Announcement

Collapse
No announcement yet.

খাদিজাতুল কুবরা: এক মহিয়সী নারীর গল্প - ৩য় পর্ব┇Shaikh Tamim Al Adnani (Transcript)

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • খাদিজাতুল কুবরা: এক মহিয়সী নারীর গল্প - ৩য় পর্ব┇Shaikh Tamim Al Adnani (Transcript)

    খাদিজাতুল কুবরা: এক মহিয়সী নারীর গল্প - ৩য় পর্ব┇Shaikh Tamim Al Adnani

    নাহমাদুহু ওয়ানুসল্লি আ'লা রসূলিহিল কারীম আম্মাবাদ!*

    আমরা কথা বলছিলাম উম্মুল মু'মিনীন খাদিজা তহিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আম্মাজান সাইয়্যেদা খাদিজা ছিলেন সমসাময়িক কালে জগতের সর্বোত্তম নারী।

    সহীহ্ মুসলিমে এসেছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ‘‘ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারী হলেন মারিয়াম বিনতে ইমরান এবং খাদিজা বিনতে খুয়াইলিদ।’’

    একমাত্র ইবরাহিম ছাড়া সাইয়্যেদা খাদিজার গর্ভেই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল* সন্তান জন্মগ্রহনকরেন। তাঁদের মোট ৬ জন সন্তান হয়েছিলো।

    প্রথম সন্তানের নাম ছিলো কাসিম। তিনি অল্প বয়সেই মক্কায় মৃত্যুবরণ করেন; তার নাম অনুসারেই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত হয় 'আবুল কাসিম'। দ্বিতীয় সন্তান হলেন যাইনাব।*তৃতীয় সন্তান আব্দুল্লাহ্; তিনি নবুয়্যাতের পর জন্ম লাভ করেন এবং শৈশবে ইন্তেকাল করেন। চতুর্থ সন্তান রুকাইয়্যাহ এবং পঞ্চম সন্তান উম্মে কুলসুম।*৬ষ্ঠ সন্তান ফাতিমাতুয যাহরা; যিনি জান্নাতের নারীদের সরদার।*

    সাইয়্যেদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের খুবই আদর করতেন। আর্থিক সচ্ছলতাও ছিলো তাঁর।* উক্ববার দাসি - সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের পরিচর্যায় নিয়োগ করেছিলেন।*

    রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - প্রিয়তমা খাদিজা তাহিরার খুব প্রশংসা করতেন। এমনকি মৃত্যুর পরও তিনি বারবারই তাঁকে স্মরণ করতেন, তাঁর গুণের কথা বলতেন। তাঁর মর্যাদার কথা তুলে ধরতেন। সাইয়্যেদা খাদিজার কথা মনে পরে এমন কোন বস্তু দেখলে কিংবা এমন কোন আওয়াজ শুনলেও রাসূল সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগাপ্লুত হয়ে পড়তেন, তাঁর চেহারায় ফুটে উঠত উজ্জ্বল হাসির নির্মল দীপ্তি।

    সহীহ্ বুখারি ও সহীহ্ মুসলিমে এসেছে, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, আমি নবী ﷺ এর স্ত্রীদের মধ্যে আর কারো প্রতি এতটা ঈর্ষা বোধ করিনি, যতটা করেছি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি। অথচ তাঁকে আমি দেখিনি পর্যন্ত। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে ছাগল জবাই করে গোশতের কয়েকটি ভাগ করতেন তারপর সেগুলো খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন। কখনো আমি ঈর্ষাবশত বলতাম খাদিজা ছাড়া দুনিয়াতে আর কোনো নারী নেই বুঝি!*তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, "খাদিজা এমন ছিল! এমন গুণবতী ছিল-তাঁর গর্ভেই আমার সন্তান হয়েছে।"

    দুনিয়াতে খাদিজাকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সবচেয়ে বড় পুরস্কার ছিল তাঁর জীবদ্দশায় তিনি দ্বিতীয় কাউকে শাদী করেন নি!*এতে প্রমাণিত হয় প্রিয় নবীর অন্তরে সাইয়্যেদা খাদিজা ছিলেন উচ্চ মর্যাদার অধিকারী তাঁর হৃদয় জুড়ে ছিল প্রিয়তমা খাদিজার একচ্ছত্র রাজত্ব।*

    প্রিয় বোন! মায়া-মমতা ও প্রেম-ভালোবাসায় ঘেরা এমন একটি দাম্পত্য জীবনের স্বপ্ন কি আপনার হৃদয়কেও দোলা দেয় না!

    প্রিয় বোন! এমন একজন পবিত্র স্বামী আপনিও কি চান না! আপনার কি মন চায় না খাদিজা তাহিরার মতো পুতঃপবিত্র এক নারী হতে!

    বোন আমার! দ্বীনের উপর অবিচল থেকেই কেবল আপনি এমন সুখময় জীবন লাভের আশা করতে পারেন। আপনি যদি আপনার জীবনকে আম্মাজান খাদিজার মত পুতঃপবিত্র রাখতে পারেন, আপনি যদি তাঁর আদর্শকে আঁকড়ে ধরতে পারেন, তাহলে প্রেম ভালবাসায় ঘেরা এমন একটি পবিত্র মধুর দাম্পত্য জীবন আপনিও লাভ করবেন, ইন শা আল্লাহ্। আর আখেরাতের অনন্ত জীবনের সুখ তো আছেই। আল্লাহ আমাদের সকল বোনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

    প্রিয় বোন! আপনারা তো আম্মাজান খাদিজা তহিরার-ই রূহানী কণ্যা। মেয়েদের জন্য মায়েরাই তো আদর্শ হয়ে থাকে। আপনাদের অনেক সতর্ক থাকতে হবে। ইউরোপের নগ্ন সংস্কৃতি যেন আপনাদের জীবনে প্রভাব ফেলতে না পারে।

    *দাজ্জালি মিডিয়া - হলিউডের-বলিউডের ভ্রষ্টা নারীদের আপনাদের সামনে আদর্শ হিসেবে পেশ করতে চাইবে তাদের মত নগ্ন পোশাক পরিধান করে পুরুষের ক্রীড়া সামগ্রী তে পরিণত হওয়ার - জাহান্নামী দাওয়াত তারা আপনাদের বারবার দিবে।

    সাবধান! কখনো যেন তাদের এই ভ্রষ্ট জীবনাচার দেখে প্রভাবিত না হয়ে যান! একটু অসতর্কতা আপনার দুনিয়া আখেরাত দুটিই বরবাদ করে দিতে পারে।*

    দোয়া করি, আল্লাহ তা'আলা সকল মুমিন বোনদের নেককার , পরহেজগার ও পর্দানশীন বানিয়ে দিন। সাইয়্যেদা খাদিজা, আয়েশা সিদ্দীকা, ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু আনহুন্নাঁর আদর্শের* উপর সবাইকে অটল রাখুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
    ‘...তোমাদের সন্তানের মাঝে সৃষ্টি করো জিহাদপ্রেম, তারুণ্যের তেজ ও দিগ্বিজয়ের দূরন্ত নেশা। মুসলমানের সমস্যা সম্পর্কে সজাগ থাকো…’’ - শাইখ আবদুল্লাহ্ আযযাম রহিমাহুল্লাহ্

  • #2
    আমরাও দু‘আ করি, আল্লাহ তা'আলা সকল মুমিন বোনদের নেককার, পরহেজগার ও পর্দানশীন বানিয়ে দিন। সাইয়্যেদা খাদিজা, আয়েশা সিদ্দীকা, ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু আনহুন্নাঁর আদর্শের উপর সবাইকে অটল রাখুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment

    Working...
    X