মোবারকবাদ তোমায় হে বোন!┇ শাইখ তামিম আল-আদনানী হাফিজাহুল্লাহ্
ইসলামে নারী এক মহামান্বিত স্বত্তার নাম। জাবালে নূরের গারে হেরা থেকে হেদায়েতের যে ঝলমলে সূর্য উদিত হয়েছিল, সে পবিত্র আলোয় সর্বপ্রথম যিনি স্নাত হয়েছিলেন, তিনি একজন নারী। হ্যাঁ, সর্বপ্রথম যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লামের উপর ঈমান এনেছিলেন, তিনি এক মহীয়সী নারী।
সুবহানআল্লাহ! ইসলামের কাফেলায় সর্বপ্রথম যিনি নাম লিখিয়েছেন-তিনি কোন পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী। তিনি আমাদের মহামান্বিত আম্মাজান, প্রিয় নবী সাঃ এর সবচেয়ে প্রিয়তমা জীবনসঙ্গিনী - হযরত খাদিজা রাদিআল্লাহু আনহা।
সুবহানআল্লাহ! ইসলামের যাত্রাই হয়েছে একজন নারীকে নিয়ে। হে বোন! আপনাদের এই অনুপম সৌভাগ্য আর কোনদিন কোন পুরুষ অর্জন করতে পারবেনা। চিরদিনের জন্য এই সাফল্য আপনারা ঘরে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের জন্য এই সম্মান ও মর্যাদা লিখে দিয়েছেন।
মোবারকবাদ জানাই আপনাদের। আপনারা মহামান্বিত আম্মাজান,খাদিজাতুল কুবরার উত্তরসূরি। রিসালাতের সূচনালগ্নের কথা...
তখনও মুষ্টিমেয় কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল ও তার সঙ্গীরা নওমুসলিমদের উপর নির্মম অত্যাচার শুরু করে। এই কঠিন নির্যাতনে ইসলামের শুরুর দিনগুলোতেও শহীদ হয়েছেন অনেক পুণ্যাত্মা সাহাবী।
কিন্তু আপনারা কি জানেন,ইসলামের সর্বপ্রথম শহীদ কে? কোন সেই ভাগ্যবান,যিনি এই মহামান্বিত দ্বীনের জন্য সর্বপ্রথম নিজের জান কুরবান করেছেন? কার শহীদি রক্তে সর্বপ্রথম রঞ্জিত হয়েছে আল্লাহর জমিন? কে তিনি? তিনিও একজন মহীয়সি নারী হ্যাঁ, তিনি কোন পুরুষ নন। এই অনুপম সৌভাগ্যও জুটেনি কোন পুরুষের কপালে। সুবহানআল্লাহ! ইসলামের প্রথম শহীদ একজন নারী। একজন ভাগ্যবতী নারী। তিনি হলেন হযরত সুমাইয়া রাদিআল্লাহু আনহা।
হে বোন! আপনাদের মোবারকবাদ জানাই। আপনারা হযরত সুমাইয়া রাদিআল্লাহু আনহার উত্তরসূরী। আপনারাই এই দ্বীনের জন্য সর্বপ্রথম শহীদ হওয়ার অনুপম সৌভাগ্য অর্জন করেছেন। এভাবে ইসলামের শুরু থেকেই মুমিন নারীরা এই উম্মাহর বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ করেছেন। আপনারা ইসলামের ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ। ইসলাম নারীকে মহামান্বিত করেছে। ইসলাম নারীকে অধিষ্ঠিত করেছে মমতাময়ী মায়ের আসনে,যার পদতলে সন্তানের জান্নাত। ইসলাম নারীকে অধিষ্ঠিত করেছে পুরুষের প্রেমময়ী জীবন সাথীর মর্যাদায়, যার হাত ধরে সে পাড়ি দেবে সুখে দুখে ঘেরা এই পার্থিব জীবন আর চিরসুখের জান্নাতেও, চিরকালের জন্য তারা একে অপরের হয়ে থাকবে। এভাবে চিরদিনের জন্য তাদের বেঁধে দিয়েছে অনুপম ভালবাসার মধুর বন্ধনে।
ইসলামে নারীকে দেখা হয় স্নেহের কানন বোন রূপে। তার ইজ্জত ও মর্যাদা রক্ষায় ভাইয়েরা বিলিয়ে দেয় আপন জীবন। তার মুখের হিজাব আর বুকের হেফাজতের জন্য শত শত ভাই ঝাঁপিয়ে পড়ে উত্তাল রণাঙ্গনে। প্রিয় বোন! আপনারা মা আয়েশা রাদিআল্লাহু আনহার উত্তরসূরি।পৃথিবীতে প্রিয় নবীর সবচেয়ে প্রিয়জন ছিলেন তিনি। বড় বড় সাহাবীদেরও শিক্ষক ছিলেন তিনি। আপনারা জান্নাতি নারীদের সর্দার, নবী তনয়া ফাতেমা বিনতে মোহাম্মদের উত্তরসূরি। আপনারা আসমা বিনতে আবু বকরের উত্তরসূরী, যিনি প্রিয় সন্তান আব্দুল্লাহ বিন যুবায়ের রাদিআল্লাহু আনহুকে জালীমের বিরুদ্ধে জিহাদের জন্য নিজ হাতে সাজিয়ে দিয়েছিলেন।
প্রিয় বোন! আপনাদের মোবারকবাদ জানাই। আপনারা সেই মহীয়সী সাহাবীর উত্তরসূরী, যিনি নিজের ছোট্ট সন্তানকে নিয়ে এসে বলেছিলেন, “হে আল্লাহর রাসূল। এই আমার ছেলে রণাঙ্গনে আপনার হয়ে লড়াই করবে।” প্রিয় বোন! আপনাদের সৌভাগ্যের ফিরিস্তি এত্ত দীর্ঘ, যে তা এত্ত ছোট্ট পরিসরে তুলে ধরা কোনভাবেই সম্ভব নয়। ইসলামের ইতিহাসের দু'একটি পাতা ঝলমলে পাতা উল্টিয়ে আমরা কেবল আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি আপনাদের আত্মপরিচয়। তুলে ধরতে চাইছি আপনাদের পূর্বসূরীদের গৌরবময় উপাখ্যান, যাতে আপনারা এই ভোগবাদী নষ্ট সভ্যতার চাকচিক্য দেখে নিজেদের হারিয়ে না ফেলেন। ইউরোপের বেশ্যা নারী ও দেশীয় নগ্ন মডেলদের দেখে আত্মপরিচয় ভুলে না যান। আপনাদের পবিত্র অস্তিত্ব যেনো এই জাহেলিয়াতী সমাজব্যবস্থার বিষবাষ্পে কলুষিত না হয়।
দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুন। আপনাদের আত্মপরিচয় আঁকড়ে থাকার তাওফীক দিন। খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দীকা, ফাতেমাতুয যাহরা প্রমুখ পুণ্যাত্মা নারীদের সঙ্গে যেন আল্লাহ আপনাদের হাশর করেন!*আমীন ইয়া রব্বাল আলামীন!
Collected
----------------------------
বৈবাহিক জীবনে সুখী হওয়ার প্রথম মূলনীতি - শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ্ (Transcript)
মায়েদের উদ্দেশ্যে কিছু কথা - শাইখ যুবাইর আল-হাসান হাফিজাহুল্লাহ্ (Transcript)
সালাফের আদর্শে সন্তানদের কীভাবে গড়ে তুলবেন? - শাইখ তামিম আল আদনানি হাফিজাহুল্লাহ্ (Transcript)
কী দান করলে বেশি সওয়াব পাওয়া যায়?┇ শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ্ (Transcript)
Comment