103 : কে জীবিতদের মধ্যে থেকেও মৃত?
قيل لابن مسعود: من ميت الأحياء فقال: (الذي لا يعرف معروفا ولا ينكر منكرا) مجموع الفتاوى: 28/127
হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি.কে একবার জিজ্ঞেস করা হলো, কে জীবিতদের মধ্যে থেকেও মৃত? উত্তরে তিনি বললেন, যে (সামর্থ থাকা স্বত্তেও) সৎ কাজের আদেশ করে না এবং অসৎ কাজ থেকে বাধা দেয় না।-মাজমূঊল ফাতওয়া: ২৮/১২৭
104 : এর চেয়ে জঘন্য কোনো অপরাধ আছে বলে আমার জানা নেই
قال أحد الصالحين: (مَا أَعْلَمُ مَعْصِيَةً أقبح مِن تَرْكِ ذِكْرِ الله تعالى).
আল্লাহকে স্মরণ না করা (বা আল্লাহর যিকির না করা) অপেক্ষা জঘন্য কোনো অপরাধ আছে বলে আমার জানা নেই।-জনৈক বুযূর্গ
105 : কাউকে আল্লাহর জন্য ভালোবাসার কী অর্থ?
قيل لأبي عبد الله أحمد بن حنبل : ما الحب في الله؟ قال : هو ألا تحبه لطمع دنياه . طبقات الحنابلة 139/1
একবার ইমাম আহমদ রহ.কে জিজ্ঞেস করা হল, কাউকে আল্লাহর জন্য ভালোবাসার কী অর্থ? তিনি উত্তর দেন, সেই ভালোবাসা পার্থিব কোনো স্বার্থে হবে না। (অর্থাৎ তার থেকে জাগতিক কোন সুবিধা যেমন ধন সম্পদ, ইজ্জত সম্মান ইত্যাদির লাভের আশায় তাকে ভালোবাসবে না বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়ই ভালোবাসবে তখনই বুঝা যাবে, সেই ভালোবাসা আল্লাহর জন্য হচ্ছে)।-তাবাকাতে হানাবেলাঃ ১/১৩৯
Comment