সংশোধনকারীদের জন্য নাসিহত সিরিজ
শাইখ আবু আব্দুর রাহমান সুমালী
শাইখ আবু আব্দুর রাহমান সুমালী
নসিহত ১ঃ
স্মরণ কর ! কেহই মুমিনদের নিকট প্রিয় হতে পারবে না যতক্ষন না আল্লাহ তায়াল ও তার ফেরেশতাদের নিকট প্রিয় না হবে।
আল্লাহ তায়ালার বানী সমূহঃ
الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ ٤٠:٧
যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ ٨:٦٣
আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে। যদি তুমি সেসব কিছু ব্যয় করে ফেলতে, যা কিছু যমীনের বুকে রয়েছে, তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন। নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী, সুকৌশলী।
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا أحب الله تعالى العبد نادى جبريل إن الله تعالى يحبّ فلاناً فأحببه فيحبّه جبريل فينادي أهل السماء أن الله يحبّ فلاناً فأحبّوه فيحبّه أهل السماء ثمّ يوضع له القبول في الأرض،وإذا أبغض عبداً دعا جبريل فيقول: إني أبغض فلاناً فأبغضه فيبغضه جبريل ثم ينادي في أهل السماء إنّ الله يبغص فلاناً فأبغضوه فيبغضه أهل السماء ثم توضع له البغضاء في الأرض مسلم .
সারাংশঃ আল্লাহ তায়ালা যখন কাউকে ভালবাসেন তখন অন্যরাও তাকে ভালবাসে আর আল্লাহ তায়ালা যখন কাউকে অপছন্দ করে তখন অন্যরাও তাকে অপছন্দ করে।
তাই আমরা যারা মানুষের ইসলাহ চাচ্ছি সেই মুজাহিদ ভাইদের জন্য আল্লাহ তায়ালার দিকেই বেশি মনোযোগী হতে হবে।
চলবে ......
Comment