তাযকীয়াতুন নাফস
'সফলতা' খুঁজে বেড়িয়েছি দুনিয়ার যত আসবাবে ,
অথচ - ' ক্বদ আফলাহা মাং তাজাক্কা... '
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ -
আসমান হতে এসেছে বার্তা তো - সেই কবে !
নিশ্চয়ই সে সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে...
' ওয়া ক্বদ খবা মাং দাসসাহা ... '
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا -
আর সে বিফল যে তাকে কলুষিত করেছে...
ও আমার ক্বলবের মালিক, নফসি রোগের শেফা,
সেরে দাও যত উযব, কিবির, রাগের যত শাখা।
নসিবে কর সে ক্বলবে মাখমুম, ক্বলবে সালিম, নফসে মুত্বমায়িন্ন্যা,
লিসানে সুদুক, আৎত্বকি, আননক্বি, মুহাসাবা, মুরাক্বাবা।
খুঁজি ফিরি যত-
মাকামে ইলম, মাকামে ইস্তেগফার, মাকামে ইস্তিআজা,
মাকামে সবর, মাকামে শোকর, মাকামে মুযাহাদা।
ও আমার খালিক্ব - বারি'উল মুসাওয়্যিরু, লাহুল আসমাউল হুসনা
খলিফা তোমার জমিনে আমি বেশুমার যার গুনাহ।
তোমার রঙের ছিটেফোঁটা দিয়ে দাওনা রাঙ্গিয়ে প্রভু, - বানাও না আমায়
খলিফায়ে কামিলার (সাঃ) শাফায়াতি সিবগাতুল্লাহ ।
রেফারেন্সঃ কবিতার শব্দ গুলো যত
১। তাযকীয়াতুন নুফুস - মুফতি জসীমুদ্দিন রাহমানী ( ফাঃ আঃ )
https://u.pcloud.link/publink/show?c...gl1hMEKFcxQVdk ( পৃষ্ঠা ৭, সুরা আল আ'লা ৮৭ঃ ১৪, সুরা আশ-শামস ৯১ঃ ৯ - ১০)
২। আত্নশুদ্ধি - মুফতি মুহাম্মাদ শফি (রহঃ) (বুকমার্কড)
৩ । শাইখ মুখতার মাগরাউয়্যী লেকচার https://www.youtube.com/playlist?lis...QPaSoEX39rSUkm ( ক্বলবে সালিম, ক্বলবে মাখমুম, আৎত্ত্বকি, আননকি , খালিফায়ে কামেলা রাসুলুল্লাহ সাঃ )
৩। https://www.hadithbd.com/quran/filte...A7%A8%E0%A7%AA ( আসমা উল হুসনা)
৪। https://www.hadithbd.com/quran/filter/?sura=2&aya=138 ( সিবগাতুল্লাহ)
'সফলতা' খুঁজে বেড়িয়েছি দুনিয়ার যত আসবাবে ,
অথচ - ' ক্বদ আফলাহা মাং তাজাক্কা... '
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ -
আসমান হতে এসেছে বার্তা তো - সেই কবে !
নিশ্চয়ই সে সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে...
' ওয়া ক্বদ খবা মাং দাসসাহা ... '
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا -
আর সে বিফল যে তাকে কলুষিত করেছে...
ও আমার ক্বলবের মালিক, নফসি রোগের শেফা,
সেরে দাও যত উযব, কিবির, রাগের যত শাখা।
নসিবে কর সে ক্বলবে মাখমুম, ক্বলবে সালিম, নফসে মুত্বমায়িন্ন্যা,
লিসানে সুদুক, আৎত্বকি, আননক্বি, মুহাসাবা, মুরাক্বাবা।
খুঁজি ফিরি যত-
মাকামে ইলম, মাকামে ইস্তেগফার, মাকামে ইস্তিআজা,
মাকামে সবর, মাকামে শোকর, মাকামে মুযাহাদা।
ও আমার খালিক্ব - বারি'উল মুসাওয়্যিরু, লাহুল আসমাউল হুসনা
খলিফা তোমার জমিনে আমি বেশুমার যার গুনাহ।
তোমার রঙের ছিটেফোঁটা দিয়ে দাওনা রাঙ্গিয়ে প্রভু, - বানাও না আমায়
খলিফায়ে কামিলার (সাঃ) শাফায়াতি সিবগাতুল্লাহ ।
রেফারেন্সঃ কবিতার শব্দ গুলো যত
১। তাযকীয়াতুন নুফুস - মুফতি জসীমুদ্দিন রাহমানী ( ফাঃ আঃ )
https://u.pcloud.link/publink/show?c...gl1hMEKFcxQVdk ( পৃষ্ঠা ৭, সুরা আল আ'লা ৮৭ঃ ১৪, সুরা আশ-শামস ৯১ঃ ৯ - ১০)
২। আত্নশুদ্ধি - মুফতি মুহাম্মাদ শফি (রহঃ) (বুকমার্কড)
৩ । শাইখ মুখতার মাগরাউয়্যী লেকচার https://www.youtube.com/playlist?lis...QPaSoEX39rSUkm ( ক্বলবে সালিম, ক্বলবে মাখমুম, আৎত্ত্বকি, আননকি , খালিফায়ে কামেলা রাসুলুল্লাহ সাঃ )
৩। https://www.hadithbd.com/quran/filte...A7%A8%E0%A7%AA ( আসমা উল হুসনা)
৪। https://www.hadithbd.com/quran/filter/?sura=2&aya=138 ( সিবগাতুল্লাহ)
Comment