনতে পারি না ।
হে আমার খালিক ! আপনি আমার সকল দুর্বলতা জানেন , আপনি জানেন আমার দুনিয়া ত্যাগ আমাকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখে , আমার সম্পদের প্রতি অনিহা সম্পদের রাজ্যে হাবুডুবু খাওয়ায় , দ্বীনের জন্য করা কুরবানীগুলোতে এ নফস খুঁজে ফিরে চলে দুনিয়া ।
হে সকল মসিবত থেকে মুক্তিদাতা ! আমাকে আপনি মুক্তি দিন স্পষ্ট মিথ্যাচারিতা থেকে , আপনার সাথে প্রতারণা করা থেকে , সকল প্রকার নিফাকি কর্মকান্ড থেকে ।
হে সর্বশক্তিমান ! আপনি আমাকে শক্তি দিন আমার নফসের উপর বিজয়ী হওয়ার , বিতারিত শয়তানের উপর জয়ী হওয়ার , আমাকে আপনি শক্তি দিন আপনার দ্বীনের তাকাযা পূরণ করার , দ্বীনের অভাবগুলো পূরণ করার ।
হে সকল কাজের তাওফিক দাতা ! আপনি আমাকে তাওফিক দিন , যা বর্জন করার তা বর্জন করার , যা অর্জন করার তা অর্জন করার , যা পালন করার তা পালন করার , যা বিরত থাকার তা থেকে বিরত থাকার ।
- অজ্ঞাত
Comment