قَالَ السيد محمد الباقر للسيد جعفر الصادق رضى الله تعالى عنهما : يا بني : إن الله خَبّأ ثلاَثة أشياء في ثلاَثة
خبأ رضاه في طاعته ؛ فلاَ تَحْقِرَنَّ شيئاً من الطاعة فلعل رضاه فيه
وخبأ سَخَطه في مَعْصيته ؛ فلاَ تَحْقِرَنَّ شيئاً من المعاصي فلعل سخطه فيه
وخبأ أولياءه في خَلْقه ؛ فلاَ تحقِرَنَّ أحدا من خلقه فلعله
في ذلك
মুহাম্মাদ বাক্বের রাহিমাহুল্লাহ. স্বীয় পুত্র জা'ফর আস-সাদিক রাহিমাহুল্লাহকে বলেনঃ-
হে আমার প্রিয় বৎস! নিশ্চয় আল্লাহ সুবহানাহু তায়ালা, মূল্যবান তিনটি বস্তুকে অপর তিনটির জিনিসের মধ্যে নিহিত রেখেছেন।
১) স্বীয় আনুগত্যের মধ্যে তাঁর সন্তুষ্টি। ফলে, আনুগত্যের ক্ষেত্রে কোনো অংশকেই কিঞ্চিত পরিমাণ ছোট্ট করে দেখো না, হয়তো তাঁর সন্তুষ্টি এতেই মাউজুদ।
২) অবাধ্যতার মধ্যে তাঁর ক্রুধ গোপন রেখেছেন। ফলে, যেকোনো ধরণের ত্রুটিকে ছোট্ট ভেবো না, হয়তো মহান আল্লাহর রাগ সেটাতে আটকে আছে। ( আল-ইয়াজ বিল্লাহ)
৩) সৃষ্টিজগতের মনোরম বিন্যাসে তাঁর অনেক বন্ধুদের অপরিচিত রেখেছেন। তাই, কারো সাথে অসদাচারণ করোনা। হতে তো পারে, সেই মহান আল্লাহর বন্ধু।
Comment